টাক পোকা থেকে বাঁচার উপায়।
টাক পোকা এবং অকালে চুল পরে যায় এখন প্রাকৃতিক ঔষুধ দ্বারা সমাধান করা যায়। এটা সত্যি পরিক্ষীত একটি ঔষুধ।ছবিতে ক্লিক করুন
আমি কিছু দিন নোংরা ভাবে ছিলাম যার কারণে আমার মাথায় টাক পোকা হয়। দেখুন সত্য কথা বলি। এ নিয়ে আমি চিকিৎসা করি। ফলে আমার উল্টো খারাপ ফল হয়, উপকার হতে গিয়ে মরতে বসেছিলাম। তখন আমার গুরুজন জনাব মোহাজ্জেম স্যার চিকিৎসা করায় আমি বেঁচে যাই। এর পর নিজে নিজে এর সমাধান করি। আমি যা যা বলবো ঠিক তেমনিভাবে আপনারা ব্যবহার করবেন। দেখবেন সত্যি ভালো ফল পাবেন।
১। প্রথমে যাদের টাক পোকা দেখা যাবে ঠিক তখন থেকে পেঁয়াজ এর রস লাগাবেন। দিনে দুই বার।
২। বাজার থেকে বহেরা ফল এনে তার বাদাম বের করে যেখানে টাক পোকা হবে সেখানে স্নান করার পূর্বে লাগাবেন।
৩। সপ্তাহে দুদিন শনি ও মঙ্গলবার সিকাকাই, রিডা ও আমলা জলে ভিজিয়ে তার রস ব্যবহার করলে চুল গজাবে।
৪। মাথায় ময়লা হলে বা তেলের গাথ পড়লে শেম্পু দিয়ে ধুয়ে ফেলুন।মনে রাখবেন চুল পরিস্কার থাকলে রোগ জীবাণু কম হয়।
৫।সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে যথেষ্ট পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য।
৬ নিয়মিত ব্যায়াম করুন। জল খান দিনে ২ লিটার। রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন।
আমি ছোট একটি ঔষুধ দিয়েছি এটাই আপনাদের ভালো কাজ করবে। একবার ব্যবহার করুণ ঠিক বুঝতে পারবেন। আমার জন্য আর্শিবাদ করবেন। এবং দয়া করে লাইক শেয়ার করে জানিয়ে দিন। মানুষের সেবা করুণ। ধন্যবাদ।
Baldness and premature hair goes after can now be solved by natural remedies. It is a truly tried and tested medicine.
I was in a dirty way for a few days which caused baldness in my head. See the truth. I treat this. As a result, the opposite is bad for me. Then my guru Mr. Mohajjem Sir treated me and I survived. Then let's solve it ourselves. You will use exactly what I say. You will get really good results.
1. Apply onion juice from the very first time you can see bald insects. Twice a day.
2. Bring out the deaf fruit from the market and take out its nuts and apply it before bathing where the bald insects will be.
3. Two days a week on Saturday and Tuesday, Sikakai, Rida and Amla soak in water and use its juice to grow hair.
4. If the scalp is dirty or if there is oil gut, wash it with shampoo. Remember that if the hair is clean, the germs are less.
5. Try to eat a balanced diet. Especially enough protein national food.
6.Exercise regularly. Drink 2 liters of water a day. Try to get to bed early at night.
I gave you a small medicine, it will work well for you. Please understand once you use it. Bless me. And please let us know by sharing like. Please serve the people. Thanks.
Comments