জানেন কি বাজার থেকে যে সামদ্রিক মাছ আমরা কিনে থাকি এটা ফরমালিনযুক্ত ও পচা হতে পারে তাই আজ থেকে সাবধান। সামদ্রিক মাছ আমরা জানি যে, সামদ্রিক মাছ আয়োডিনযুক্ত কিন্তু এই মাছই আমাদের রোগের কারণ। এই বিষয়ে সবাই সচেতন হওয়াই ভালো। একবার ভাবুনতো ফরমালিনযুক্ত ও পচা মাছ খেলে কি হতে পারে । এ ধরণের মাছ পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে ক্যান্সার হতে পারে খিঁচুনি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবনয়ন, অজ্ঞান হতে পারে। ধীরে ধীরে এসব রাসায়নিক পদার্থ ব্রেনের ক্ষতি করতে পারে। স্মৃতিশক্তি ক মে যায়। বমি বমি ভাব ও পেটা ফাপা তাছাড়া চর্ম রোগ এই মাছ খেলে হবেই হবে। তাই আমাদের উচিত যে কোনো মাছ কিনতে গেলে ফরমালিন ও পচা মাছ থেকে কেনা বিরত থাকবো। লেখাটি শেয়ার করুন ও সবাইকে জানিয়ে দিন।