কাগজি লেবুতে সবচেয়ে বেশি প্রাকৃতিক গুন বা ঔষুধ রয়েছে-- ছবিতে ক্লিক করুণ কাগজি লেবুর ছবিঃ আজ আমি বলবো কাগজি লেবু কেন খাবেন। এবং এর উপকারিতা কি কি? ১। সকাল বেলা খাওয়ার আগে খালি পেটে একটা কাগজিলেবুর রস গরম জলে মিশিয়ে খেলে লিভারের দোষ ও পিত্তের দোষ সারে। ২। এক পেয়ালা কড়া- চায়ে একটা কাগজিলেবু রস মিশিয়ে খেলে মাথা সারে ও মন চাঙ্গা হয়ে ওঠে। ৩। কাগজিলেবুর রস বহুমূত্র রোগে উপকারী। ৪। স্কার্ভি ও অস্থিসংক্রান্ত রোগে টাটকা লেবুর রসই মহৌষধি। ৫। কয়েক ফোঁটা কাগজিলেবুর রস জলে মিশিয়ে পান করলে চোখের জ্যেতি বাড়ে। ৬। শীকালে হাত-প জ্বালা করলে বা ত্বক বা চামড়া ফেটে গেলে গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাখলে উপকার পাওয়া যায়। ৭।চুলকানীতে গায়ে সূর্য বেশি তাপ লেগে গেলে যে কষ্ট হয় তাতে লেবুর রস বিশেষ উপকারী। ৮।বিছে বা বিষাক্ত পোক যে জায়গায় কামড়েছে লেবু ঘষলে সেই জায়গায় জ্বালা কমে যায়। ৯। লেবু আর পেঁয়াজের রস ঠান্ডা জলে গুলে খেলে বদহজমের জন্যে যে পেটের অসুখ তাতে উপাকার হয়। আমার এই লেখাটি আপানাদের সত্যি উপকার হবে। দয়া করে আমাকে একটু আর্শিবাদ করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। Lemon...
আমার এই ব্লগটির নাম প্রাকৃতিক চিকিৎসা। প্রাকৃতিক গাছগাছরা এবং প্রাকৃতিক খাবার মাধ্যমে কিভাবে মানুষের রোগ সারানো যায় সেটা নিয়ে লেখালেখি করি এবং বলার চেষ্টা করি। আমার ইচ্ছা যে, মানুষকে সেবা দিয়ে মানুষের পাশে থাকা। তাছাড়া মানুষ উপকার হলে আমিও উপকৃত হবো। আমার এই পেইজটি দেখলে 100% মানুষ উপকৃত হবেই হবে।