ডিমের খোসার উপকারিতা।

আজ আমি আপনাদেরকে ডিমের খোসার সর্ম্পকে এবং এর ভিতরে প্রাকৃতিক ঔষুধ কতটা রয়েছে 
তারই গল্প বলবো।ছবিতে ক্লিক করুন

ডিমের খোসার ছবি: 

ডিমের খোসার গুনাগুন ও ব্যবহার বিধি সর্ম্পকে জানুন।

১। ডিমের খোসায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম।
২।বাড়িতে কৃষি কাজে বা কোনো গাছের গোড়ায় গুড়ো করে দিন। আপনার সার কিনতে হবে না কারণ এটা পোকার আক্রমণ থেকে গাছকে বাচাঁবে ও গাছে পুষ্টি যোগাবে।
৩। বিভিন্ন দেশে এই ডিমের খোসা দিয়ে ঔষুধ তৈরি করে থাকেন। কারণ প্রাকৃতিক ভাবে এর থেকে ক্যালসিয়াম পাওয়া যায়। 
৪। তাছাড়া ত্বক পরিচর্যা ক্ষেত্রে এই ডিম জনপ্রিয় হয়ে উঠেছে। ডিমের খোসা দিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগিয়ে যদি ১৫ মিনিট অপেক্ষার পর গরম জল দিয়ে ধুয়ে ফেলেন আপনার পুরনো দাগ চলে যাবে।
৫। সাধারনত ৪০ বছর বয়স হলে পরে মানুষের শরীরের হাড়ের ক্ষয় হতে থাকে। এর কারণ ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। ক্যালসিয়াম অভাবের কারণে বৃদ্ধ লোকদের গেটে  এবং বাত ব্যাথা  হয়ে থাকে।
৬। প্রথমে ডিমের খোসা গরম জলে ফুটিয়ে ১০ মিনিট পরে ভালো করে শুকিয়ে নিতে হবে।  শুকনো খোসা পাউডার করে  এবং একটি পাত্রে ভিতরে রাখতে হবে। প্রতিদিন ঐ পাউডার নিয়মিত এক চা চামচ করে জলে মিশ্রন করে খেলে ক্যালসিয়াম অভাব দূর হয়ে যাবে।  
আমি চাই মানুষের সেবা করতে কারণ মানুষ প্রাকৃতিক জীব। আমার জন্য একটু আর্শিবাদ করবেন। দয়া করে একটু লাইক শেয়ার করুণ। অনুরোধ রইল। ধন্যবাদ।

Today I will tell you the story about egg shell and how much natural medicine is in it.

Picture of egg shell:

Learn about the quality and use of egg shells.


1. Egg shells are rich in calcium carbonate, magnesium and calcium.
2. Powder at home for agricultural work or at the base of a tree. You do not have to buy fertilizer as it will protect the plant from insect attack and provide nutrition to the plant.
3. In different countries, medicine is made from the shell of this egg. Because calcium is obtained from it in a natural way.
4. Moreover, these eggs have become popular in the field of skin care. Make a face pack with egg shell and apply it on your face. If you wait for 15 minutes and wash it off with hot water, your old spots will go away.
5. Bone loss usually occurs after the age of 40 years. This is because of the lack of calcium. Calcium deficiency causes gout and arthritis in older people.
6. First boil the egg shell in hot water and dry it well after 10 minutes. The dried peel should be powdered and put inside a container. Calcium deficiency will be eliminated by mixing 6 teaspoons of powder in water regularly every day.
I want to serve people because people are natural creatures. Bless me a little. Please share a little like. Request remained. Thanks.

Comments