পুদিনার যাদু

 পুদিনার পাতার ওষুধির গুনাগুন জেনে রাখুন-


পুদিনাপাতার ছবি:

 আজ আমি পুদিনার কথা সর্ম্পকে বলবো আমরা  অনেকেই জানিনা পুদিনার পাতার এর ব্যবহার। প্রাকৃতিক উপায়ে আমাদের বিভিন্ন রোগ সারায় এই পুদিনা।নিচে আমি কিছু এর গুণাগুণ সর্ম্পকে জানিয়ে দিলাম।

১। বিষাক্ত জন্তর বিষ নষ্ট করবার গুণ আছে এই পুদিনার।

২। পুদিনা পাতা পুরিয়ে সেই ছাই দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত হয়।

৩। মধুর সঙ্গে মিশিয়ে পুদিনা খেলে শরীরের জমে থাকা ক্লেদ ঘাম হয়ে বেরিয়ে যায়।

৪। পুদিনা পাতা কচলে নিয়ে শুকিয়ে দিরে মূর্চ্ছা রোগে উকার হয়।

৫। মধু ও লবন মিশিয়ে পুদিনা পাতা বাটা খেলে কৃমি সারে।

৬। পুদিনা পাতা সেদ্ধ করে বেটে মধুর সঙ্গে মিশিয়ে খেলে পায়ের গোদের উপকার হয়। প্রায় দেড় মাস খেতে হবে।আর এই গোদ রোগ ছোট কৃমির (“ফাইলারিয়াসিস” নামে ডাকা হয়) এবং এগুলো মশা দ্বারা ছড়ায়।

৭। পুদিনা পাতায় ভিটামিন  ‘এ’  বেশি পরিমানে আছে। ভিটামিনের গুণের দিক থেকে দেখতে গেলে পুদিনা তো পৃথিবীর সমস্ত রোগ থেকে রক্ষাকারী একটা ঔষধ। পুদিনার খিদে বাড়াবার শক্তি আছে খুব বেশি পরিমাণে। কাজেই অখিদে হলে পুদিনার উপকারিতার তুলনা নেই। পুদিনা খেরে সম্ভোগ শক্তিও বাড়ে।

 প্রাকৃতিক ভাবে চিকিৎসার কোনো শেষ নেই যত জানবেন  ততোই সুস্থ্য থাকবেন। লেখাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। মানুষের কল্যাণের জন্য কাজ করুন দেখবেন তাতেই সুখ আসবে। সবাই  ভালো থাকুন এই কামনা রইল। ধন্যবাদ।

 

Know the medicinal properties of mint leaves-


Picture of mint leaves:
কমিউনিটির মাধ্যমে যাচাই করা আইকন

 Today I will talk about mint. Many of us do not know the use of mint leaves. This mint cures our various diseases in a natural way. Below I will tell you about some of its properties.

1. This mint has the property of destroying the poison of poisonous animals.

2. The gums of the teeth are hardened by rubbing the teeth with the mint leaves.

3. When mint is mixed with honey, the accumulated clade in the body comes out as sweat.

4. Mint leaves are crushed and dried to cure fainting.

5. Mixing honey and salt and eating mint leaf paste cures worms.

6. Boiling mint leaves and mixing them with honey is beneficial for the feet. It takes about a month and a half to eat. And this gout is caused by small worms (called "filariasis") and they are spread by mosquitoes.

7. Mint leaves are high in Vitamin A. In terms of vitamin quality, mint is a medicine that protects against all diseases of the world. Mint has a lot of energy to increase hunger. So there is no comparison of the benefits of mint in Akhil. Eating mint also increases sexual power.

 

There is no end to natural treatments. The more you know, the healthier you will be. If you like the article, please comment. Work for the welfare of the people and you will see that happiness will come. I wish you all the best. Thanks.


 



 


Comments