রোগ সারাতে তেলাকুচো পাতা এবং এর ঔষধি গুন।

রোগ সারাতে তেলাকুচো পাতা এবং এর ঔষধি গুন সম্পর্কে জানুন।
তেলাকুচো লতার ছবিঃ
তেলাকুচা একপ্রকারের ভেষজ উদ্ভিদ। গ্রামবাংলার ঘরে ঘরে চারপাশে এই গাছ দেখতে পাওয়া যায়। স্থানীয়ভাবে একে কুচিলা', তেলা, তেলাকচু, তেলাহচি, তেলাচোরা কেলাকচু, তেলাকুচা বিম্বী ইত্যাদি নামে ডাকা হয়। অনেক অঞ্চলে এটি সবজি হিসেবে খাওয়া হয়। গাছটির ভেষজ ব্যবহারের জন্য এর পাতা, লতা, মূল ও ফল ব্যবহৃত হয়। নিম্নে তেলাকুচো এর উপকারিতা সর্ম্পকে দেওয়া হলঃ
১। পিত্তির রোগ ও নাক মুখ দিয়ে রক্ত পড়া সারায়, বায়ু দূর করে।
২। তেলাকুচোও মল নিঃসসারণ করায়। অরুচি নাশ করে। শ্বাসের কষ্ট, কাশি ও জ্বর সারিয়ে তোলে। বমিভাব দূর করে। স্বাদে তেতো হওয়ার জন্যে খিদে বাড়িয়ে দেয়।
৩। রক্তবিকার অর্থাৎ দোষ শোধন করে।
৪। বমন করাবার শক্তি আছে।
৫। কফ এবং জন্ডিস রোগ আরোগ্য করে।
৬। এই গাছের মূল বমি করায় এবং জোলাপের কাজও করে।
৭। শোথ রোগ সারিয়ে দেয়।
৮। ডায়বেটিস রোগের পক্ষে তেলাকুচোর পাতা অত্যন্ত উপকারী ও হিতকর। প্রতিদিন নিয়ম করে শুকনো পাতা চূর্ণ বা টাটকা পাতার রস খেলে উপকার পাওয়া যাবেই।
৯। তেতো তেলাকুচোর মূলের চূর্ণ খাওয়ালে প্রস্রাবের সঙ্গে শ্বেত পদার্থ বেরিয়ে যাওয়া বন্ধ হয়।
১০। কোনো কারণে জিভ যদি কেটে যায় তাহলে তেলাকুচো চিবিয়ে সেই রস মুখে রাখলে উপকার হয়।
১১। বিছে কামড়ালে তেতো তেলাকুচা পাতার রসের প্রলেপ দিলে জ্বালা বন্ধ হয়।
১২। তেতো তেলাকুচোর মূলের একটি বিশেষ ‍উপকারিতা আছে। এটি জোলাপের কাজে লাগে।
১৩। তেলাকুচো পাতার রস বা পাতার পুলটিস তৈরী করে ফোঁড়া সারে 
১৪। বৈজ্ঞানিক মতে তেলাকুচোর প্রভাব জ্ঞানেন্দ্রিয় ও মূত্রাশয়ের ওপর আছে, বিশেষ করে শরীর স্নিগ্ধ করে, মূত্র ও রক্তের পরিমাণ বাড়িয়ে দেয়।
১৫। এই শ্রেনীর অন্য তরকারির মধ্যে তেলাকুচোর পুষ্টির্মূল্য অনেক বেশি, তাই তেলাকুচো পাতা প্রতিদিন খাবেন।

আশা করি আমার এই লেখাটি সবার জন্য উপকারে আসবে। একদিন মানুষ এই লেখাটি পড়বেন ঠিক তখন সঠিক কিছু জানতে পারবে। দয়া করে লাইক ও শেয়ার করবেন। মানুষের মঙ্গল হবে। আরো আমার অনেক ঔষুধী সর্ম্পকে আমার পোস্ট গুলো দেখবেন অন্য লোকদের উৎসাহিত করবেন এই আমার অনুরোধ। 

 Learn about Telakucho leaves and its medicinal properties to cure diseases.
Photo of TelakuchoLata

Telakucha is a kind of medicinal plant. This tree can be seen around every house in rural Bengal. Locally it is called Kuchila ', Tela, Telakchu, Telahachi, Telachora Kelakchu, Telakucha Bimbi etc. In many areas it is eaten as a vegetable. The leaves, vines, roots and fruits of the tree are used for medicinal purposes. The following are the benefits of Telakucho:
1. Heals biliary diseases and bleeding through the nose and mouth, removes air.
2. Telakucho also excretes feces. Destroys distaste. Cures shortness of breath, cough and fever. Eliminates nausea. Increases appetite for being bitter in taste.
3. Hemorrhage.
4. Has the power to vomit.
5. Cures cough and jaundice.
6. The root of this tree causes vomiting and also acts as a laxative.
7. Cures edema. 
8. Telakucho leaves are very useful and beneficial for diabetes. Rules every day 
You can get benefits by crushing dried leaves or drinking fresh leaf juice.

9. Eating the powder of bitter telakucho root stops the excretion of white matter with urine. 10. If the tongue is cut for any reason, it is beneficial to chew the telakucho and put the juice in the mouth. 11. When the bite is bitten, apply the juice of bitter telakucha leaves and the irritation stops. 12. Bitter telakucho root has a special advantage. It is used for laxatives.

13. Telakucho leaves juice or leaf poultice to cure boils 14. According to scientists, telakucho has an effect on the senses and bladder, especially to soften the body, increase the amount of urine and blood. 15. Telakucho has a higher nutritional value than other vegetables in this category, so eat telakucho leaves every day.

I hope this article will be useful for everyone. One day people will know exactly what to read. Please like and share. People will prosper. This is my request to encourage other people to see my posts about many more medicines.

Comments