আলুর অসাধারণ কার্যক্ষমতা।
প্রাকৃতিভাবে রোগ সারান আলু খেয়ে জেনে নিন ছবিতে ক্লিক করুণ-
আজ আমি বলবো আলুর গুণাগুণের কথা। প্রতিদিন আমরা আলু খেয়ে থাকি কিন্তু অনেকে এর ব্যবহার আমরা জানিনা। আলু খাবার ভিতরে এর উপকার এবং অপকার দুটোই আছে। আলুর সর্ম্পকে নিম্নে দেয়া হল:
১। কোষ্ঠবদ্ধতায় ১০০ গ্রাম আলু ভাতে দিয়ে বা জলে সিদ্ধ করে ছাল ছাড়িয়ে নুন মিশিয়ে দিনে ৩ বার ভাত বা রুটির সঙ্গে খেতে হবে।
২। যদি অল্প অল্প কাশি হয় এবং পাতলা সর্দি থাকে তাহলে ২০-২৫ গ্রাম কাঁচা নরম আলু ধুয়ে কুচি কুচি করে কেটে ২ কাপ জলে সিদ্ধ করে আধ কাপ থাকতে নামিয়ে ছেঁকে লবণ মিশিয়ে গরম গরম চায়ের মত ২ বেলা খেলে ২ দিনে উপকার পাওয়া যাবে।
৩। প্রসবের পর থেকে ৭-৮ মাস টানা আলু- গাজর পেঁয়াজের স্টু করে ২ বেলা খেলে স্তন হ্রাসে উপকার পাওয়া যায়।
৪। অরুচি অগ্নিমান্দ্যে আলু গাছের কচি পাতা ও নরম ডগা ভেজে ভাত বা রুটির সঙ্গে দুপুরে ১ বার করে ১৫ দিন খেলে উপকার হয়।
৫। কোনো জায়গা আগুনে পুড়ে গেলে আলু থেঁতো করে বেটে মধুর সঙ্গে মিশিয়ে প্রলেপ দিলে তাড়াতাড়ি উপকার হয়।
৬। বীর্যবর্ধক, স্তন্যদুগ্ধবর্ধক, মল-মূত্র নি:সারক ও বলকারক। ছোট আলুর প্রমেহ, মূত্রকুচ্ছ, শোথ, দাহ-জনক। লাল আলু বকের কফ- প্রশমক ও বলকারক।
৭।আলু সিদ্ধ করার পর খোসা ছাড়ানো উচিত। তবে আলু বেশি খাওয়া ভালো নয় যারা অম্বল কিংবা ডায়াবেটিস রোগে ভুগছেন।
লেখাটি আপনাদের উপকারে আসবে। অনুরোধ করি কেউ অবহেলা না করে শেয়ার করুণ মানুষের পাশে থাকুন। ধন্যবাদ।
Click on the image to know how to eat naturally cured potatoes-
Today I will talk about the quality of potatoes. We eat potatoes every day but many of us don't know how to use them. There are both advantages and disadvantages to eating potatoes. The following is about potatoes:
1. In case of constipation, 100 grams of potatoes should be boiled in rice or boiled in water, peeled and mixed with salt, and eaten 3 times a day with rice or bread.
2. If you have a slight cough and a mild cold, then wash 20-25 grams of raw soft potato, cut it into small pieces, boil it in 2 cups of water, lower it to half a cup, strain it, mix salt and drink it twice a day like hot tea.
3. 6-7 months after delivery, potato-carrot and onion stew can be eaten twice a day to reduce breast loss.
4. In the case of anorexia nervosa, it is beneficial to fry the young leaves and soft tips of the potato plant with rice or bread once a day for 15 days.
5. If any place is burnt in the fire, it is useful to crush the potato and mix it with honey.
6. Semen enhancer, breast milk enhancer, excretory, and tonic. Small potato diarrhea, urinary incontinence, edema, inflammatory. Red potato buck's cough - soothing and tonic.
7. Potatoes should be peeled after boiling. However, it is not good to eat more potatoes for those who are suffering from heartburn or diabetes.
The article will be useful to you. Please stay by the side of compassionate people without neglecting anyone. Thanks.
Comments