মনসা গাছ এর ঔষধি গুণ ও উপকারিতা।
মনসা গাছ এর ঔষধি গুণ ও উপকারিতা- ছবিতে এখানে ক্লিক করুণ।

বাংলাদেশে প্রায় সব এলাকাতে মনসা গাছ দেখতে পাওয়া যায়। বাংলায় মনসা গাছ কে দেবীরূপে পূজা করা হয়।এই গাছ বেশি উঁচু ও ডালপালাযুক্ত হয় না।
মনসা গাছের গায়ে ও ডালে ছোট ছোট অসংখ্য কাঁটা হয়। যে মনসা গাছে বেশি ঘন কাঁটা থাকে সে গাছের আঠাই বেশি ভেষজ গুণ সম্পন্ন হয়।এ গাছ কাটলে বা এর পাতা কাটলে বা এর পাতা ভাঙলে দুধের মতো সাদা আঠা বেরুতে থাকে। শিগিগিরই এই আঠা শুকিয়ে যায়।বসন্তকালে হলুদ রঙের ছোট ছোট ফুল হয়। আবার এ বসন্ত ঋতুর শুরুতেই গাছে ছুরি বা কাটারি দিয়ে আঘাত করে তরুক্ষরি সংগ্রহ করা হয়।মনসা গাছের মূল, কাণ্ড, পাতা ও শুকনো আঠা নানা রকম ঔষধরূপে ব্যবহার করা হয়।এখন মনসা গাছের বিভিন্ন ঔষধি গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা জানব-
বাত নিরাময়েঃ
মনসার পাতাকে আগুনে ঝলসে নিতে হবে। এরপর রস দু চার ফোঁটা অল্প দুধে মিশিয়ে দুই বেলা খেলে বাত ব্যাথায় ভালো উপকার পাওয়া যায়।
চোখের পিচুই পড়া নিরাময়েঃ
মনসার পাতার কাজল তৈরী করে তা শিশুদের চোখে লাগালে চোখে পিচুই পড়া বন্ধ হয়ে যাবে।
মাথার চুল গজাতেঃ
মনসা গাছ এর আঠা অল্প নারকেল তেল সহযোগে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না চটচটে ভাব হচ্ছে। পরে সেটাকে শিশিতে ভরে রেখে দিতে হবে।এই তেল ”এলোপেসিয়া এরিয়েটা” নামক বিক্ষিপ্ত টাকে একদিন অন্তর লাগালে চুল গজায়।
হুপিং কাশি নিরাময়েঃ
মনসার পাতা আগুনে সেঁকে চেপে রস বের করে চিনি মিশিয়ে খেলে কয়েকদিনের মধ্যে হুপিং কাশি নিরাময় হয়ে যাবে।
আয়ুর্বেদিক তেল তৈরীতেঃ
মনসার আঠা দিয়ে বিশেষ এক রকম আয়ুর্বেদিক তেল তৈরী করা হয়। এই তেল নানা ধরনের উপকার করে থাকে।তেল তৈরির নিয়ম হলো ২০ থেকে ২৫ গ্রাম তিল বা নারকেল তেল একটা লোহার হাতায় করে আগুনে চড়িয়ে, গরম হরে তার সাথে ২৫ থেকে ৩০ গ্রাম মনসার আঠা অল্প অল্প করে মিশিয়ে নাড়তে নাড়তে যখন ওটা চটচটে হয়ে যাবে, তখন ওটা নামিয়ে শিশিতে বা কোটাতে পুরে রাখতে হবে।যেখানে টাক হয়েছে কেবল সেখানেই লাগাতে হবে। তবে ১ দিন অন্তর; কিছুদিন পর ওখানে নতুন চুল বেরো হবে।
অর্শ্ব রোগ নিরাময়ঃ
প্রথমে মনসা গাছ এর গোড়ার অংশ টুকরো টুকরো করে কেটে পুড়িয়ে নিতে হবে।মনসার আঠা সহযোগে পুনরায় পুড়িয়ে মলম তৈরী করে লাগালে অর্শ্ব রোগ উপশম হয়।
এই করোনাকলীন সবাই ভালো থাকবেন এই কামনা করি। দয়া করে সবাই লাইক এবং শেয়ার করুণ। ধন্যবাদ।
Medicinal properties and benefits of Manasa tree

Mansa trees are found in almost all areas of Bangladesh. In Bengal, the Manasa tree is worshiped as a goddess.
There are innumerable small thorns on the body and branches of Manasa tree. Manasa tree which has more dense thorns, the gum of the tree has more medicinal properties. When this tree is cut or its leaves are cut or its leaves are broken, white gum like milk comes out. This glue dries quickly. In spring there are small yellow flowers. At the beginning of this spring season, tarokshari is collected by hitting the tree with a knife or cutter. The roots, stems, leaves and dried gum of the mansa tree are used in various medicinal forms. Now we will know about the various medicinal properties and benefits of the mansa tree.
The gum of Manasa tree should be boiled with a little coconut oil till it feels sticky. Then you have to put it in a bottle. If you apply this oil called "Alopecia areata" every one day, hair will grow.
Whooping cough is cured
Healing of hemorrhoids
First, the base part of the mansa tree should be cut into pieces and burnt.
I wish you all the best in this coronal. Please everyone like and share. Thanks.
Comments