গ্যাংগ্রিন রোগ থেকে বাঁচার উপায়।
গ্যাংগ্রিন রোগ ভালো করুণ প্রাকৃতিক গাছগাছড়া দ্বারা।ছবিতে ক্লিক করুণ
গ্যাংগ্রিন রোগের লক্ষণঃ গ্যাংগ্রিন রক্তের সরবরাহের অভাবজনিত এক ধরণের টিস্যু মৃত্যুর কারণ । লক্ষণগুলির মধ্যে ত্বকের রঙ লাল বা কালো হয়ে যাওয়া, অসাড়তা, ফোলাভাব, ব্যথা, ত্বকের ভাঙ্গন এবং শীতলতা অন্তর্ভুক্ত থাকতে পারে পা এবং হাত সর্বাধিক প্রভাবিত হয় যদি সংক্রামক এজেন্ট দ্বারা গ্যাংগ্রিন হয় তবে এটি জ্বর বা সেপসিসের সাথে উপস্থিত হতে পারে।এবং যেখানে এই রোগ সেখানটা কালো পোড়ার মতো হয়ে যায়।পা কাঁটা ছাড়া গতি থাকেনা। যদি কারো এই রোগে আক্রান্ত হয়। সাথে সাথে যা করনীয় নিম্নে আলোচনা করা হলো।
১। প্রথমে আপনার ডায়াবেটিস আছে কিনা তা পরীক্ষা করবেন। এবং ডায়বেটিস ধরা পড়লে সংঙ্গে সংঙ্গে নিয়ন্ত্রন করতে হবে। এ ক্ষেত্রে আপনি ইনসুলিন নিতে পারেণ।
২। যদি ডায়াবেটিস থাকে এবং ইনসুলিন দিয়ে নিয়ন্ত্রন করেণ তাহলে অর্পরেশন করতে সক্ষম হবেন।
৩। আপনি বাড়ির আশে পাশে দেখবেন হেলেনঞ্চা গাছ, এর মূল এবং গ্রামিন টিপ বেগুন গাছের মূল এক সাথে বেটে বড়ি করে রোদে শুকিয়ে প্রতিদিন সকাল ও রাত্রে একটি করে রোগীকে খাওয়াবেন। দেখবেন বড় ধরণে কুষ্টরোগও ভালো হয়ে যাবে।
৪। নিম পাতা বেটে রোদে শুকিয়ে যদি বড়ি বানিয়ে প্রতিদিন রাত্রে একটি করে খাওয়া যায় সব রকমের সংক্রামক রোগ থেকে মুক্তি পাবে। এটা এক গুরুজনে সপ্নে পাওয়া একটি ঔষুধ। আমার ভাই প্রতিদিন খেয়েছিলেন এখন সে ঈশ্বরের কৃপায় সুস্থ্য।
আমি যে কথাগুলো বলেছি সবই সত্য মানুষের উপকার করা আমার ছোটবেলা থেকে শেখা। আমি আমার মায়ের কাছে এইভাবে চলতে শিখিছি। দয়া করে লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এটা একটি মহৎকাজ আপনাদেরকে ঈশ্বর ভালো করবেন। ধন্যবাদ।
Gangrene disease is well tolerated by natural plants.
Picture of gangrene
Today I am talking about a disease. Due to which the whole family has become destitute. Gangrene disease. My elder brother is affected by this disease and he survives with great difficulty, only by the grace of God. He is now alive after selling his father's property and getting treatment. Now we are landless. Please everyone bless us a little.
Symptoms of gangrene: Gangrene is a type of tissue death caused by a lack of blood supply. Symptoms may include redness or blackening of the skin color, numbness, swelling, pain, skin rash and chills. The legs and arms are most affected if gangrene is caused by an infectious agent, but it may be accompanied by fever or sepsis.এবং যেখানে এই রোগ সেখানটা
It becomes like a black burn. There is no speed without leg thorns. If someone is infected with this disease. As well as what to do is discussed below. 1. First check if you have diabetes. And if diabetes is caught, it should be controlled immediately. In this case you can take insulin. 2. If you have diabetes and control it with insulin, you will be able to have surgery.3. You will see Helencha spinach
around the house, its roots and the roots of Grameen Tip Eggplant tree. You will see that leprosy will get better in a big way.
4. Neem leaves can be dried in the sun and made into pills and eaten once a night to get rid of all kinds of infectious diseases. It is a medicine found in a guru's dream. My brother ate every day now he is healthy by the grace of God.
All the words I have said have been learned from my childhood to benefit the true people. I learned this from my mother. Please like and share and let everyone know that this is a great work God will do for you. Thanks.
Comments