গাঁদাল পাতার উপকারিতা।
গাঁদাল পাতা দিয়ে রোগ নিরাময় করুণ। অবহেলা না করে দেখুন।ছবিতে ক্লিক করুণ
গাঁদাল লতার ছবিঃ
গাঁদাল লতা সাধরণত এখন আর দেখা যায় না। বেশির ভাগ পাহাড় ও জঙ্গলে এই গাছ হয়। এর লতায় বিশ্রী গন্ধ হয়। সেই জন্য একে পুতিগন্ধাও বলা হয়। শরীরের আমদোষে গাঁদাল পাতা খুবই উপকারী।
১। গাঁদাল পাতার রস ২-৪ চামচ একটু গরম করে ৯-১০ ফোঁটা মধু মিশিয়ে খেলে থোকা থোকা আম পড়া বন্ধ হয়।
২। অনেক সময় দেহের কোনো অংশ পঙ্গু হয়ে যায় কুন্তু সেই অঙ্গের স্পর্শ শক্তি থাকে, এক্ষেত্রে গাঁদাল পাতা যদি খাওয়া যায় এবং সেই যায়গায় লাগানো যায় তবে কিছুদিন বাদে আস্তে আস্তে ভালো হয়ে যায়।
৩। গাঁদাল পাতার ঝোল ২-১ টুকরো কাঁচালঙ্কা দিয়ে রান্না করে খেলে আম অজীর্ণ দোষ চলে যায়।
৪। যাদের মল প্রায় শুকনো হয় এবং পেট ফাঁপে তারা যদি প্রতিদিন সকালে ১ চামচ গাঁদাল পাতার রস অল্প লবণ মিশিয়ে খাওয়ার অভ্যাস করতে পারেণ তাহলে ঐ দুটো দোষই চলে যায়।
৫। খুব ভোরবেলা গাঁদাল পাতার রসের সঙ্গে অরন্ড তেল মিশিয়ে খেলে বাতরোগ সারে।
৬। গাঁদাল পাতার রস (১ চামচ) এর সঙ্গে এক কোয়া রসুন চিবিয়ে খেলে ৪-৬ দিনের আমাবাতের যন্ত্রণার লাঘব হয়।
আমার এই লেখাটি সবাই পড়বেন এবং এই গাছ ব্যবহার করে দেখুন এটা একটি পরিক্ষীত প্রাকৃতিক ঔষুধ।
দয়া করে লাইক শেয়ার করুণ। ধন্যবাদ।
Cure the disease with mulberry leaves. It is a great natural medicine. This is the first time I will say its actual use.
Gandal vine photo:
Mud creeper is usually no longer seen. This tree grows in most of the hills and forests. Its vines have an awkward smell. That is why it is also called putigandha. Gum leaves are very useful in the body.
1. Heat 2-4 teaspoons of marigold leaf juice and mix it with 9-10 drops of honey to stop bunches of mangoes.
2. Many times a part of the body becomes crippled but that part has the power of touch, in this case if the gandhal leaves can be eaten and planted in that place, it gets better gradually after a few days.
3. Mango indigestion goes away by cooking 2-1 pieces of marigold leaf broth with raw chillies.
4. Those whose stools are almost dry and their stomachs are bloated, if they can make a habit of eating 1 teaspoon of marigold leaf juice mixed with a little salt every morning, then those two faults will go away.
5. Rheumatism is cured by mixing castor oil with the juice of marigold leaves very early in the morning.
6. Chewing a clove of garlic with the juice (1 teaspoon) of gandal leaves relieves the pain of hives for 4-6 days.
Everyone will read this article of mine and try this tree. It is a tried and tested natural medicine.
Please like and share. Thanks.
Comments