প্রতিদিন শালগম খাওয়ার উপকারিতা।
শরীর সু্স্থ ও সবল রাখতে এই সবজিতে রয়েছে নানান পুষ্টিগুণ।জেনে নিন ছবিতে ক্লিক করুন-
শীতের সবজি শালগম। শালগম ভিটামিন এ, সি এবং কে সমৃদ্ধ। এছাড়াও এতে আছে খনিজ উপাদান- ক্যালসিয়াম, ফোলায়েট, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম।
পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে শালগমের উপকারিতা সম্পর্কে জানানো হল।
হাড় ও দাঁত সুস্থ রাখে: শালগমে আছে ক্যালসিয়াম। যা হাড় ও দাঁত সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিটা শালগমে দৈনিক চাহিদার ১৫ শতাংশ ক্যালসিয়াম থাকে। যা দাঁতের ক্ষয়, অস্টিওপোরোসিস ও অস্টিওআর্থ্রাইটিস থেকে রক্ষা পেতে সহায়তা করে।
হজমে সহায়তা: শালগমে ৫০ শতাংশই আঁশ। তাই প্রতিদিন খাবারে শালগম যোগ করা হলে তা হজমে সহায়তা করে ও বিপাক বাড়ায়। এছাড়াও, এতে কার্বোহাইড্রেইটের জটিল যৌগ থাকায় তা দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয়।
চোখের স্বাস্থ্য: শালগম ভিটামিন এ এবং লুটেইন সমৃদ্ধ। যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এটা দৃষ্টিশক্তি ভালো রাখে। ছানি, গ্লুকোমা, ম্যাকুলার অবক্ষয় ইত্যাদি থেকে রক্ষা পেতে সাহায্য করে।
হৃদয় ও রক্তের স্বাস্থ্য: শালগমে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা হৃদপিণ্ড ও রক্ত ভালো রাখতে সহায়তা করে। লোহিত রক্ত কণিকা, হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে। দৈনিক দুটি শালগম খাওয়া শরীরে হিমোগ্লবিনের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে।
জননস্বাস্থ্য: এটা ফোলাট বা ভিটামিন বি-নাইন’য়ের ভালো উৎস, যা গর্ভবতীদের জন্য জরুরি। এটা কোষের স্বাস্থ্য ও মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা ঠিক রাখতে সহায়তা করে।
লেখাটি পড়ে একটু উপকার হলে কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
To keep the body healthy and strong, this vegetable has various nutritional properties. Click on the picture to know-
Winter vegetables are turnips. Turnips are rich in vitamins A, C, and K. It also contains minerals - calcium, folate, magnesium, phosphorus, and potassium.
The benefits of turnips are reported in a report published on a nutrition website.
Keeps bones and teeth healthy: Turnips contain calcium. Which helps keep bones and teeth healthy. Each turnip contains 15 percent of the daily requirement of calcium. Which helps protect against tooth decay, osteoporosis, and osteoarthritis.
Digestive aid: Turnips contain 50% fiber. Therefore, adding turnip to the diet every day helps in digestion and increases metabolism. Also, it contains complex compounds of carbohydrates which makes it feel full for a long time.
Eye Health: Turnips are rich in Vitamin A and Lutein. Which helps in maintaining good eye health. It keeps the eyesight good. Helps to protect against cataracts, glaucoma, macular degeneration, etc.
Heart and Blood Health: Turnips are rich in Vitamin K which helps in maintaining a good heart and blood. Red blood cells regulate hemoglobin levels. Eating two turnips daily helps to maintain hemoglobin levels in the body.
Reproductive Health: It is a good source of folate or vitamin B-nine, which is important for pregnant women. It helps maintain cell health and mitochondrial function.
If you find it useful to read the article, please comment and share it with everyone.
- Get link
- X
- Other Apps
Comments