ব্যাথা থেকে চির মুক্তি পেতে করণীয়।
১০০% পরীক্ষিত। ব্যাথা খাকবে না জেনে নিন উপকার হবেই।
ব্যাথার ছবিঃ
যদি আপনি খেলাধুলা করতে গিয়ে বুকে বা যেকোনো জাগায় আঘাত পান তাহলে বেশি চাপা চাপি বা মালিশ করবেন না। আস্তে আস্তে শ্বাসপ্রশ্বাস নিবেন। প্রথমে আপনার যা করতে হবে আঘাত পাওয়া যায়গায় বরফ আলগা চেপে ধরুন এবং কিছুক্ষন বিশ্রামে থাকুন।
খাবারের প্রনালী সর্ম্পকে জানুনঃ
১। রাত্রে বেলায় এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ খাটি হলুদের গুড়ো মিশিয়ে কিছুক্ষন নাড়ুন এর পর সেই মিশ্রন যুক্ত দু্ধ ও হলুদের মধ্যে দুই চামচ খাটি মধু মিশিয়ে গরম গরম পান করুন।
২।পরের দিন সকালে ঠিক এই ভাবে খালি পেটে একইভাবে ঔষুধটি বানিয়ে পান করুন দেখবেন তিন দিনের মধ্যে আপনার ব্যাথা কমে যাবে।
৩। একটি গাজর সামান্য লেবুর রসের সাথে মিশিয়ে সকালে খালি পেটে খাবেন। এতে করে আপনার ব্যাথা খুবই তারাতারি কমে যাবে।
৪।কিছু বিধি নিষেধ আসে যেমন ধূমপান ও তামাক জাতীয় বা মদ জাতীয় খাবার খাওয়া যাবে না
৫। বেশি বেশি শাক সবজি খেতে হবে এবং দৈনিক আট লিটার জল পান করতে হবে। তবেই আপনি ব্যাথা থেকে মুক্ত হবেন।
লেখাটি ছোট হলেও কার্যকারী ১০০% মনে রাখবেন মিথ্যে কথা বা চিকিৎসা এটা মানুষের কাজ নয়। দয়া করে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে মানুষের উপকার করবেন। অনুরোধ রইল। ধন্যবাদ।
100% tested. Know that it will not hurt, it will be beneficial.
Picture of pain
Do this work wherever you get injuries on the body or bones, it will leave in 3 days. 100% guarantee you will get better.
If you get hurt in the chest or anywhere while playing sports, do not put too much pressure or massage. Breathe slowly. The first thing you need to do is press the ice loosely on the injured area and rest for a while.
Learn about food recipes:
1. At night, mix one teaspoon of pure turmeric powder with one glass of hot milk and stir it for a while.
2. The next morning in the same way on an empty stomach, drink the medicine in the same way and you will see that your pain will decrease in three days.
3. Eat a carrot mixed with a little lemon juice on an empty stomach in the morning. This will reduce your pain very quickly.
4. There are some prohibitions such as smoking and eating tobacco or alcohol
5. Eat more vegetables and drink eight liters of water daily. Then you will be free from pain.
Even if the text is short, it is 100% effective. Remember that lying or treatment is not a human endeavor. Please comment and share and benefit people. Request remained. Thanks.
Comments