Skip to main content

Posts

Showing posts from July, 2023

শিশুর জ্বর হলে করণীয় - শিশুর জ্বর কমানোর উপায় - শিশুর ঠান্ডা জ্বর-High...

গ্রাস্ট্রিকের হাত থেকে বাঁচতে হলে সঠিক চিকিৎসা নিন।

কাঁচা পেঁপে এবং থানকুনি পাতা ব্যবহারের চিরমুক্তি হবে   পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা ।   আসুন একবার জেনে নিন দেখুন কিভাবে কাঁচা পেঁপে এবং থানকুনি পাতা ব্যবহারের চিরমুক্তি হবে   পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা ।  আমার এই চিকিৎসা করে আমি নিজেই ভালো হয়েছি আমার ডাক্তার দেখানোর মতো কোনো অর্থ ছিলো না। আমি বিজ্ঞান বিভাগে লেখাপড়া করে জেনেছি এই প্রাকৃতি চিকিৎসা  এবং আমি ভারতের একজন কবিরাজির কাজ থেকেও  চিকিৎসা শিখেছিলাম।   আজকের আমি আপনাদের অল্প খরচে  এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য লেখাটি পোস্ট করলাম। ডাক্তারের কাছে গিয়েছেন তো আরো এই রোগে আক্রান্ত হবেন। ভুলেও এদের কাছে যাবেন না। আমার প্রাকৃতিক চিকিৎসা ব্যবহারের আপনি সারাজীবন ভালো থাকবেন সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো রাখবেন। তবে সঠিকভাবে ব্যবহার না করতে পারলে আপনার সমস্যা হবে। তাই লেখাটি ভালোভাবে পড়ুন এবং জানুন নিম্নে এর ব্যবহার সম্পর্কে  আলোচনা করা হল।   থানকুনি পাতা এর ব্যবহারঃ প্রথমে ২৫ গ্রাম থানকুনি পাতা নিতে হবে এর পর সকালে মলমূত্র ত্যাগ করে খালি লবন দিয়ে সেবন করতে হবে । সেবনের ৩০ ...

সামদ্রিক মাছে রয়েছে বেজাল একবার দেখুন।

জানেন কি বাজার থেকে যে সামদ্রিক মাছ আমরা কিনে থাকি এটা ফরমালিনযুক্ত ও পচা হতে পারে তাই আজ থেকে সাবধান। সামদ্রিক মাছ আমরা জানি যে, সামদ্রিক মাছ আয়োডিনযুক্ত কিন্তু এই মাছই আমাদের রোগের কারণ। এই বিষয়ে সবাই সচেতন হওয়াই ভালো। একবার ভাবুনতো ফরমালিনযুক্ত ও পচা মাছ খেলে কি হতে পারে ।  এ ধরণের  মাছ  পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে ক্যান্সার হতে পারে  খিঁচুনি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবনয়ন, অজ্ঞান হতে পারে।  ধীরে ধীরে এসব রাসায়নিক পদার্থ ব্রেনের  ক্ষতি  করতে পারে। স্মৃতিশক্তি ক মে যায়। বমি বমি ভাব ও পেটা ফাপা তাছাড়া চর্ম  রোগ এই মাছ খেলে হবেই হবে। তাই আমাদের উচিত যে কোনো মাছ কিনতে গেলে ফরমালিন ও পচা মাছ থেকে কেনা বিরত থাকবো। লেখাটি শেয়ার করুন ও সবাইকে জানিয়ে দিন। 

কাঁচা মরিচের অপকারিতা ও ক্ষতি

  কাঁচা মরিচের উপকারিতা সর্ম্পকে সবাই জানেন। এখন অপকারিতা জানবেন ছবিতে ক্লিক করুন বর্তমানে কাঁচা মরিচ অমৃত মনে করে সবাই ৫০০ থেকে ১০০০ টাকায় কিনে থাকেন। কিন্তু জানেন কি এই মরিচ খেলে আপনার মৃতু পর্যন্ত হতে পারে। ডায়বেটিস থেকে অনেক রোগের কারণ এই কাঁচা মরিচ বা কাঁচা ঝাল। যদি একান্ত ব্যবহার করতে চান তাহলে নিজেরা বাড়িতে চাষ কবেন। বেশি উৎপাদন করার ক্ষেত্রে এক ধরনের হরমোন ব্যবহার করা হয়। আর এটি প্রানিকুলে খুবই ঝুকিপূর্ণ । তাই আজ থেকে কাঁচা মরিচ কেনা বাদ দিন এবং নিজে চেষ্টা করুণ চাষাবাদ করতে। এর আরো ক্ষতির দিক রয়েছে যেমনঃ যাদের এসিডিটি,লিভারে সমস্যা, গলব্লাডার নেই তারা কাঁচা মরিচ খাওয়া থেকে দূরে থাকুন। গলব্লাডার বা পিত্তথলি হল মুক্তোর আকৃতির একটা প্রত্যঙ্গ, যা লিভার বা যকৃতের ডানদিকে ঠিক নীচে থাকে। গলব্লাডারের প্রধান কাজ হল লিভার থেকে উৎপন্ন পাচকরস (পিত্ত) সংগ্রহ করে জমা করা। খাওয়াদাওয়ার পর গলব্লাডার থেকে পিত্ত বের হয়, যা হজমে সাহায্য করে।