পাইলস থেকে মুক্তি পাওয়ার উপায়।

পাইলস হতে মুক্তি পেতে পারি, প্রাকৃতিক ঔষুধ ব্যবহার করে। সবাই এটা শিখি সকলের সুন্দর কাজে আসবে।ছবিতে ক্লিক করুন

পাইলস রোগের ছবি:
আজ আমি আমার নিজের শেখা হতে আপনাদেরকে বলছি। আমি পাইলস রোগে ভুগছিলাম পনের বছর  ধরে। প্রথমে আমি স্বাস্থবিধি মেনে খাওয়া দাওয়া করতাম ।হঠাৎ আমার বড় ভাই অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার ক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন ছিল। আমি রিক্সা চালিয়ে প্রতিদিন তার জন্য ২৪৫/- টাকার ঔষুধ কিনতে হতো। এবং সংসার চালাতাম। এভাবে কঠিন প্ররিশ্রম করতে গিয়ে আমার পাইলসটা বেড়ে যায়। আমি চিকিৎসা নিয়েও ভালো হই নাই। এক সময় কবিরাজি  বই পড়তাম। পড়ে নিজে নিজে পাইলস কন্ট্রোলে আনলাম এখন আমি ভালো  আছি। আশা করি আপনারাও পারবেন নিজের পাইলস ভালো করতে।
১। যদি কারোও পাইলস হয়। মলত্যাগ করতে রক্ত বের হয় তখন থেকে নরম খাওয়া খাবেন। যেমন: পেপে, পুইশাক, পাকা কলা  ইত্যাদি।
২। গরম জল ফুটিয়ে আপনার মলদ্বারে বাষ্প দিন এবং মলত্যাগ করার পরে গরম জল দিয়ে পরিস্কার করুণ।
৩। বেশির ভাগ লোকের গুড়া কৃমি থাকার কারণে পাইলস হয়। পাইলস হলে মিষ্টি যাতীয় খাবার খাবেন না।
৪। যদি পাইলস বেড়ে যায় তাহলে বাঈমমাছ, পুটিমাছ, কাচকলা, লালশাক এগুলো ভুলেও 
 খাবে না।
৫। মল যাতে নরম হয় সেই খাবার খাবেন। ভাজাপোড়া খাবার খাওয়া যাবেনা। রাত্রে বেলায় আটার রুটি খাবেন। 
৭। বেশি জল পান করুণ। বাথরুমে যাওয়ার আগে কিছুটা হালকা গরম জল খেতে পারেন এতে করে বাথরুম ভালো হবে।
৮। প্রতিদিন সকালে খালি পেটে একটি পাকা টোম্যাটো এবং রাত্রে ঘুমানো পূর্বে আসতো টোম্যাটো খেলে পুরানো কোষ্টকাঠিন্য চলে যাবে। 
৯। সকাল বেলায় তিন থেকে চারটি পাথরকুচি পাতা  এবং সাত থেকে আটটি গোলমরিচ এক সাথে খেলে পাইলস রোগ থাকে না। 
১০। হরতকি, এবং আমলকি প্রতিদিন নিয়ম অনুযায়ী খেলে পাইলস ভালো হয়ে যাবে।
১১।যদি পাইলস হয় তাহলে মাস, মাংস পরিহার করতে হবে। এবং বেশি বেশি শাকসবজি ফলমূল খেতে হবে।

আরো অনেক কিছু রয়েছে এই পাইলস সমন্ধে। জানতে হলে স্বাস্থ্যবিষয়ক বই পড়ুন।
আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমার এই টিপসটা অনুসরণ করুণ। দেখবেন খুবই উপকার পাবেন। 
 আমি অনুরোধ জানাই লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন । আপনাকে সৃষ্টিকর্তা ভালো করবেন। কেননা আপনিও একটি ভালো কাজ করতে পারবেন। 

Get rid of piles, using natural medicine. Everyone learns that it will come in handy.

Pictures of piles disease:
Today I am telling you to be my own learner. I have been suffering from piles for fifteen years. At first I used to follow the hygiene rules. Suddenly my elder brother fell ill. He needed a lot of money for his treatment. I used to drive a rickshaw and buy medicine for him for Rs. 245 / - every day and run the family.In this way, my piles increased while working hard. I did not get better with the treatment. At one time I used to read poetry books. In the fall, I brought the piles under control by myself. Now I am fine. I hope you can make your own piles better.
1. If anyone has piles. Eat soft food from the time blood comes out to defecate. Such as: Papaya, Puishak, ripe banana etc.
2. Boil hot water and steam it in your rectum and rinse with hot water after defecation. 3. Most people get piles because they have powder worms. If you have piles, do not eat sweet foods. 4. If the piles increase, then forget about Baim fish, Putty fish, Raw banana, Spinach.
Don't eat.
5. Eat foods that make the stool soft. Fried food cannot be eaten. Eat flour bread at night.
. Please drink more water. Before going to the bathroom, you can drink some warm water. This will make the bathroom better.
. Eating a ripe tomato on an empty stomach every morning and a tomato before going to bed at night will get rid of the old constipation.
9. Eating three to four crushed leaves and seven to eight peppers together in the morning does not cause piles disease.
10.Chlorophyll, and Mango will get better if they play according to the rules every day.
11. If there are piles, then meat should be avoided. And more and more vegetables should eat fruits. There is much more to these piles. Read health books to know. I urge you to follow my tips. You will find it very beneficial. I request you to like and share and let everyone know. God will make you better. Because you can do a good job too.

Comments