পুদিনার যাদু
পুদিনার পাতার ওষুধির গুনাগুন জেনে রাখুন-
১। বিষাক্ত জন্তর বিষ নষ্ট করবার গুণ আছে এই পুদিনার।
২। পুদিনা পাতা পুরিয়ে সেই ছাই দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত হয়।
৩। মধুর সঙ্গে মিশিয়ে পুদিনা খেলে শরীরের জমে থাকা ক্লেদ ঘাম হয়ে বেরিয়ে যায়।
৪। পুদিনা পাতা কচলে নিয়ে শুকিয়ে দিরে মূর্চ্ছা রোগে উকার হয়।
৫। মধু ও লবন মিশিয়ে পুদিনা পাতা বাটা খেলে কৃমি সারে।
৬। পুদিনা পাতা সেদ্ধ করে বেটে মধুর সঙ্গে মিশিয়ে খেলে পায়ের গোদের উপকার হয়। প্রায় দেড় মাস খেতে হবে।আর এই গোদ রোগ ছোট কৃমির (“ফাইলারিয়াসিস” নামে ডাকা হয়) এবং এগুলো মশা দ্বারা ছড়ায়।
৭। পুদিনা পাতায় ভিটামিন ‘এ’ বেশি পরিমানে আছে। ভিটামিনের গুণের দিক থেকে দেখতে গেলে পুদিনা তো পৃথিবীর সমস্ত রোগ থেকে রক্ষাকারী একটা ঔষধ। পুদিনার খিদে বাড়াবার শক্তি আছে খুব বেশি পরিমাণে। কাজেই অখিদে হলে পুদিনার উপকারিতার তুলনা নেই। পুদিনা খেরে সম্ভোগ শক্তিও বাড়ে।
প্রাকৃতিক ভাবে চিকিৎসার কোনো শেষ নেই যত জানবেন ততোই সুস্থ্য থাকবেন। লেখাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। মানুষের কল্যাণের জন্য কাজ করুন দেখবেন তাতেই সুখ আসবে। সবাই ভালো থাকুন এই কামনা রইল। ধন্যবাদ।
Know the medicinal properties of mint leaves-
Picture of mint leaves:
There is no end to natural treatments. The more you know, the healthier you will be. If you like the article, please comment. Work for the welfare of the people and you will see that happiness will come. I wish you all the best. Thanks.
Comments