শরীরে আঘাত পাওয়া ব্যাথা সারানোর উপায়।

আপনার শরীরের যতো আঘাত পাওয়া ব্যাথা সব দূর হয়ে যাবে।ছবিতে ক্লিক করুণ

শরীরের ব্যাথার  ছবি:

কয়েক বছর আগে এটা শিখেছিলাম। কিভাবে সমস্ত শরীরে ব্যাথা হলে প্রাকৃতিক উপায়ে ভালো করা যায়। আমি ছোট বেলা থেকে বুটবল খেলে অনেক ব্যাথা পেয়েছি। তাছাড়া জাহাজ বানানোর ক্ষেত্রে ম্যানেজার হিসেবে ছিলাম। তখন শ্রমিকের কাজে সাহয্য করতে গিয়ে ব্যাথা পেয়েছিলাম। আমি ঠিক করলাম নিজে নিজে ব্যাথা ছাড়াবো। এবং সফল হয়েছিলাম।

কিভাবে ব্যাথা ছাড়িয়েছি সেই সর্ম্পকে বলবো। এবং এটা একটি মহা প্রাকৃতিক ওষুধ এর ক্ষমতা এতো বেশী যে সবাই প্রোয়গ করতে পারবেন না।

১। প্রথমে রাস্তার পাশ্বে রোদ পড়ে এমন জায়গা থেকে ছোট ছোট এক কেজি পাতাসহ কচুর শাক নিতে হবে।

২। বাজার থেকে ২৫০ গ্রাম রসুন এবং ১০০ গ্রাম দারুচিনি কিনে আনতে হবে।

৩। প্রথমে কচুর শাক পরিস্কার করে ধুয়ে নিতে হবে এরপর রান্না করার ক্ষেত্রে পরিমানমতো সব কিছু দিয়ে দিতে হবে।   

৪। মনে রাখবেন রসুন এবং দারুচিনি সবগুলো এক সাথে দিয়ে রান্না করবেন। সাথে স্বাদ মতো লবন ও মরিচ দিতে হবে। তেল থাকবে পরিমান মতো। 

৫। রান্না করার শেষে কড়াই মাঝে ফাকা রাখবেন দেখবেন কড়াইতে কিছুটা লাল বর্নের জল দেখা যাবে।

৬। রান্না করার শেষে যে লাল বর্নের জল বের হবে সেই জল ঠান্ডা করে বোতলে ভিতরে রেখে দিবেন।

৭। তারপর যদি পারেন নিজে সব কচুরশাক খাবেন দুই তিনবার সময় নিয়ে। তবে ফেটে গ্যাস হবে ভয়ের কিছু নেই। 

৮। এর পর  কচুরশাকের লাল বর্ণের জল প্রতিদিন নিয়ম করে চা চামচের এক চামচ ঘুমের আগে খাবেন।  

৯। সাতদিনের মধ্যে আপনার শরীরে কোনো প্রকার ব্যাথা থাকবেনা। তবে যদি কোন ব্যক্তি ধুমপান করেণ তাহলে সহজে ছাড়বে না। এটা শুধু যারা স্বাস্থবিধি মেনে চলে তাদের জন্য বেশ উপকার হবে।

আমি আপনাদের কাছে এই সত্য একটি প্রাকৃতিক ঔষুধ দিলাম। এটা খান দেখবেন আরো অনেক ভালো ফল পাবেন। 

দয়া করে আমার মা ও অসহায় বড় ভাইয়ে জন্য আর্শিবাদ করবেন। এবং অনুরোধ লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। 



The pain of your body will go away.

Body pain pictures:

I learned it a few years ago. How to cure all body aches in a natural way. I've had a lot of pain playing bootball since I was little. Moreover, I was the manager of the shipbuilding. Then I went to help the workers and got hurt. I decided that what I really needed to do was learn how to do it right. And succeeded.
I will tell you about how I overcame the pain. And it is a great natural medicine whose power is so great that not everyone can use it.


1. First you have to take small one kg leaves of kachu vegetables from the sunny side of the road. 2. You have to buy 250 grams of garlic and 100 grams of cinnamon from the market. 3. First you have to clean and wash the spinach, then you have to give everything in moderation while cooking.

4. Remember to cook garlic and cinnamon all together. Add salt and pepper to taste. The amount of oil will remain the same.

5. At the end of cooking, leave the pan empty. You will see some red water in the pan.

6. Cool the red water that comes out at the end of cooking and put it inside the bottle.
7. Then if you can, eat all the watermelon yourself two or three times. However, there is nothing to fear that the gas will burst.

8. After that, drink one teaspoon of red water of watermelon every day before going to bed.

9. There will be no pain in your body in seven days. However, if a person smokes, he will not quit easily. It will be very beneficial only for those who follow the hygiene rules.
I gave you this true natural medicine. Eat it and you will get much better results.


Please bless my mother and helpless older brother. And let everyone know by sharing the request like.

Comments