তেলাকুচো পাতার উপকারিতা।Benefits of Telakucho leaves.
সুস্থ থাকতে তেলাকুচো পাতা। ছবিতে ক্লিক করুণ
তেলাকুচো লতা ও পাতার ছবি:
তেলাকুচো পাতার সর্ম্পকে জানা থাকা ভালো।সাধারণত তেলাকুচো পাতা একটি লতানো উদ্ভিদ পঞ্চভূজ আকারের পাতা গজায়, পাতা ও লতার রং সবুজ হয়। এর গুণাগুণ নিম্নে দেয়া হল:
১। পিত্তির রোগ ও নাক মুখ দিয়ে রক্ত পড়া সারায়, বায়ু দূর করে।
২। তেলাকুচোও মল নি:সারণ করায়। অরুচি নাশ করে। শ্বাসের কষ্ট, কাশি ও জ্বর সারিয়ে তোলে। বমিভাব দূর করে। স্বাদে তেতো হওয়ার জন্যে খিদে বাড়িয়ে দেয়।
৩। রক্তবিকার অর্থাৎ রক্তের দোষ শোধন করে।
৪। কফ এবং জন্ডিস রোগ আরোগ্য করে।
৫। বমন করাবার শক্তি আছে।
৬। এই গাছের মূল বমি করায় এবং জোলাপের কাজও করে।
। শোথ রোগ সারিয়ে তোলে।
৮।কেনো কারণে জিভ যদি কেটে যায় তাহলে তেলাকুচো চিবিয়ে সেই রস মুখে রাখলে উপকার হয়।
৯। তেতো তেলাকুচোর মূলের চূর্ণ খাওয়ালে প্রস্রাবের সঙ্গে শ্বেত পদার্থ বেরিয়ে যাওয়া বন্ধ করে।
১০। ডায়বেটিস রোগের পক্ষে তেলাকুচোর পাতা অত্যন্ত উপকারী ও হিতকর। প্রতিদিন নিয়ম করে শুকনো পাতা চূর্ণ বা টাটকা পাতার রস খেলে উপকার পাওয়া যায় বা যাবেই।
লেখাটি ১০০% কার্যকারী অবহেলা না করে নিয়মিত খেয়ে দেখুন উপকার পাবেন। সবাইকে ঈদ মোবারক ও শুভেচ্ছা সবাই ভালো থাকেন এই কামনা রইল। ধন্যবাদ।
Telakucho leaves to stay healthy. Click on the image
It is good to know about Telakucho leaves. Usually Telakucho leaves are a creeping plant. Its merits are given below:
1. Cures biliary diseases and bleeding through nose and mouth, removes air.
2. Telakucho also excretes feces. Destroys distaste. Cures shortness of breath, cough and fever. Eliminates nausea. Increases appetite for being bitter in taste.
3. Hemorrhage means purifying the blood.
4. Cures cough and jaundice.
5. Has the power to vomit.
6. The root of this tree causes vomiting and also acts as a laxative.
7. Cures edema.
8. If for some reason the tongue is cut, then chewing telakucho and putting the juice in the mouth is beneficial.
9. Eating the powder of bitter telakucho root stops the excretion of white matter with urine.
10. Telakucho leaves are very useful and beneficial for diabetes. Regular daily crushing of dried leaves or drinking fresh leaf juice is or will be beneficial.
The article is 100% effective and you will benefit if you try it regularly without neglect. Eid Mubarak and best wishes to all. I wish you all the best. Thanks.
Comments