Skip to main content

Posts

দাউদ বা একজিমা মাত্র ১৫ দিনে ভালো হয়ে যাবে এই গাছে ১০০%।

প্রাকৃতিক চিকিৎসায় হাতিশুঁড় গাছ একটি অসাধারণ গাছ। এটি বাংলাদেশে সব জায়গাতে পাওয়া যায় ছবিতে ক্লিক করলে উপকৃত হবেন। হাতিশুঁড় গাছের ছবি হাতিশুঁড় এটি একটি আগাছা জাতীয় উদ্ভিদ।এদের বিভিন্ন  নামেও ডাকা হয় যেমন  হাতিশুঁড়ি, হাতিশুণ্ডি, হস্তীশুণ্ডী, শ্রীহস্তিনী, মহাশুণ্ডী ইত্যাদি। সাধারণত যাদের শরীরে ঘা, পাচড়া, দাউদ একজিমা ও ক্ষত থাকলে ১৫ দিন দু বেলা রস করে লাগালে এই রোগ চিরতরে ভালো হয়ে যাবে আর আপনার কোনোদিন এই রোগ হবে না। ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে স্নান করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না। সর্দি লাগলে এই হাতিশুড়ের পাতা ছেচে দুই চামচ পরিমাণ রস খেলে সর্দি ভাল হবে।দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে জলেতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়। দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার ...

রোজমেরি গাছের উপকরিতা।

রোজমেরি গাছ  একটি ঔষুধি গাছ এই গাছ আপনাদের অনেক উপকারে আসবে  ভিডিওটি দেখুন।  

বাঁচতে হলে জলপাই খান।

 শরীরকে সতেজ রাখতে হলে জলপাই খান। ছবিতে ক্লিক করুন

পড়া লেখা মনে রাখতে হলে এই শাক প্রতিদিন খান।

  যারা  লেখাপড়া মনে রাখতে পারছেন না তারা এই শাক খান উপকার পাবেন। ছবি ক্লিক করতে হবে।

উলটকম্বলের উপকারিতা

আকন্দ গাছ ও তার উপকারিতা।

বাড়ীতে আকন্দ গাছ লাগান জীবনে অনেক রোগের চিকিৎসা পাবেন।  

কাঁচা পেঁপের উপকারিতা হাজারো রকম।

  কাঁচা পেঁপে খেলে পাবেন বিরাট  ফল? আজই বাড়িতে আনুন পেঁপে |