কাঁচাকলা ও কলা গাছের উপকরিতা।

 কাঁচাকলা ও কলা গাছে কতটা যে  প্রাকৃতিক ঔষুধ  এবং এর গুন রয়েছে বাস্তবে জেনে রাখুন।ছবিতে ক্লিক করুণ




কাঁচকলার ছবিঃ

আজকের আমি কাঁচকলার ও কলা গাছের কথা নিয়ে বলছি। আপনাদের অনুরোধ করবো আমার যতোগুলি প্রাকৃতিক ঔষুধ সর্ম্পকে দেয়া আছে সবগুলো কষ্ট করে দেখবেন উপকার হবে আমি মিথ্যা কোনো কথা বলি না পারলে মানুষকে উপকার করি। এটাই আমার ধর্ম।নিম্নে এর গুনাগুন সর্ম্পকে দেওয়া হলঃ
১। পেটের অসুখে, আমাশয় ও রক্ত আমাশায় কাঁচকলা সেদ্ধ করে টাটকা টক দইয়ের সঙ্গে মেখে খেলে রোগ সারে। ১০ দিন খাইবেন।
২। কলা গাছের শুকনো শেকড় গুড়ো করে অল্প পরিমাণ খেলে পিত্ত রোগ সারে।রক্তল্পতা বা অ্যানিমিয়া রোগেরও এটি একটি মহৌষধ।
৩। অনেকের মতে কলা গাছের শেকড়ের রসের সঙ্গে ঘি ও চিনি মিশিয়ে খেলে মিশিয়ে খেলে প্রস্রাবের অসুখ ও মোহ রোগ সারে।
৪। কাঁচকলা শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন অল্প পরিমাণে দুধের সঙ্গে মিশিয়ে খেলে শরীরের দূর্বলতা থাকে না।২০ দিন খান তার পর দেখবেন কি ভাবে আপনি উপকৃত হয়েছেন।
৫। একেবারে কচি কলাপাতা মিহি করে বেটে দুধে মিশিয়ে ঘন ক্ষীরের মতো করে খাওয়ালে মেয়েদের প্রদর রোগে উপকার হয়। একটানা পনের দিন খাবেন।
৬। বেশি বেশি কলা খান কলা খেলে বল ও শুক্র বৃদ্ধিকারক হয় এবং শরীর শীতল হয়।

কাঁচাকলা ও কলা গাছের  উপকারিতা প্রাচীন কাল থেকেই জানা গেছে। অতএব অবহেলা না করে এর ব্যবহার শিখুন দেখবেন ভালো ফল পাবেন। দয়া করে আমার এ পোস্টি লাইক শেয়ার করুণ এবং সবাইকে জানিয়ে দিন। অনুরোধ রইল ধন্যবাদ।


Find out in real life how much natural medicine and its properties are found in raw banana and banana plant.




Raw banana pictures

Today I am talking about glass art and banana tree. I would like to request you to try all the natural medicine that I have given. It will be beneficial. If I can't tell a lie, I will benefit people. This is my religion

1. In stomach ailments, diarrhea and blood diarrhea, the glass is boiled and mixed with fresh sour yoghurt to cure the disease. Eat for 10 days. 2. Bile disease is cured by eating a small amount of dried roots of banana tree. It is also an antidote for anemia. 3. According to many, mixing ghee and sugar with the juice of the root of banana tree cures urinary tract disease and infatuation.

4. There is no weakness in the body if you dry the glass and mix it with a small amount of milk every day. After eating for 20 days, you will see how you have benefited. 5. Absolutely young banana leaves are mixed with milk and eaten like condensed milk. Eat for fifteen consecutive days. 6. Eating more and more bananas increases strength and sperm and cools the body.
The benefits of raw banana and banana trees have been known since ancient times. So learn to use it without neglect and you will get good results. Please like and share this post with me and let everyone know. Thanks for the request.

Comments