১০০% উপকার পাবেন শিউলিতে ।

 শিউলি পাতার রসে অনেক ঔষুধী গুণাগুণ জেনে নিন ছবিতে ক্লিক 

শিউলি পাতার ছবি:

আজ আমি শিউলির পাতার  এক চমৎকার গুণাগুণ সর্ম্পকে আপনাদের মাঝে বলবো আমি নিজেও এর ব্যবহার করি এবং আমার বাচ্চাকে আজও প্রতিদিন সকালে উঠে খালি পেটে অল্প হলেও খাওয়াতে চেষ্টা করি। 

১। খালি পেটে শিউলি গাছের পাতার রস খেলে কফের সমস্যা দূর হবে। যদিও এর রস অত্যন্ত তেতো কিন্তু এটি নিয়মিত খেলে কাশি ও কফ দুটোই দূর হবে। 

২। সাইটিকার ব্যথা কমাতে শিউলির পাতা কার্যকর।

৩। প্রতিদিন নিয়ম করে সকালে খালি পেটে রস খেলে ছোট ছোট কৃমি আর হবে না।

৪। প্রতিদিন একটু শিউলি পাতা থেতো করে তা বাচ্চাদের  মুখে রাখলে কোনো প্রকার দাঁতে পোকা অথবা কোনো রোগ হবে না গ্যারান্টি দিচ্ছি।

৫। শিউলি পাতার রসে আপনার শরীরের রক্ত পরিস্কার করবে এবং শরীর মন দুটোই ভালো রাখবে।

৬। এই পাতার সব চেয়ে বড় ক্ষমতা হলো রাত্রের জ্বর চিরতরে বিদায় করে দিবে। যদি বিশ্বাস করে এই শিউলি পাতার রস নিয়মিত খেতে পারেন বা খাওয়াতে পারেন।

লেখাটি ছোট হলেও অনেক কার্যকরী তাই দয়া করে  শেয়ার করুণ এবং নিজেও পড়ুন অন্যদেরকে জানতে উৎসাহ যোগান দেখবেন আপনার মূল্য হবে। আমি যা কিছু লিখি তা আপনাদের কাছ থেকেই আমার শেখা।সকলকে ধন্যবাদ।


Click on the picture to know the many medicinal properties of hyacinth leaf juice

Today I will tell you about one of the wonderful qualities of hyacinth leaves. I use it myself and I still get up every morning and try to feed my baby on an empty stomach.

1. Eating the juice of the leaves of the hyacinth tree on an empty stomach will cure the problem of phlegm. Although its juice is very bitter if you play it regularly, both cough and phlegm will go away.

2. Hyacinth leaves are effective in reducing sciatica pain.

3. If you eat juice on an empty stomach in the morning as a rule every day, there will be no more small worms.

4. I guarantee that there will be no tooth decay or any disease if you put a little hyacinth leaf in the mouth of children every day.

5. The juice of hyacinth leaves will cleanse the blood of your body and keep both body and mind well.

6. The greatest power of this leaf is to get rid of night fever forever. If you believe you can eat or drink this hibiscus leaf juice regularly.


The article is short but very effective so please share and read it yourself. Encourage others to know you will be worth it. I learned everything I write from you. Thank you all.

Comments