সজনে পাতার রসের গুণ
সজনে পাতার রসে ১০০% রোগ সারাবে জেনে নিন ক্লিক করুন এখানে-
প্রথমে জানা দরকার সজনে পাতার গুণ সর্ম্পকে জানা যায় যে, শত বছর ধরে প্রায় তিনশরও বেশি রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই সজনে পাতা। নিচে সজনে পাতার কিছু গুণাগুণ সর্ম্পকে দেয়া হল:
১। সজনে পাতার রস খেলে শ্বাসের কষ্ট সারে ও হেঁচকি ওঠা বন্ধ হয়।
২। সজনে পাতার রসের সঙ্গে চিনি মিশিয়ে পাঁচ দিন ধরে খেলে পেটের ভিতরে বায়ুর গোলক সেরে যায়।
৩।সজনে পাতার ক্বাথ তৈরি করে হিং ও শুকনো আদার গুঁড়ো মিশিয়ে খাওয়ালে পেটের গ্যাস বেরিয়ে যায়।
৪। বায়ুর প্রকোপের জন্যে যদি কোনো ব্যথা হয় তাহলে সজনে পাতার ক্বাথের সঙ্গে হিং ও শুকনো আদার গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৫। সজনের ক্বাথের সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৬। সজনে পাতার রস গোলমরিচের সঙ্গে পিষে নিয়ে কপালে লাগালে মাথার যন্ত্রনা দূর হয়।
৭। সজনে পাতার রস মাথায় ঘষলে খুসকি দূর হয়।
সম্মানিত পাঠকদেরকে অনুরোধ করবো লেখাটি শেয়ার করুন এবং আপনিও চেষ্টা করুন কিছু শিখতে অন্যদেরকেও উৎসাহিত করুন। লেখাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এই গরমে সবাই ভালো থাকবেন এই কামনা করি সকলকে ধন্যবাদ।
Sajne leaf juice 100% irrespective of disease click here-
First of all, it is necessary to know about the quality of Sajone leaves. It has been used as medicine for more than 300 diseases for hundreds of years. Below are some of the qualities of Sajane leaves:
1. Sajane leaf juice cures shortness of breath and stops hiccups.
2. After mixing sugar with Sajna leaf juice and playing for five days, the air sphere inside the stomach gets cured.
3. Make a decoction of the leaves and mix it with Hing and dried ginger powder.
4. If there is any pain due to an air outbreak, then it is beneficial to mix Hing and dried ginger powder with the decoction of Sajna leaves.
5. It is beneficial to mix honey with Sajan's decoction.
6. The juice of Sajna leaves is crushed with black pepper and applied on the forehead, it cures headaches.
7. Dandruff is removed by rubbing the juice of the leaves on the scalp.
Dear readers, I request you to share this article and try to encourage others to learn something. If you like the article, please comment. I wish you all the best this summer. Thank you all.
Comments