হরতকি মানবদেহের জন্য মহাষৌধ।

হরতকি মানবদেহের জন্য মহাষৌধ- ছবিতে ক্লিক করুণ যানতে পারবেন।

হরতকি ফল ছবিঃ

হরতকি নামটির সঙ্গে প্রায় সকলেই পরিচিত। আয়ুবের্দীয় চিকিত্‍সা শাস্ত্রে উল্লেখযোগ্য ভেজষ উদ্ভিদ হলো ত্রিফলা। এর মধ্যে গুরুত্বপূর্ণ ও পরিচিত একটি ফল হলো হরতকি। ভেজষ শাস্ত্রে হরতকির রয়েছে বিশেষ গুণ ও উপকারিতা। আয়ুবের্দ চিকিত্‍সা শাস্ত্রে, তেঁতো স্বাদের ছোট এ ফল মানব দেহের জন্য মহাষৌধ হিসেবে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। হরতকি কেন খাবেন, খেলে কী কী উপকার হবে? সেসব সম্পর্কে জেনে নিন-

হরতকি ফলটি ট্যানিন, অ্যামাইনো এসিড, ফুট্রোজ ও বিটা সাইটোস্টাবেল সমৃদ্ধ। এটি দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একেই সঙ্গে এটি মানব দেহের শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমাতে বেশ কার্যকর। হরতকি হৃদপৃন্ড ও অন্ত্রের অনিয়ম দূর করতে বিশেষভাবে সাহায্য করে থাকে। এটি পরজীবী নাশক, পরিবর্তন সাধক ও অন্ত্রের খিঁচুনি রোধক ও স্নায়ুবিক শক্তি বর্ধকও বটে। হরতকি কোষ্ঠকাঠিণ্য দূর করে। স্নায়ুবিক দুর্বলতা, অবসাদ ও অধিক দুর্বলতার চিকিত্‍সাতেও ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও আরও প্রচুর উপকারিতা রয়েছে হরতকির।

এই ফলটিতে অ্যান্থাইন কুইনোন থাকার কারণে এটি রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ। কোষ্ঠকাঠিণ্য দূর করে হরতকি। অ্যালার্জি দূর করতে বিশেষ উপকারি হলো হরতকি। জলের মধ্যে হরতকি ফুটিয়ে সেই জল খেলে শরীরের অ্যালার্জি কমে যেতে পারে। হরতকির গুঁড়ো নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে ঠান্ডা করে মাথায় লাগাতে পারেন। তবে চুল খুবই ভালো থাকবে। এর গুঁড়ো জলে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এছাড়াও ঠান্ডার মধ্যে অনেকেরই গলা ব্যথা হয়ে থাকে বা অ্যালার্জিতে মুখ ফুলে যায়। এ ধরণের সমস্যা হলে হরতকি জলে ফুটিয়ে সেই জল পান করলে অনেকটা আরাম পাবেন।

এমনকি দাঁতের ব্যথাও ভীষণ আরাম দিতে পারে হরতকি। দাঁতের ব্যথা হলে হরতকি গুঁড়ো লাগালে ব্যথা দূর হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে বিট নুণের সঙ্গে দুই গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরীতকীর গুঁড়ো মিশিয়ে খেলে অনায়েসেই পেট পরিষ্কার হয়ে যাবে। সামান্য তেঁতো ও আকারে ছোট হলেও অনেক ভেজষ গুণে ভরপুর হলো হরতকি। মনে রাখা ভালো, হরতকি ফলটি মানব দেহে প্রবেশ করলেই উপকারিতা পাওয়া যায়। এটা এমনই একটি ফল যা শরীরে কোনো ক্ষতি করে না বরং উপকারই করে থাকে। তবে হরতকিতে কারো কোনো সমস্যা থাকলে বা ত্বকের কোনো জটিল রোগ হলে চিকিত্‍সকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন।

সবাই ভালো থাকবেন। আমার লেখাটি লাইক এবং শেয়ার করুণ। মানুষের উপকার করুণ আপনার পরিবারের সবাই জানুক। ধন্যবাদ।


Harataki Mahasaudha for human body -

Almost everyone is familiar with the name Haratki. Triphala is a significant medicinal plant in Ayurvedic medicine. One of the most important and well-known fruit is hartaki. Hartaki has special qualities and benefits in herbal medicine. In Ayurvedic medicine, this small fruit with bitter taste is a great medicine for the human body As has been used for ages. Why eat harataki, what will be the benefits of playing? Find out about them-The hartaki fruit is rich in tannins, amino acids, fructose and beta cytostable. It cleans the intestines of the body and at the same time it also helps in increasing the strength of the human body. It is quite effective in reducing blood pressure and intestinal cramps. Hartaki is especially helpful in relieving heart and intestinal disorders. It is a parasitic killer, a change agent and also prevents intestinal cramps and boosts nervous energy. Hartaki relieves constipation. Nervous weakness, fatigue and more It is also used to treat weakness. There are also many other benefits to hartaki.This fruit is rich in laxative properties due to the presence of anthin quinone. Harataki eliminates constipation. Haratki is especially useful for relieving allergies. Boiling water in water and drinking that water can reduce the body's allergies. You can boil the hartaki powder with coconut oil and apply it on the scalp. However, the hair will be very good. Its powder is mixed with water on the skin Brightness will increase. Many also have a sore throat or swelling of the mouth due to allergies. If you have this kind of problem, you will get a lot of relief by drinking boiled water.Even toothache can be a great relief. If you have a toothache, you can get rid of it by applying hartaki powder. Before going to bed at night, mix two grams of clove or cinnamon with beet salt and play with green chilli powder to clear the stomach effortlessly. A little bitter Although small in size, it is full of many medicinal properties. It is good to remember that the benefits can be obtained only when the hartaki fruit enters the human body. It is a fruit that does no harm to the body but benefits. However, if there is any problem in the hartaki or any complex skin disease, use it with the advice of a doctor.

All will be well. Please like and share my article. Let everyone in your family know how to benefit people. Thanks.






 





Comments