মদ্যের গুনাগুন উপকারিতা।

খারাবের মধ্যেও ভালো গুন রয়েছে। মদ্যের গুনাগুন সর্ম্পকে জানুন।ছবিতে ক্লিক করুন
মদ্যের ছবিঃ
আমি সবার কাছে অনুরোধ করবো নেশা ভেবে মদ্যে পান করবেন না।

মদ্য অগ্নিপ্রদীপক, ভয়নাশক, শোকনিবারক, তৃপ্তিদায়ক, স্বর পরিস্কারক, ভ্রান্তিনাশক ও বলকারক। মদ্য বা মদ পান করলে নিদ্রা আসে। দাস্ত পরিস্কার হয়, বেশী নিদ্রাকারীর নিদ্রা কমে যায়, কামশক্তি বৃদ্ধি পায়। মানসিক দুঃখনাশকারী ও রতিশক্তি বৃদ্ধিকারী। মদ্যপায়ী তিনরকমের হয়।
১। প্রথমত এই মদ্য পানকারীদের গভীর নিদ্রা হয়। ইহাতে মনে আনন্দ হয় ও প্রফুল্লতা আসে।
২। দ্বিতীয়ত এই মদ্য স্মৃতিশক্তি বার বার আসা- যাওয়া করে। অনেক ক্ষেত্রে সর্ম্পূণ জ্ঞান ফিরে এলেও তা ক্ষণস্থায়ী হয়।
৩। তৃতীয়ত এই মদ্য দ্বিতীয় অপেক্ষা বেশী পানকারী ব্যাক্তি অচেতন হয়ে পড়ে। এই ধরনের পানকারীরা কোনো কাজই করতে পারে না।
৪। তবে এর ব্যবহার নানারকমভাবে হয়। যেমন চক্ষুরোগে, ব্যথা- বেদনা কমাতে, স্তন রোগের ক্ষেত্রে, কানের রোগে ও ব্রণরোগে মদের ব্যবহার ব্যাপকভাবে করা হয়।

আরো মদ্যে পানে অনেক সুবিধা অসুবিধা রয়েছে। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন । 
ভালোর দিক দেখবেন, দেখবেন সবার মঙ্গল হবে। দয়া করে লাইক শেয়ার করুণ।



There are good qualities even in bad. Today I will talk about the quality of alcohol.
Wine pictures
I would request everyone not to drink alcohol thinking it is intoxicating.

Alcohol is incendiary, frightening, soothing, soothing, soothing, soothing and tonic. Sleep comes when you drink alcohol. Dasta is cleansed, more sleep is reduced, libido is increased. Emotional painkillers and sexual enhancers. There are three types of alcoholics.

1. The first is the deep sleep of these alcoholics. It brings joy to the mind and brings spirits. 2. Secondly, this alcoholic memory comes and goes again and again. In many cases, even if full knowledge is returned, it is transient. 3. Thirdly, the person who drinks more alcohol than the second person becomes unconscious. Such drinkers can do no work.
4. However, it is used in various ways. Alcohol is widely used in eye diseases, pain relievers, breast diseases, ear diseases and acne.

There are many advantages and disadvantages to drinking more alcohol. You can visit different websites.
You will see the good side, you will see that everyone will be well. Please like and share.

Comments