পাকা টোম্যাটোর উপকারিতা।
একবার পড়ুন এবং জানুন। টোম্যাটো সত্যিই একটি ঔষুধী ফসল।ছবিতে ক্লিক করুন
টোম্যাটোর যে প্রাকৃতিক ঔষুধের গুন রয়েছে। আজ সবাইকে জানিয়ে দিলাম।
১। যাঁদের ওজন কম তাঁরা যদি খাওয়া-দাওয়ার সঙ্গে প্রতিদিন নিয়ম করে একটি পাকা টোম্যাটো খান ওজন নিশ্চয়ই বাড়বে।
২। যাদের ফ্যাকাসে রক্তহীন চেহারা, প্রতিদিন নিয়মিত একটি পাকা টোম্যাটো খান এতে করে জৌলসু আসবে ও রক্তকণিকা বাড়বে।
৩। টোম্যাটো ও অর্জুন গাছের ছাল চিনি মিশিয়ে নিয়মিত খাওয়া যায় তাহলে বুকের ব্যাথা থাকবে না।
৪। এক কাপ ভাল নারকেল তেল অর্ধ কাপ টোম্যাটোর রস একসঙ্গে মিশিয়ে শরীরে মালিশ করে এবং পরে গরম জল দিয়ে স্নান করলে চুলকানি হবে না।
৫। মাথার খুসকিতে অর্ধকাপ ভাল নারকেল তেলে ১/৪ কাপ টোম্যাটোর রস মিশিয়ে মালিশ করলে উপকার পাওয়া যায়।
৬। কথায় বলে রোজ একটা করে টোম্যাটো খেলে ডাক্তারের আর প্রয়োজন হয় না।
৭। আরেকটি বিষয় হলো টোম্যাটো কোনো দেশী ফল বা সবজি নয়। এটা বিদেশ থেকে প্রায় ১৫৫- ১৬৫ বছর আগে এর বীজ আনা হয়েছিল।
আজকের এই টোম্যাটোর সর্ম্পকে জানতে পেরে আশা করি ভালো ফল পাবেন। আমার জন্য আর্শিবাদ করবেন সাথে আমার লেখাটা সবাইকে জানিয়ে দিবেন। অনুরোধ রইল একটু লাইক শেয়ার করুণ।
Tomato is really a medicinal crop.
Pictures of tomatoes:
Tomatoes have natural medicinal properties. I informed everyone today.
1. Those who are underweight will definitely gain weight if they eat a ripe tomato on a daily basis with food and drink.
2. For those who have a pale, bloodless appearance, eat a ripe tomato regularly every day.
3. If the bark of tomato and arjuna tree is eaten regularly mixed with sugar, then there will be no chest pain.
4. Mix one cup of good coconut oil with half a cup of tomato juice and massage it on the body and then take a bath with hot water to prevent itching.
5. For dandruff, mix half a cup of good coconut oil with 1/4 cup of tomato juice and massage.
6. There is no need for a doctor to eat one tomato every day. 7. Another thing is that tomato is not a native fruit or vegetable. Its seeds were brought from abroad about 155-165 years ago.
I hope you get good results after learning about this tomato today. Bless me and let everyone know my writing. Please share a little like.
Comments