নিমগাছ ও পাতার উপকারিতা।

নিমগাছ ও নিমপাতা দিয়ে রোগ সারান। বাস্তব ও সত্য এই গাছ চিরকাল।ছবিতে ক্লিক করুণ

নিমপাতা ছবিঃ
নিমপাতাঃ নিমপাতায় আছে বসন্ত রোগের প্রতিষেধকতার গুন। অনেক অসুখের আক্রমণ থেকে নিমপাতা শরীরকে বাঁচায়। নিমপাতায় আছে জীবাণুনাশক ক্ষমতা।

১। মানুষের দেহে কোন ক্ষত বা ঘা, খোস পাঁচড়া  হলে নিমপাতা জলে ফুঁটিয়ে সেই জল দিয়ে ধুলে ঘা শুকিয়ে যায়।
২। কাঁচা নিমপাতা ও হলুদ একসঙ্গে বেটে সমস্ত গায়ে মাখলে চুলকানি দাদ প্রভৃতি চর্মরোগ বিনাশ হয়। 
৩। কচি নিমপাতা বেটে গাওয়া ঘিয়ের সঙ্গে মিশিয়ে ফোঁড়ার উপর লাগিয়ে কলাপাতা মুড়ে ২৪ ঘন্টা বেঁধে রাখলে ফোঁড়া শুকিয়ে যায়।
৪। নিমছাল শুকিয়ে গুঁড়ো করে সেই গুঁড়ো ঘায়ের ওপর দিয়ে বেঁধে রাখলে ঘা শুকিয়ে যায়।
৫। রোজ সকালে খালি পেটে নিমছাল ও নিমপাতা বেটে তার বড়ি খালি খেলে কৃমি নিরাময় হয়।
৬। নিমফুল বেটে মাথায় মাখলে উকুন নষ্ট হয়।
৭। বসন্তকালে নিমপাতা ভাজা খেলে হাম বসন্ত হওয়ার সম্ভাবনা থাকে না। 
৮। পাকস্থলীর গন্ডগোলের জন্য বদহজম হলে কিছু পরিমাণে নিম গাছের ছাল গরম জলে ভিজিয়ে সকালে খালি পেটে সেই জল খাবেন।
৯। যাঁরা ডায়বেটিসে ভুগছেন তাঁরা প্রতিদিন সকালে আট-দশটা নিমপাতা চার-পাঁচটা গোলমরিচ এক সাথে চিবিয়ে খাবেন।
১০। যাঁরা চোখে আবছা দেখেন তাঁরা ছয় ফোঁটা নিমপাতার রস একটু দুধে মিশিয়ে খাবেন দৃষ্টি শক্তির উন্নতি হবে।

আজ এ পর্যন্ত আবার পরে কিছু নিয়ে আসবো ভালো থাকবেন পড়ার জন্য ধন্যবাদ।
দয়া করে লাইক শেয়ার করুণ অনুরোধ রইল। 

 

 Cure the disease with neem tree and neem leaves. Real and true this tree is forever.

Neem leaves Photo:


Neem leaves: Neem leaves have anti-smallpox properties. Nimapata protects the body from the attack of many diseases. Neem leaves have antiseptic power. 1. If there is any wound or wound on the human body, the scab is itchy, the neem leaves are boiled in water and the wound is washed and dried. 2. Raw neem leaves and turmeric are rubbed all over the skin together to cure itchy herpes and other skin diseases.

3. The young neem leaves are mixed with ghee and applied on the boil. If the banana leaves are wrapped and tied for 24 hours, the boil dries up. 4. The wound dries up when the powder is dried and ground and the powder is tied over the wound. 5. Worms are cured by taking Nimachal and Nimapata Bet on an empty stomach every morning.

5. Lice are destroyed by rubbing neem flower on the head. 6. If fried neem leaves are eaten in spring, there is no possibility of measles in spring. 7. If you have indigestion due to stomach upset, soak some bark of neem tree in hot water and drink it on an empty stomach in the morning.
9. People suffering from diabetes should chew eight to ten neem leaves and four to five black peppers together every morning.
10. Those who have blurred vision will drink six drops of neem leaf juice mixed with a little milk to improve eyesight.
I will come back later today. Thank you for reading.
Please like and share.
  

Comments