গাজরের উপকারিতা।
শরীরকে সুস্থ রাখতে হলে, গাজর খান বেশি বেশি। ইহা একটি চমৎকার প্রাকৃতিক ঔষুধ।ছবিতে ক্লিক করুণ
আজ আমি গাজরের গুনাগুন সর্ম্পকে বলবো। কষ্ট করে একটু জানুন সকলের উপকার হবে।
১। গাজরে প্রচুর ভিটামিন এ আছে। এই ভিটামিন ‘এ’-র অভাবে শরীর ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে।
২। শরীরের বৃদ্ধি থেমে যায়- শরীরের ক্ষমতা কমে যায়। খাদ্য দ্রব্য হজম হতে অনেক দেরি লাগে, চামড়া খসখসে হয়ে যায়।
৩। গাজর খেলে শরীর নরম ও সুন্দর হয়। শরীরে শক্তির সঞ্চার হয় আর ওজন বাড়ে।
৪। শিশুদের গাজরের রস খাওয়ালে দাঁত বেড়োতে কোনো কষ্ট হয় না। আর দুধ ও ঠিক মতো হজম হয়।
৫। অর্শ, ক্ষয়রোগ, পিত্ত রোগে গাজর খেলে সুফল পাওয়া যায়। গাজরের রস মস্তিকের পক্ষেও ভাল।
৬।শরীরের পুষ্টি ও বৃদ্ধির বিকাশের জন্যে গাজর খাওয়া খুবই প্রয়োজন।
৭। গাজর খেলে রং ফরসা হয়, মুখে সৌন্দর্য বাড়ে কারণ গাজর আছে রক্ত পরিস্কার করবার গুন।
৮। গাজরের বীজ জল মিশিয়ে বেটে পর পর সাতদিন পান করলে মেয়েদের ঋতুপ্রাপ্তি হয়।
৯। গজর সেদ্ধ করে পুলটিস বাঁধলে ক্ষত, ফোঁড়া আর সব রকমের খারাপ ধরনের য সেরে যায়।
মানব কল্যাণে আমি এই লেখালেখি করি কারণ জীব সেবা ঈশ্বরের সেবা। দয়া করে শিখুন এবং অন্যকে শেখান ও লাইক শেয়ার করুণ।
To keep the body healthy, eat more carrots. It is an excellent natural medicine.
Pictures of carrots
Today I will talk about the quality of carrots. Learn a little harder will benefit everyone.
1. Carrots are rich in vitamin A. Lack of this vitamin ‘A’ makes the body sick.
2. The growth of the body stops - the power of the body decreases. It takes a long time for food to be digested, the skin becomes rough.
3. Playing carrots makes the body soft and beautiful. Energy is transmitted to the body and weight increases.
4. Feeding carrot juice to children does not cause any difficulty in brushing teeth. And milk is digested just like that.
5. Hemorrhoids, tuberculosis, bile diseases are benefited by eating carrots. Carrot juice is also good for the brain.
6. Eating carrots is very necessary for the development of nutrition and growth of the body.
7. Playing carrots brightens the complexion, enhances the beauty of the face because carrots have the property of cleansing the blood.
8. If carrot seeds are mixed with water and drunk for seven consecutive days, the girls get menstruation. 9. Boiling carrots and tying poultices heals wounds, boils and all kinds of bad things.
Comments