সজনে পাতার উপকরিতা।

সজনে পাতার কত ক্ষমতা এবং  খুব সহজে শরীরের রোগ ভালো করা যায়। 

সজনে ফল ও পাতার ছবিঃ
আজ একটি এমন প্রাকৃতিক ঔষুধের কথা আপনাদের বলবো । সজনে বা তার পাতার কথা  অনেকই জানেন না এর গুন সর্ম্পকে। এই করোনাকালীন যার মূলো ছিল প্রায় ১৫০/- টাকা কিলো। এই গাছ এখন আর পাওয়া যায় না তাই আমি পরিবেশ ও সমাজ রক্ষাতে সবাইকে বলবো ঔষুধী গাছ কাটবেন না এবং বেশি বেশি ঔষুধী গাছ রোপন করুণ। নিম্নে দেওয়া হলঃ

১। সজনে পাতার রস খেলে শ্বাসের কষ্ট সারে ও হেঁচকি ওঠা বন্ধ হয়।
২। সজনে পাতার রসের সঙ্গে চিনি মিশিয়ে পাঁচ দিন ধরে খেলে পেটের ভেতরের বায়ু গোলক সেরে যায়।
৩। সজনে পাতার ক্বাথ তৈরি করে হিং ও শুকনো আদার গুড়ো মিশিয়ে খাওয়ালে পেটের গ্যাস গোলক সেরে যায়।
৪। বায়ুর প্রকোপের জন্যে যদি কোনো ব্যাথা হয় তাহলে সজনে পাতার ক্বাথের সঙ্গে হিং ও শুকনো আদার গুড়ো মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৫। সজনের ক্বাথের সঙ্গে মধু মিশিয়ে দু-বার খাওয়ালে পেটের সূক্ষ্ম কৃমি বেরিয়ে যায়।
৬। সজনে পাতার রস গোলমরিচের সঙ্গে পিষে নিয়ে কপালে লাগালে মাথার যন্ত্রনা দূর হয়।
৭। সজনে পাতার রস মাথায় ঘষলে খুসকি দূর হয়।

আমি সবার কাছে অনুরোধ করবো। এইসব ভালো ভালো সত্য কথা জেনে রাখুন। উপকার হবে সমাজ এবং জাতীর। আমার জন্য সবাই আর্শিবাদ করবেন এবং দয়া করে লাইক শেয়ার করে সকলকে জানিয়ে দিন।ধন্যবাদ। 


Sajane leaves have a lot of power and can easily cure diseases of the body.

Sajane fruit and leaf photo :.

Today I will tell you about such a natural medicine. Not many people know about Sajone or its leaves. During this Corona period the root of which was about 150 / - per kg. This tree is no longer available so I will tell everyone not to cut medicinal plants and plant more medicinal plants to protect the environment and society. The following is given:

1. Sajane leaf juice cures shortness of breath and hiccups.
2. After mixing sugar with the juice of sajna leaves and playing for five days, the air sphere inside the stomach is cured.
3. Sajane leaf decoction is made by mixing hing and dried ginger powder and feeding it cures stomach gas.

4. If there is any pain due to air outbreak, it is beneficial to mix hing and dried ginger powder with the decoction of sajna leaves. 5. After mixing honey with Sajan's decoction and feeding it twice, the fine worms in the stomach come out. 6. The juice of the leaves is crushed with black pepper and applied on the forehead to relieve the headache. 7. Dandruff is removed by rubbing the juice of the leaves on the scalp.


I will request everyone. Know these good truths. It will benefit the society and the nation. Bless everyone for me and please let everyone know by sharing like. Thank you.

Comments