করোলা হতে রোগ মুক্তি।

 নানা রোগে করোলার উপকারিতা জেনে নিন- 




করোলা ছবি:

করলা এক প্রকার ফল জাতীয় সবজি ও লতা জাতীয় উদ্ভিদ। করোলায় অনেক ঔষুধী গুণ রয়েছে। নিম্নে এর গুণাগুণ দেওয়া হল:

১। করোলার পাতা মূত্র বৃদ্ধি করে, জ্বর সারায়, কৃমি নাশ করে। ওষুধ হিসেবেও এর অনেক গুণ আছে।
২। বিখ্যাত প্রাচীন বৈদ্য সুশ্রুতের মতে করোলার পাতা জোলাপের কাজ করে এবং প্রয়োজনে বমিও করায়।
৩। করোলা পাতার রস নুন মিশিয়ে খাওয়ালে পিত্তের বিষ বমন ও মলত্যাগ দ্বারা বেরিয়ে যায়।
৪। ম্যালেরিয়ার করোলা পাতার রস শরীরে লাগালে এবং সাড়ে তিনটি করোলার পাতা ও তিনটি আস্ত গোলমরিচ একসঙ্গে পিয়ে নিয়ম করে খেলে উকার পাওয়া যায়।

৫। করোলার ফুল বা পাতা ঘিয়ে ভেজে বা কাঁচাই নুন মিশিয়ে খেলে অম্লপিত্তের জন্যে যদি ভাত খাওয়ার পরই বমি হয়ে যায় তাহলে তার নিবারণ হয়।

৬। তিনটি করোলা বিচি ও তিনটি গোলমরিচ একসঙ্গে অল্প জল দিয়ে পিষে খাওয়ালে বাচ্চাদের বমি বন্ধ হয়।৬ দিন খাওয়াতে হবে।

৭। করোলার রস এক চামচ নিয়ে তাতে অল্প চিনি মিশিয়ে নিয়মিত খেলে অর্শ ও অর্শ থেকে রক্তা পড়া বন্ধ হয়।
 

গাছগাছড়া দ্বারা রোগ ছাড়ালে ঈশ্বর তিনিও দয়া করে আজকাল সবাই অনলাইন দেখে থাকেন  তাই অনুরোধ করবো লেখাটি শেয়ার করুণ এবং মানুষের উপকার করুণ। ধন্যবাদ।


Learn the benefits of the corolla in various diseases-

Kerala is a type of fruit, vegetable, and herbaceous plant. Corolla has many medicinal properties. The following are its merits:
1. Corolla leaves increase urine, cure fever, and kill worms. It also has many benefits as a medicine.
2. According to the famous ancient physician Sushruta, corolla leaves act as a laxative and also cause vomiting if necessary.
3. When corolla leaf juice is mixed with salt, bile poison is expelled by vomiting and defecation.
4. Malaria corolla leaf juice is applied to the body and three and a half corolla leaves and three whole peppercorns are drunk together.
5. Corolla flowers or leaves are fried or mixed with raw salt to cure nausea and vomiting after eating rice.
6. Three corolla beeches and three black peppers are crushed together with a little water to stop vomiting in children. It should be fed for 7 days.
7. Hemorrhoids and bleeding from hemorrhoids are stopped by taking a spoonful of corolla juice and mixing a little sugar in it.
 

God forbid if the disease is cured by the plants, please see it all online nowadays, so I request you to share the article and benefit the people. Thanks.

Comments