Skip to main content

ডালের উপকারিতা।

আজকের ডাল নিয়ে কথা বলছি। ডালে কতটা যে উপকার করে ও প্রাকৃতিক ঔষুধ রয়েছে আজকের যানতে পারবেন।ছবিতে ক্লিক করুন

ডালের পুষ্টিগুনঃ

১। মসুর ডাল :- কার্বোহাইড্রেট ৫৯.৭+ প্রোটিন ২৫.১+ স্নেহ ০.৭=  সর্বমোট ক্যালরি ৩৪০। এই ডাল কফ-পিত্ত রক্তদোষনাশক, জ্বরনাশক, ও বাতজনক ।          

২।   ছোলা ডাল:- কার্বোহাইড্রেট ৫৬.৬ + প্রোটিন ২৪.০ + স্নেহ ১.৩ = সর্বমোট ক্যালরি ৩৩৪।ছোলা খেলে প্রচুর শক্তি হয়। আবার কষায় রসযুক্ত, মলসংগ্রহক, সেদ্ধ করা ছোলা কফ-পিত্তনাশক।

৩।মটর ডাল:- কার্বোহাইড্রেট ৫৬.৬ + প্রোটিন ১৯.৭ + স্নেহ ১.১= সর্বমোট ক্যালরি ৩১৫ ।মটর ডাল দাহ-পিত্ত-কফনাশক ও আমাদোষকারক। 

আশা করি আপনাদের ডালের পুষ্টির সর্ম্পকে যানতে পেরে উপকার হয়েছে। 


আমাকে কমান্ট করে যানাবেন এবং দয়া করে সাবস্ক্রিবশন করবেন অনুরোধ রইল।

Talking about today's pulses. You can find out how many benefits and natural remedies are available in pulses today.

Nutrition of pulses
1. Lentils: - Carbohydrates 59.6+ Protein 25.1+ Fat 0.8 = Total Calories 340. These pulses are antipyretic, antipyretic, and rheumatic.

2. Chickpeas: - Carbohydrates 57.6 + Protein 24.0 + Fat 1.3 = Total Calories 334. Eating chickpeas gives a lot of energy. Again, tannin is juicy, excretory, boiled gram is expectorant.
3. Peas: - Carbohydrates 56.6 + Protein 19.6 + Fat 1.1 = Total calories 315. Peas are anti-inflammatory, anti-biliary and expectorant.

I hope you have benefited from knowing about the nutrition of pulses.




Please let me know by commenting and subscribing.

Comments

Popular posts from this blog

 

গ্রাস্ট্রিকের হাত থেকে বাঁচতে হলে সঠিক চিকিৎসা নিন।

কাঁচা পেঁপে এবং থানকুনি পাতা ব্যবহারের চিরমুক্তি হবে   পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা ।   আসুন একবার জেনে নিন দেখুন কিভাবে কাঁচা পেঁপে এবং থানকুনি পাতা ব্যবহারের চিরমুক্তি হবে   পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা ।  আমার এই চিকিৎসা করে আমি নিজেই ভালো হয়েছি আমার ডাক্তার দেখানোর মতো কোনো অর্থ ছিলো না। আমি বিজ্ঞান বিভাগে লেখাপড়া করে জেনেছি এই প্রাকৃতি চিকিৎসা  এবং আমি ভারতের একজন কবিরাজির কাজ থেকেও  চিকিৎসা শিখেছিলাম।   আজকের আমি আপনাদের অল্প খরচে  এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য লেখাটি পোস্ট করলাম। ডাক্তারের কাছে গিয়েছেন তো আরো এই রোগে আক্রান্ত হবেন। ভুলেও এদের কাছে যাবেন না। আমার প্রাকৃতিক চিকিৎসা ব্যবহারের আপনি সারাজীবন ভালো থাকবেন সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো রাখবেন। তবে সঠিকভাবে ব্যবহার না করতে পারলে আপনার সমস্যা হবে। তাই লেখাটি ভালোভাবে পড়ুন এবং জানুন নিম্নে এর ব্যবহার সম্পর্কে  আলোচনা করা হল।   থানকুনি পাতা এর ব্যবহারঃ প্রথমে ২৫ গ্রাম থানকুনি পাতা নিতে হবে এর পর সকালে মলমূত্র ত্যাগ করে খালি লবন দিয়ে সেবন করতে হবে । সেবনের ৩০ ...

একটি শিশুর গড় ওজন কিরূপ হওয়া উচিত।

  একটি শিশুর গড় ওজন কিরূপ হওয়া প্রয়োজন জেনে নিন। শিশু ও ওজন ছবিঃ   আপনার শিশু রোগা বা মোটা হয়ে গেল কি না তা নিয়ে আপনি সবসময় চিন্তিত৷ কিন্তু আপনি নিজেই বাচ্চাকে ওজন করে তার সঠিক সুস্থ্যতা গড়ে তুলতে পারেন। নিম্নে একটি চাট দেওয়া হল - জন্মের সময় শিশুর ওজন হতে হবে ৩. ৪৮ কেজি ৮ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ৪.১৭ কেজি ১২ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ৫.৪৭ কেজি ১৬ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ৬.৮৫ কেজি ২০ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ৭.১৪ কেজি ২৪ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ৭.৬৫ কেজি ২৮ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ৮.১৪ কেজি ৩২ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ৮.৫৪ কেজি ৩৬ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ৮.৯০ কেজি ৪০ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ৯.২২ কেজি ৪৪ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ৯.৯৫ কেজি ৪৮ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ১০. ০০ কেজি ৫২ সপ্তাহ পর শিশুর ওজন হতে হবে ১১.০০ কেজি  আমার এই লেখাটি সকল শিশুর মঙ্গলের জন্য আমি চেষ্টা করেছি মানুষের মাঝে তুলে ধরতে আমার জন্য একটু আর্শিবাদ করবেন অবহেলা করবেন না দয়া করে লাইক শেয়ার করে মানুষের পাশে থাকেন। ধন্যবাদ।     Find out what the average w...