আমাশা থেকে চির মুক্তি পেতে।
কেন আমাশা হয় এবং এ রোগের মুক্ত পাবার উপায় পড়ুন জানুন।অন্যকে সাহায্য করুণ। ছবিতে ক্লিক করুণ
আমাশা রোগীর ছবিঃ
জল বাহিত রোগগুলোর মধ্যে আমাশাও একটি রোগ। এই রোগ অনেক সময় জীবন নাশের কারণও হয়।এ রোগের সংক্রামণের জীবাণু মানুষের দেহে প্রবেশ করে অন্ত্রের ভিতর ঘা করে দেয়।অন্ত্রে ঘা হলে মানুষের স্বাস্থ্য খারাপ হতে থাকে শরীরের ওজন কমে গিয়ে দুর্বল হয়ে পড়ে।
১।এই রোগটি সাধারণত ঋতু পরিবর্তনের সময় হয়ে থাকে। খুব গরমের সময় আর শীতের সময়। এই রোগের রোগীদের মলমূত্রের কাপড় চোপড় জলে ধোয়া হলে জল দূষিত হয় আর সেই জল ব্যবহার করলে আমাশা হয়।
২।রোগের লক্ষণঃ পেট কামড়ায়। কফের মত মল বের হয়। কখনও তাতে রক্ত পড়ে। কখনও মল থাকে কখনও থাকে না।
৩। এই রোগ থেকে মুক্ত পাবার উপায় জল ফুটিয়ে ঠান্ডা করে পান করতে হবে।
৪।আমাশয়ের মলের উপর যাতে মাছি না বসে সেদিকে দৃষ্টি রাখবেন।এবং মল মাটিতে পুতে ফেলা উচিত।
৫। রোগী বার্লি, সাগু, চিড়ে সিদ্ধ প্রভৃতি পথ্য খেতে দেবেন।
৬।রোগীকে হাসের ডিম সিদ্ধ করে খেতে দিবেন এবং কাঁচা কলা রান্না করে খেতে দিতে হবে।
৭। গাঁদাল পাতা বেটে গরম ভাতের সংগে খেলে পুরানো আমাশাও ভালো হয়ে যায়।
আজকের এপর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা থেকে দূরে থাকবেন এবং আমাশা থেকেও দূরে থাকবেন। দয়া করে লাইক শেয়ার করুণ ও আমার জন্য একটু আর্শিবাদ করবেন।
Learn why diarrhea occurs and how to get rid of this disease. Help others.
Picture of diarrhea patient
Dysentery is one of the water borne diseases. This disease is often the cause of loss of life. The germs of this disease enter the human body and injure the inside of the intestine.
1. This disease usually occurs during the change of seasons. Very hot and winter time. Patients with this disease have their clothes washed in water, which contaminates the water and causes diarrhea.
2. Symptoms of the disease: Stomach bite. Stools come out like phlegm. Sometimes it bleeds. There is never a stool.
3. The way to get rid of this disease is to boil water and drink it cold.
4. Keep an eye on the stool of the stomach so that the flies do not sit.
5. The patient should eat barley, sago, Chira is perfect etc.
6. The patient should be given boiled eggs to eat and raw bananas should be cooked and eaten. 7. The old Dysentery also gets better by playing with hot rice with betel leaf paste.
6. The patient should be given boiled eggs to eat and raw bananas should be cooked and eaten. 7. The old Dysentery also gets better by playing with hot rice with betel leaf paste.
Stay well till today, stay healthy, stay away from corona and stay away from diarrhea. Please like and share and bless me a little.
Comments