কাঁচা আম এবং তার কুশীর উপকারিতা।

কাঁচা আম ও তার কুশীতে কি কি প্রাকৃতিক ঔষুধ রয়েছে। জেনে ব্যবহার করুণ।ছবিতে ক্লিক করুন

কাঁচা আমের ছবিঃ

এই গ্রীষ্মকালে সাধারণত কাঁচা আম সব জায়গাতেই পাওয়া যায়। আমরা অনেকে স্বাদ অনুযায়ী এই আম খেয়ে থাকি। কিন্তু এর যে কত গুন রয়েছে সেটা আমরা অনেকই জানিনা। কাঁচা আম ও তার কুশীতে  প্রাকৃতিক যে ঔষুধ রয়েছে, খুব সহজে বুঝতে পারবেন। নিন্মে দেওয়া হল:-
১।কচি আমের কুশী বাটা ১টা-চাঁপা কলা ও গোরুর দুধ একসঙ্গে চটকে খেলে মেয়েদের প্রদর রোগ সারে।
২। আমের কুশী রোদ্দুরে শুকিয়ে গুঁড়ো করে নস্য নিলে ( নাক দিয়ে টানলে ) নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়।
৩। বেশি মাংস খাওয়ার জন্যে যদি বদহজম হয় তাহলে আমের কুশী বা কাঁচা আম বাটা খেলে তার উপশম হয়।
৪। প্রচন্ড গরমে কাঁচা আম পুঁড়িয়ে ঠান্ডা করে ব্রহ্মতাতুলে প্রলেপ দিলে লু লাগার ভয় থাকে না।
৫।কচি আম রুচিকারক ও বায়ু-পিত্তবর্ধক ও ত্রিদোষজনক এবং আঁটির আম  অতিসারনাশক ও বশিনাশক। 
আমার এই লেখাটি ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে আপনার  ‍বন্ধুদের জানিয়ে দিন। ধন্যবাদ। 


Find out today what are the natural remedies in raw mango and its kushi.

  Picture of raw mango:
Raw mangoes are usually found everywhere this summer. Many of us eat this mango according to taste. But many of us do not know how many times it has. You can easily understand the natural medicine in raw mango and its kushi. The following is given: 

1. Kushi Bata of young mango 1 hour - squeezed banana and cow's milk are eaten together to cure the disease of girls. 2. Mango juice is dried in the sun and powdered and sniffed (pulled through the nose) to stop bleeding from the nose. 3. If you have indigestion for eating more meat, then you can get relief by eating mango kushi or raw mango bata.

4. If you burn raw mango in extreme heat and apply it on Brahmatatul, there is no fear of getting hot. 5. Young mango is palatable and air-biliary and tridoshanaka and anti mango is antiseptic and antiseptic.

If you like my article, please like and share it and let your friends know. Thanks.





Comments