কাগজি লেবুর উপকারিতা।
কাগজি লেবুতে সবচেয়ে বেশি প্রাকৃতিক গুন বা ঔষুধ রয়েছে-- ছবিতে ক্লিক করুণ
কাগজি লেবুর ছবিঃ
আজ আমি বলবো কাগজি লেবু কেন খাবেন। এবং এর উপকারিতা কি কি?
১। সকাল বেলা খাওয়ার আগে খালি পেটে একটা কাগজিলেবুর রস গরম জলে মিশিয়ে খেলে লিভারের দোষ ও পিত্তের দোষ সারে।
২। এক পেয়ালা কড়া- চায়ে একটা কাগজিলেবু রস মিশিয়ে খেলে মাথা সারে ও মন চাঙ্গা হয়ে ওঠে।
৩। কাগজিলেবুর রস বহুমূত্র রোগে উপকারী।
৪। স্কার্ভি ও অস্থিসংক্রান্ত রোগে টাটকা লেবুর রসই মহৌষধি।
৫। কয়েক ফোঁটা কাগজিলেবুর রস জলে মিশিয়ে পান করলে চোখের জ্যেতি বাড়ে।
৬। শীকালে হাত-প জ্বালা করলে বা ত্বক বা চামড়া ফেটে গেলে গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাখলে উপকার পাওয়া যায়।
৭।চুলকানীতে গায়ে সূর্য বেশি তাপ লেগে গেলে যে কষ্ট হয় তাতে লেবুর রস বিশেষ উপকারী।
৮।বিছে বা বিষাক্ত পোক যে জায়গায় কামড়েছে লেবু ঘষলে সেই জায়গায় জ্বালা কমে যায়।
৯। লেবু আর পেঁয়াজের রস ঠান্ডা জলে গুলে খেলে বদহজমের জন্যে যে পেটের অসুখ তাতে উপাকার হয়।
আমার এই লেখাটি আপানাদের সত্যি উপকার হবে। দয়া করে আমাকে একটু আর্শিবাদ করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।
Lemons have the most natural properties or medicines--
Paper lemon photo:
Today I will tell you why you should eat paper lemon. And what are its benefits?
1. On an empty stomach before eating in the morning, a lemon juice mixed with hot water cures liver and bile problems. 2. A cup of hard tea mixed with a paper lemon juice makes the head heal and the mind strong. 3. Paper lemon juice is beneficial in diabetes.
4. Fresh lemon juice is an herbal medicine for scurvy and bone diseases. 5. Drinking a few drops of paper lemon juice mixed with water increases the radiance of the eyes. 6. Mixing lemon juice with glycerin and rubbing it on the hands and feet in case of skin irritation is beneficial.
7. Lemon juice is especially useful for the pain caused by excessive sun exposure on the scalp.
8. Rubbing lemon on the place where scorpion or poisonous insect has bitten reduces the irritation in that place.
9. Lemon and onion juice mixed with cold water is good for indigestion.
This article of mine will really benefit you. Please bless me a little and don't forget to like and share.
Comments