কালো দাগ দূর করুন আয়ু বাড়ান
১০০% ভালো হয়ে যাবে আপনার কালো বগলের চামড়া। এই কাজটি আপনার প্রতিদিন করতে হবে। তাহলে দেখবেন আপনার নিজের কাছেই ভালো লাগবে। আসুন কিভাবে আপনার এই দাগ দূর করবেন এ বিষয়ে জেনে নেয়া যাক। খুবই সহজ এটি আপনার তেমন খরচ হবে না প্রতিদিন যেমন স্নান বা গোসল করার সময় একটু খেয়াল করে এই কাজটি করতে হবে।যাদের এই কালো দাগ রয়েছে প্রথমে জল দিয়ে ভিজিয়ে স্নান করার সময় সাবান দিয়ে ভালো করে হালকাভাবে পরিস্কার করে নিতে হবে। চামড়ার জল শুকানোর পরে কালো যায়গায় অলিভ ওয়েল তেল ব্যবহার করতে হবে। আবার যদি শরীরের গাম হয়ে থাকলে পাউডার ব্যবহার করবেন। প্রতিদিন পোশাক পরিবর্তন করবেন। পরিস্কার পরিছন্নতা থাকতে হবে।এ ছাড়াও ত্বকের বিভিন্ন স্থানের কালো দাগ দূর করতে, একটি কটনবলে আলুর রস নিয়ে ত্বকে ব্যবহার করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। নিয়মিত এভাবে ত্বকের যত্ন নিলে কালো দাগ শিগগিরই হালকা হতে শুরু করবে। আমিও নিজে এই কাজ করে উপকৃত হয়েছি তাই বলতে পারি এটি একটি সঠিক এবং ভালো প্রন্থা যা আপনার এবং সকল মানুষের কাজে আসবে।
আমার লেখাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং সবাইকে শেয়ার করবেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।
Comments