১। কচি আম: রুচিকারক ও বায়ু-পিত্তবর্ধক।২। পাকা আম: বীর্যবর্ধক, পুষ্টিকারক, ও বমিনাশক।৩। কাঁচা আম: ত্রিদোষজনক।৪। আঁটির আম: অতিসারনাশক ও বমিনাশক।৫। আমসত্ত : তৃষ্ণনাশক, বমি, বায়ু, ও পিত্তনাশক।৬। আঙ্গুর : জীর্ণজ্বর, রক্তপিত্ত ও ক্ষয়নাকশ।৭। আতা: পিত্ত দাহ, ক্ষয়-ক্ষত, রক্তদোষ নাশক।৮। আমড়া : বায়ু পিত্ত ক্ষয়- ক্ষত, রক্তদোষ নাশক।৯। কাঁচাকলা : রক্তপিক্তনাশক, তৃষ্ণা, দাহ, ক্ষয় ও বায়ুনাশক।১০। কুল : নারকেল কুল কফ ও বায়ু বৃদ্ধিকারক। দেশী বা সাধারণ কুলও বায়ুবৃদ্ধিকারক ও কফকারক।১১। কাগজী লেবু : গলরোগ, অরুচি, ক্রিমি, উদররোগ, বাতরোগ নাশক।১২। কমলা লেবু : গলদোষ, শোথ, বমি, অরুচি, পিপাসা, বায়ু-পিত্ত -রক্ত বিষদোষনাশক।১৩। খরমুজ : কোষ্টসোধক, মূত্রকারক, বীর্যবর্ধক ও বায়ু- পিক্ত নাশক।১৪। খেজুর : পেট ঠান্ডা করে ও পুষ্টিকর কিন্তু পিত্তবৃদ্ধিকারক। খেজুর রস বাতনাশক বীর্যবধক ও ক্ষুদাবৃদ্ধিকারক কিন্তু পিত্তকারক।১৫। জাম : শ্বাস, বণ, শোথ, পিত্ত ও রক্তদোষ নাশক।১৬। তরমুজ : কাঁচা তরমুজ শুক্র ও দৃষ্টিশক্তিবর্ধক কিন্তু পিত্তনাশক। পাকা তরমুজ পিত্ত বৃদ্ধিকারক হলেও কফ ও বায়ু ও প্রশমক।১৭। পেঁয়ারা : শোথ, তৃষ্ণা, ক্রিমি, মূর্ছা শ্রম, ভ্রম ও জ্বর নাশ করে।১৮। পেঁপে : সায়ক, পাচক ও রক্তপিত্ত নাশ করে। ইহা অর্শ রোগীর পক্ষে খুব উপকারী।কাঁচা পেঁপের দু- ফোঁটা রস ও কলা অথবা বাতাসের মধ্যে দিয়ে প্রত্যহ খেলে গুল্ম ও প্লীহাজনিত রোগ নাশ হয়।
১৯। বেল : কাঁচা এবং কচি বেল কফ- বায়ুনাশক, ক্ষুধা ও ধারক বৃদ্ধিকারক। পাকা বেল অগ্নিমান্দ্যকারক।
২০। শশা : কাঁচা শশা পিত্তদাহ, তৃষ্ণা ও রক্তপিত্তনাশক। পাকা শশা কফনাশক ও বায়ুনাশক হলেও পিত্ত বৃদ্ধিকারক। শশার বীজ পিত্ত ও মুত্রকৃচ্ছনাশক ও মূত্রকারক।
লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন ও কমেন্ট করবেন। আমার লেখাগুলো কিছুটা হলে আপনাদের উপকারে আসবে আশা করি সকলেই ভালো থাকবেন। আমার বৃদ্ধ মা ও অসহায় বড় ভাইয়ের জন্য একটু আর্শিবাদ করবেন।ধন্যবাদ।
1. Young mango: flavorful and air-bile enhancer.
2. Ripe mango: aphrodisiac, nourishing, and antiseptic.
3. Raw mango: threefold.
4. Mango seeds: Antiseptic and antiseptic.
5. Amsatta: Thirsty, vomiting, flatulence, and bile.
6. Grapes: Chronic fever, hemoptysis, and decay.
7. Ata: Bile burns, corrosion, blood poisoning.
8. Mango: Air bile erosion- a wound, blood poisoning.
9. Raw: Anti-depressant, anti-thirst, anti-inflammatory, anti-corrosion, and anti-flatulence.
10. Cool: Coconut Cool enhances cough and flatulence. Desi or common cool is also air-enhancing Kafkarak.
11. Paper Lemon: Sore throat, anorexia, worms, diarrhea, rheumatism.
12. Orange Lemon: Sore throat, edema, vomiting, loss of appetite, thirst, air-bile-blood poisoning.
13. Melon: Constipating, diuretic, aphrodisiac and air-bile killer.
14. Dates: It cools the stomach and is nutritious but biliary. Date juice is antiseptic, antiseptic, and aphrodisiac but biliary.
15. Berries: Respiratory, forest, edema, bile, and blood poison killer.
16. Watermelon: Raw watermelon is good for sperm and eyesight but it is biliary. Although ripe watermelon is a bile enhancer, it also relieves phlegm and flatulence.
17. Guava: Eliminates edema, thirst, worms, fainting labor, confusion, and fever.
18. Papaya: Destroys psyche, digestion, and bile. This is a very useful technology for hemorrhoids.
19. Bell: Whole and young Bell is an expectorant, appetite suppressant, and appetite suppressant. Packable is flammable.
20. Cucumber: Raw cucumber is anti-bile, anti-thirst, and anti-biliary. Although ripe cucumber is expectorant and aerating, it also increases bile. Cucumber seeds are bile and diuretic and diuretic.
If you like the article, please share and comment. My writings will be useful to you a little bit, I hope everyone will be fine. A little blessing for my old mother and helpless big brother. Thank you.
Comments