মশার হাত থেকে বাঁচার একটি ভালো উপদেশ।

 

মশার হাত থেকে বাঁচার সহজ উপায় ছবিতে ক্লিক করুন-






ছোট্ট একটা প্রাণী, চোখেও দেখা যায় না সব সময়, কিন্তু আপাতত তার জ্বালাতেই থরহরি কম্পমান আপামর সারাদেশবাসী৷ ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে শহরজুড়ে৷ শিশু আর বয়স্কদের পক্ষে প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে মশকবাহিত রোগের আক্রমণ৷ এই অবস্থায় আপনার বাড়িটিকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন সবার আগে৷ মশারি খাটিয়ে ঘুমোন৷ দিনে-রাতে বাইরে বেরনোর আগে ও বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে অতি অবশ্যই রেপেলান্ট লাগাতে ভুগবেন না৷ সেই সঙ্গে কিছু ঘরোয়া টোটকা মেনে চলতে পারেন, তাতেও মশা-মাছি দূরে রাখা সম্ভব৷

বাড়ি ও তার আশেপাশে কোথাও জল জমতে দেবেন না: 
বাড়ি বা তার আশেপাশে জল বা আবর্জনা জমতে দেওয়া মানেই মশার বংশবৃদ্ধির সুযোগ করে দেওয়া৷ তাই কেবল বাড়ি পরিষ্কার রাখলেই চলবে না, সতর্ক দৃষ্টি রাখুন আশপাশের এলাকার প্রতিও৷ ঠিকমতো জঞ্জাল সাফ না হলে পুর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন৷ ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক পরিষ্কার রাখুন, তা যেন ঢাকা দেওয়া থাকে৷ চৌবাচ্চা থাকলে তার উপরেও ঢাকা দিয়ে রাখুন৷ অ্যাকোয়ারিয়াম বা লিলি পুল আছে বাড়িতে? জল নিয়মিত পরিষ্কার করুন, ছেড়ে রাখুন গাপ্পির মতো মাছ যা মশার লার্ভা খেয়ে নেয়৷

নিম তেল ব্যবহার করুন:
নিম তেল কিনতে পাওয়া যায় বাজারে৷ নিমের তেল ও নারকেল তেল ১:১ অনুপাতে মিশিয়ে রাখুন হাতের কাছে৷ দরকারমতো স্প্রে করে নিন শরীরের খোলা অংশে৷ নারতেল আর নিম তেলের মিশ্রণ স্নানের পরেও ব্যবহার করতে পারেন গোটা শরীরে৷ নিম তেল মেখেও স্বচ্ছন্দে বাইরে বেরোতে পারবেন, বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় ইউনিফর্মে লাগিয়ে দিতে পারেন৷ এডিস মশা দিনের বেলা কামড়ায়, মর্নিং ওয়াকে যাওয়ার সময়ও সাবধানতা অবলম্বন করুন৷

তুলসী গাছ লাগান:
অনেকেই বিশ্বাস করে যে বাড়িতে তুলসী গাছ থাকলে নাকি মশা বা মাছি ঘরে ঢুকতে পারে না৷ ব্যালকনিতে বা জানলার কাছে তুলসী গাছ রেখে দেখতে পারেন৷

মশা তাড়াতে রসুন কার্যকর:
কয়েক কোয়া রসুন নিয়ে থেঁতো করে নিন৷ তার পর সেটা খুব ভালো করে ফুটিয়ে নিন তিন কাপ জলে৷ জল ফুটে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে বোতলে ভরে রাখুন৷ ঠান্ডা হলে ঘরের কোণে কোণে স্প্রে করে দিন এই মিশ্রণ৷
প্রকৃতিক ভাবে মশার হাত থেকে বাঁচতে হলে উপদেশগুলো, করে দেখুন দেখবেন উপকার হবেই। সবাই এই ডেঙ্গু ও ওমিক্রন থেকে দূরে থাকুন সুস্থ্য থাকুন  এই কামনা রইল। ধন্যবাদ।


Easy way to get rid of mosquitoes Click on the picture-





A small animal, not always visible to the naked eye, but for the time being, its people are trembling all over the country. Dengue, malaria, chikungunya is rampant in the city Attacks of mosquito-borne diseases are becoming deadly for children and the elderly In this case, try to keep your home safe first Sleep with a mosquito net sure to apply repellent before going out day and night and before sending your child to school. With that you can follow some domestic tips, it is also possible to keep mosquitoes and flies away

Do not allow water to accumulate in or around the house: 
Allowing water or garbage to accumulate in or around the home means allowing mosquitoes to breed. So not only do you have to keep the house clean, but you also have to keep a close eye on the surrounding area If the garbage is not cleaned properly, contact the municipal authorities to keep the overhead and underground tanks clean so that they are covered If you have a cistern, cover it with a lid Is there an aquarium or lily pool at home? Clean the water regularly, leave out fish like guppies that eat mosquito larvae
Use neem oil:
Neem oil is available in the market Mix neem oil and coconut oil in the ratio of 1: 1 Spray on the exposed part of the body as needed You can use the mixture of coconut oil and neem oil on the whole body even after bathing You can also go out with neem oil and wear it in uniform while sending your children to school. Aedes mosquitoes bite during the day, so be careful when going for a morning walk.

Plant basil:
Many people believe that if there is a basil tree in the house, mosquitoes or flies cannot enter the house You can see the basil tree on the balcony or near the window

Garlic is effective in repelling mosquitoes:
Take a few cloves of garlic and crush it After that boil it very well in three cups of water When the water is half boiled, lower it and keep it in a bottle When it is cold, spray this mixture on the corners of the room
If you want to survive from mosquitoes in a natural way, try the tips and you will see that it will be beneficial. Stay away from this dengue and Omicron, stay healthy. Thanks.

Comments

Popular Posts