করোনা থেকে বাঁচার উপায়।

করোনা থেকে বাঁচার উপায়-- ছবিতে ক্লিক করুণ জানতে পারবেন

করোনার ছবিঃ
প্রকৃত তথ্য জেনে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করে নিজেকে এবং আপনার চারপাশের মানুষদের সুরক্ষিত রাখুন। আপনার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া পরামর্শ মেনে চলুন।মাস্ক পরে থাকুন আপনার হাত পরিষ্কার রাখুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
COVID-19-এর সংক্রমণ প্রতিরোধ করতে:
আপনার হাত প্রায়শই পরিষ্কার করুন। সাবান এবং জল বা অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ডওয়াশ ব্যবহার করুন।
কাশি বা হাঁচি হচ্ছে এমন ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে মাস্ক ব্যবহার করুন।
আপনার চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না।
কাশি বা হাঁচির সময় আপনার নাক এবং মুখটি কনুই ভাঁজ করে বা টিস্যু দিয়ে কভার করুন।
অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন।
জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিন।
আগে থেকে কল করে নিলে আপনার স্বাস্থ্যসেবা সরবরাহকারী দ্রুত আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত যথাযথ সুবিধা দিতে পারবে। এর ফলে আপনি সুরক্ষিত থাকবেন এবং ভাইরাস ও অন্যান্য সংক্রামকের সংক্রমণ প্রতিরোধ করবে।
মাস্ক
মাস্ক ব্যবহার করলে, তা মাস্ক পরা ব্যক্তির থেকে অন্যদের কাছে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে। শুধু মাস্ক ব্যবহার করলেই COVID-19-এর সংক্রমণ প্রতিরোধ করা যাবে না এবং তার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং হাত ধুতে হবে। আপনার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রদত্ত পরামর্শ মেনে চলুন।

করোনার টিপসঃ
১।নিসিন্দা পাতা শুকিয়ে গুঁড়া করে ১ চা-চামচ।
২।সাথে ব্ল্যাক টি ২ চামচ।
সবাই ভালো থাকেন এই কামনা করি আমার পরিবারের জন্য আর্শিবাদ করবেন। এবং লাইক শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দিন। ধন্যবাদ।
          
Learn how to avoid corona--
Corona's picture

Protect yourself and the people around you by knowing the facts and taking appropriate precautions. Follow the advice given by your local health authority. Stay after the mask Keep your hands clean Keep a safe distance.
To prevent COVID-19 infection:
Clean your hands often. Use handwash that contains soap and water or alcohol.
Maintain a safe distance from the person coughing or sneezing.
Use a mask if distance is not possible.
Do not touch your eyes, nose or mouth.
When coughing or sneezing, fold your nose and mouth with your elbows or cover with tissue.
If you feel sick, stay at home.
Consult a doctor if you have fever, cough and shortness of breath.
If you call in advance, your healthcare provider will be able to give you the appropriate health benefits quickly. This will keep you safe and prevent infections from viruses and other infectious diseases.

Mask Using a mask can help prevent the spread of the virus from a person wearing a mask to others. Using a mask alone will not prevent COVID-19 infection, and it is important to maintain a physical distance and wash your hands. Follow the advice given by your local health authority.

Coroner Tips:
1. Dry Nisinda leaves and powder 1 teaspoon.
2. With 2 teaspoons of black tea.
I wish you all the best and bless my family. And let everyone know by sharing the likes. Thanks.

Comments