দাঁতের যত্ন এবং সুস্থ্য দাঁত পেতে করনীয়।
আপনার দাঁত যত্ন নিন। সুস্থ থাকতে দাঁতকে বাঁচান।ছবিতে ক্লিক করুণ
আজ আমি দাঁতের সঠিক যত্ন নিতে প্রাকৃতিক ভাবে যে করনীয় তা আলোচনা করবো এবং আপনার দাঁতের ব্যাথা সহজে দূর হয়ে যাবে।
১। শৌচ কর্মের পর শরীর রক্ষার দ্বিতীয় কাজটি হল দাঁতের যত্ন। শৌচকর্মের পরই দাঁত পরিস্কার করতে হবে।
২। প্রতিদিন রাতে খাবার পর শোবার আগে দাঁত মাজতে বা ব্রাশ করতে বুলবেন না। এটা করলে খাবার পর যে সব খাদ্যকণা দাঁতের গোড়ায় আটকে থাকে তা পচে গিয়ে দাঁতের পচন ডেকে আনে, পোকা হয়েও দাঁত ক্ষয়ে যায়।
৩। সকালে দাঁত না মেজে, মুখ না ধুয়ে, খালি পেটে কিছু খাবেন না।
৪। রোজ না হোক সপ্তাহে অন্ততঃ একটিদ মিহি লবনের সঙ্গে সরষের তেল দিয়ে মেড়ে আঙুল দিয়ে দাঁত মালিশ করবেন। এতে মাড়ি শক্ত থাকবে এবং যে সব জীবাণুর জন্য মুখে দুর্গন্ধ হয় তা দূর হবে।
৫। দাঁতের সুরক্ষার জন্য প্রতিদিন যদি একটি করে লবঙ্গ দীর্ঘক্ষণ মুখে রেখে চোষা যায় তবে দাঁতে পোকা লাগবে না।
৬। বিয়ে বাড়ী বা অন্য কোনো অনুষ্ঠানে খাবার পূর্বে দাঁত ব্রাশ দিয়ে মাজুন। এতে দাঁত ভালো থাকবে।
৭। ঘরোয়া ভাবে যদি দাঁত ব্যাথা হয় তাহলে পেঁয়ারা পাতা ও গরম জল লবন দিয়ে কুলকুসি করুণ। এভাবে সকাল বিকাল দু বেলা করুণ দেখবেন দাঁতের ব্যাথা থাকবেনা। এবং এরপরে একটি লবঙ্গ সেই ব্যাথার জায়গায় রেখে দিন।
৮। বাড়ি আশে পাশে দেখবেন মামাকলা গাছ বা তেলাকুঁচা গাছ তার শিকড় তুলে নিয়ে ভালো করে ধুয়ে এর সাথে আধখানা গোলমরিচ মিশিয়ে বেটে দাঁতের যেখানে ব্যাথা সেখানে লাগান দেখবেন তিন মিনিটের মধ্যে ব্যাথা ভালো হয়ে যাবে।
৯।যাদের দাঁত নোংরা দেখায় তারা প্রতিদিন একটি করে কাঁচা পেঁয়াজ খাবেন দেখবেন আপনার দাঁত আস্তে আস্তে সাদা হবে।এটা পরিক্ষীত একটি ঔষুধ।
আমি যা কিছু ঔষুধী আপানাদের মাঝে দিয়ে থাকি। এগুলো সবটাই সত্য এবং হাজার হাজার মানুষ এই সম্পর্কে জানে নতুন করে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লাগে আমার জন্য আর্শিবাদ করবেন এবং দয়া করে লাইক শেয়ার করতে ভুলবেন না।
Take care of your teeth. Save teeth to stay healthy.
Today I will discuss what to do in a natural way to take proper care of your teeth and your toothache will go away easily.
1. The second function of body protection after defecation is dental care. Teeth should be cleaned immediately after defecation.
2. Do not brush or brush your teeth before going to bed after dinner every night. If you do this, all the food particles that are stuck at the base of the teeth after eating will rot and cause tooth decay.
3. Do not brush your teeth in the morning, do not wash your face, do not eat anything on an empty stomach.
4. At least once a week, rub your teeth with mustard oil and massage your teeth with your fingers. This will keep the gums firm and will remove all the germs that cause bad breath.
5. To protect the teeth, if one clove is sucked in the mouth for a long time every day, the teeth will not get insects.
6. Brush your teeth before eating at a wedding or any other occasion. The teeth will be good.
7. If you have a toothache at home, rinse with guava leaves and hot water and salt. In this way, you will see sadness in the morning and in the afternoon, there will be no toothache. And then put a clove in the place of that pain.
8. Around the house, you will see mamakala tree or telakuncha tree, take its roots, wash it well, mix half a pepper with it and apply it on the aching tooth, you will see that the pain will get better in three minutes. 9. Those whose teeth look dirty will eat one raw onion every day and you will see that your teeth will gradually turn white. This is a tried and tested medicine.
Whatever medicine I give you. These are all true and thousands of people know about it. If you like it bless me and please don't forget to like and share.
Comments