সর্তক থাকুন ডেঙ্গু থেকে বাঁচতে।
ডেঙ্গু থেকে বাঁচতে যা করবেন ছবিতে ক্লিক করুন-
প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও কম নয়। এই রোগের জন্য দায়ী এডিস মশা। এই মশা কামড়ালে হতে পারে ডেঙ্গু। প্রতিবছর বর্ষাকালে বাড়ে এর প্রাদুর্ভাব। ডেঙ্গুর উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, পেশি ব্যথা, শরীর ব্যথা, দুর্বলতা ইত্যাদি। এতে আক্রান্ত হলে তা বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে ডেঙ্গু থেকে বাঁচতে মেনে চলতে পারেন কিছু সাবধানতা-
মশা তাড়ানো গাছ রাখতে পারেন
মশা দূরে রাখার জন্য যেসব চেষ্টা করতে পারেন তার মধ্যে একটি হলো গাছ লাগানো। এটি একটি কার্যকরী ও স্বাস্থ্যকর উপায়। মশা দূরে রাখে এমন গাছ ঘরে ও ঘরের আশেপাশে রোপন করুন। লেমনগ্রাস, তুলসি, সিট্রোনেলা ইত্যাদি গাছ লাগাতে পারেন।
ঘরোয়া উপায়
মশা থেকে বাঁচতে বেছে নিতে পারেন বিভিন্ন ঘরোয়া উপায়। ঘরে থাকা বিভিন্ন উপাদান দিয়ে সহজেই দূর করতে পারবেন মশা। মৃদু কর্পূর, সরিষার তেলের সঙ্গে মেশানো ক্যারোম সিড বা আজওয়াই ইত্যাদি মশা তাড়াতে ব্যবহার করতে পারেন। নিমের ও ল্যাভেন্ডার তেল, ইউক্যালিপ্টাস অয়েলও এক্ষেত্রে উপকারী।
জল যেন জমে না থাকে
মশার বংশবিস্তারের সবচেয়ে সুবিধাজনক স্থান হলো জমে থাকা জল। বৃষ্টির কারণে অনেক জায়গায় জল জমে থাকতে পারে। তা অপসারণ করতে হবে। কোনো রকম জলাবদ্ধতা হতে দেওয়া যাবে না। মশার উপদ্রব থেকে বাঁচতে জমে থাকা জল অপসারণ করুন। অনেকে গাছের টবে অতিরিক্ত জল দিয়ে রাখেন। এমনটা করা যাবে না।
দরজা-জানালা বন্ধ
দিনের শেষে এবং রাতেই মশার উপদ্রব বেশি হয়। তাই এই সময় ঘরের দরজা জানালা বন্ধ রাখলে মশা ঢুকতে পারবে কম। পাশাপাশি জানালা ও দরজার ‘মসকিউটো নেট’ লাগানো যেতে পারে।
বদ্ধ জল অপসারণ
মশার বংশবিস্তারের আদর্শ স্থান হল জমে থাকা জল। বৃষ্টির দিনে জলাবদ্ধতা বাড়ে, ফলে মশার বংশবিস্তারের স্থানও বাড়ে। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে অবশ্য করণীয়গুলোর মধ্যে অন্যতম হল যেসব জায়গায় জল জমে থাকতে পারে সেগুলো পরিষ্কার করে ফেলা। পাশাপাশি গাছে বেশি জল দেওয়া যাবে না।
আপনি মানুন এবং এই সুন্দর টিপসটা পরিবার পরিজনকে জানিয়ে দিন। দয়া শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।
What you can do to survive dengue, click on the image-
The number of new victims is increasing every day. The number of deaths due to dengue fever is not less. The Aedes mosquito is responsible for this disease. This mosquito bite can cause dengue. Its prevalence increases every year during the monsoon season. Symptoms of dengue include fever, muscle aches, body aches, weakness, etc. When it is infected, it becomes a cause of suffering. But there are some precautions you can take to survive dengue.
Can keep mosquito repellent trees One of the best ways to keep mosquitoes away is to plant trees. This is an effective and healthy way. Plant mosquito repellents in and around the house. You can plant lemongrass, basil, citronella, etc.
Domestic way There are various home remedies you can choose to avoid mosquitoes. Mosquitoes can be easily removed with different ingredients in the house. Mild camphor, carom seeds, or ajwain mixed with mustard oil can be used to repel mosquitoes. Neem and lavender oil, eucalyptus oil are also useful in this case.
Water should not be frozen The most convenient breeding ground for mosquitoes is stagnant water. Rain can cause waterlogging in many places. It must be removed. No waterlogging can be allowed. Remove stagnant water to avoid mosquito infestation. Many put extra water in tree tubs. That cannot be done.
Doors and windows closedMosquito infestation is more at the end of the day and at night. So if you keep the door and window of the house closed at this time, less mosquitoes will be able to enter. Mosquito nets can be installed on windows and doors as well.
Removal of stagnant water The ideal breeding ground for mosquitoes is stagnant water. Rainy days increase waterlogging, which in turn increases mosquito breeding grounds. So to avoid mosquito infestation, one of the things to do is to clean the places where water may have accumulated. Besides, the trees cannot be watered too much.
You agree and share these beautiful tips with your family. Please share and comment. Thanks.
Comments