ধনিয়া পাতার যাদু
মানব দেহের রোগ সারাতে ধনিয়া পাতার অসাধারণ গুণ জেনে নিন-
ধনিয়া পাতার ছবি:
আজ আমি আপনাদের মাঝে ধনিয়া পাতার উপকারিতা সর্ম্পকে বলবো । ধনিয়া পাতার বৈজ্ঞানিক নাম Coriandrum sativum. এটি একটি একবর্ষজীবী উদ্ভিদ। দক্ষিণ-পশ্চিম এশিয়াতে বেশি পরিমাণে পাওয়া যায়। ধনিয়া পাতার গুণাগুণ যেমন:
১। ধনিয়া পাতার রস খেলে যে অর্শ থেকে রক্ত পড়ছে তা উপশম হবে।
২। ধনিয়া পাতা বেটে সেই রস পরিস্কার কাপড়ে ছেঁকে নিয়ে ফোঁটা ফোঁটা চোখে সকাল ও সন্ধেবেলা দিলে চোখের ব্যাথায় উপকার হয়।
৩। ধনিয়া পাতার রস বায়ু নাশ করে ও খিদে বাড়িয়ে দেয় সেই জন্য এই পাতা খেলে শরীর ঝরঝরে বা তরতাজা করে।
৪। বসন্ত রোগে ধনিয়া পাতার রস চোখে দিলে চোখে বসন্তের গুটি বেরোয় না।
৫। ধনিয়া পাতা চিবিয়ে সেই পাতা দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি দৃঢ় বা মজবুত হয়। দাঁতের ঢিলে মাড়ি শক্ত হয়ে যায় এবং রক্ত পড়া বন্ধ হয়।
৬।সর্তকতা রান্নায় অত্যাধিক ধনিয়া ব্যবহার ভালো নয়। বলা হয় বেশি ধনিয়া পাতার রস পেটে গেলে রতিশক্তি কমে যায়, দৃষ্টিশক্তি লোপ পায়, মাথা ঘুরতে থাকে, অবশ্য সাধারণত যে পরিমাণে ধনিয়া পাতা খাওয়া হয় তাতে এসব অসুখের আশণ্কা থাকে না।
অবশেষে লেখাটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। যারা সাস্থবিধির সত্যিকারে টিপস দেখেন তাদেরকে ধন্যবাদ কেননা ভালো কিছু শেখার জন্য আমার এই লেখা সবাই ভালো থাকবেন।
Learn about the wonderful properties of coriander leaves in curing diseases of the human body-
Today I will tell you about the benefits of coriander leaves. The scientific name of coriander leaves is Coriandrum sativum. It is an annual plant. It is found in large quantities in South-West Asia. The properties of coriander leaves such as:
1. Drinking the juice of coriander leaves will relieve the bleeding from hemorrhoids.
2. The juice of coriander leaves is squeezed on a clean cloth and given to the eyes in the morning and in the evening.
3. The juice of coriander leaves destroys air and increases hunger so playing with this leaf makes the body fresh or refreshed.
4. If the juice of coriander leaves is given to the eyes for smallpox, spring cocoons do not come out in the eyes.
5. Chewing coriander leaves and brushing the teeth with that leaf strengthens the gums. Loose teeth harden the gums and stop bleeding.
6. Caution It is not good to use too much coriander in cooking. It is said that when too much coriander leaf juice gets into the stomach, sexual energy decreases, vision is lost, and dizziness occurs, however, usually the amount of coriander leaves eaten does not increase the risk of these diseases.
Finally requesting to share the article. Thanks to all those who really see the health tips because everyone will be good at this writing of mine to learn something good.
Comments