পেঁয়াজের উপকারিতা।

 পেঁয়াজ একটি প্রাকৃতিক ঔষুধ এবং শিুশুদের ঘুমানোর একটি মহা ঔষুধ।ছবিতে ক্লিক করুন

পেঁয়াজ এর ছবি:
যেসব শিশুদের ঘুম কম এবং রাত্তিরে ঘুম না আসার জন্যে ঘুমোতে দেয় না তাদের ঘুমের ওষুধ এই পেঁয়াজ। পেঁয়াজের বিভিন্ন ব্যবহার ও উপকারিতা সমন্ধে নিম্নে দেয়া হল।
১। প্রথমে এক লিটার জল ভাল করে ফুটিয়ে নিতে হবে। তারপর দুটি মাঝারি সাইজের পেঁয়াজ  করুনি দিয়ে কুরে গরম দশ মিনিট রাখুন।
২। জল ঠান্ডা হলে ছেঁকে নিতে হবে খুব ছোট শিশু হলে এক চা চামচ জল নিয়ে পাঁচ ফোঁটা মধু মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিন শিগগিরই গভীর ঘুম আসবে।
৩। যে সব বাচ্চারা খেতে শিখেছে এবং কৃমি রোগে ভুগছে এক চামচ  পেঁয়াজের রস নিয়ম করে খাওয়ালে কৃমি বিনষ্ট হবে।
৪। তাজা পেঁয়াজ খান যদি বদহজম থাকে খুব সহজে সেরে যাবে। তাছাড়া ১/২ কাপ করোলা রসের সাথে ছোট একটি পেঁয়াজ খান কঠিন অর্জীণও সেরে যাবে।
৫। পেঁয়াজের রস দাদ ও কুলকুনিতে লাগালে উপকার পাওয়া যায়।
৬। পেঁয়াজের রস মাথায় লাগালে ‍উকুন মরে যায়। সেদ্ধ করা পেঁয়াজের পুলটিস বাঁধলে কাঁচা ফোড়া পেকে যায়। 
৭। কানে ব্যাথা হলে পেঁয়াজের রস গরম করে কানে দু-তিন  ফোঁটা ফেলুন দেখবেন কানে ব্যাথা থাকবেনা।
৮। পেঁয়াজ কেটে বাসী না করে টাটকা-টাটকাই খেয়ে নেওয়া উচিত। পেঁয়াজকে বায়ু নাশক ঔষুধ বলা হয়।
সত্যি এই লেখাটি আপনাদের দারুন কাজ করবে। ব্যবহার করে দেখুন আমাকে আর্শিবাদ চেয়ে নিতে হবে না। আরো এর উপকার রয়েছে। দয়া করে লাইক শেয়ার করতে ভুলবেনা। ধন্যবাদ।


Onion is a natural medicine and a great medicine for sleeping children.

Picture of Onion:
This onion is a sleeping pill for children who are sleep deprived and do not sleep at night. The following are the different uses and benefits of onions.
1. First one liter of water should be boiled well. Then add two medium sized onions and cook for ten minutes.
2. If the water is cold, it should be sifted. If it is a very small child, mix five drops of honey with one teaspoon of water and feed it to the child.
3. Children who have learned to eat and are suffering from worm disease, if they eat one teaspoon of onion juice regularly, the worms will be destroyed.

4. Eat fresh onions will cure indigestion very easily. Moreover, eating a small onion with 1/2 cup of corolla juice will cure the hard earned. 5. Applying onion juice on ringworm and kulkuni is beneficial. 6. When onion juice is applied on the head, the lice die. When boiled onion poultice is tied, raw boil is ripe.

7. If you have ear pain, heat onion juice and take two or three drops in your ear. 8. Onions should be eaten fresh and not stale. Onions are called antiseptic. This article will really do you great. Try it I don't have to ask for blessings. There are more benefits to this. Please don't forget to like and share. Thanks.

Comments