কাঁচা পেঁপে এবং থানকুনি পাতা ব্যবহারের চিরমুক্তি হবে পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা ।
আসুন একবার জেনে নিন দেখুন কিভাবে কাঁচা পেঁপে এবং থানকুনি পাতা ব্যবহারের চিরমুক্তি হবে পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা । আমার এই চিকিৎসা করে আমি নিজেই ভালো হয়েছি আমার ডাক্তার দেখানোর মতো কোনো অর্থ ছিলো না। আমি বিজ্ঞান বিভাগে লেখাপড়া করে জেনেছি এই প্রাকৃতি চিকিৎসা এবং আমি ভারতের একজন কবিরাজির কাজ থেকেও চিকিৎসা শিখেছিলাম।
আজকের আমি আপনাদের অল্প খরচে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য লেখাটি পোস্ট করলাম। ডাক্তারের কাছে গিয়েছেন তো আরো এই রোগে আক্রান্ত হবেন। ভুলেও এদের কাছে যাবেন না। আমার প্রাকৃতিক চিকিৎসা ব্যবহারের আপনি সারাজীবন ভালো থাকবেন সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো রাখবেন। তবে সঠিকভাবে ব্যবহার না করতে পারলে আপনার সমস্যা হবে। তাই লেখাটি ভালোভাবে পড়ুন এবং জানুন নিম্নে এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হল।
থানকুনি পাতা এর ব্যবহারঃ প্রথমে ২৫ গ্রাম থানকুনি পাতা নিতে হবে এর পর সকালে মলমূত্র ত্যাগ করে খালি লবন দিয়ে সেবন করতে হবে । সেবনের ৩০ মিনিট পরে খাবার খেতে হবে। যাদের গ্রাস্ট্রিক আছে এই মোট সাতদিন সেবন করবেন দেখবন আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে।
কাঁচা পেঁপে এর ব্যবহারঃ কাঁচা পেঁপে অনেকেই খাবারের সম্পর্কে জানেন না। আজকের আমার কাজ থেকে জেনে নিন। প্রতিদিন এই পেঁপে খাবেন ভরা পেটে কেননা ভরা পেটে না খেলে উল্টো পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। রাত্রের খাবারের পর ২০ মিনিট পরে খাবেন এবং কোনো জল পান করবেন না। এই নিয়মে গ্রাস্টিক না সারা পর্যন্ত খেতে থাকুন।
লেখাটি দয়া করে শেয়ার করুন এবং যদি কোনো উপকার না পান আমি আপনারদের কাছে আর কখনো লেখা লিখবো না। আমার ইচ্ছে আমি মানুষের মাঝে বেঁচে থাকতে তাই আমাকে অবহেলাও করলেও সৃস্টিকর্তার প্রাকৃতির দানকে অবহেলা করবেন এবং এর ব্যবহারের আমরা সবাই ভালো থাকতে পারি।
Comments