ঔষুধি গুণে ভরা নিশিন্দা ।

 

 নিশিন্দা সর্ম্পকে জেনে রাখুন ঔষুধি গুণে ভরা নিশিন্দা।এখনই ছবিতে ক্লিক করুণ।


নিশিন্দা গাছের ছবিঃ

ঔষধি গাছ নিশিন্দা যার শাখার ডগায় এক গোছা খুব ছোট আকারের ফুল। মূলত এটি ছোট আকারের বৃক্ষ অথবা একটি বড় ধরনের গুল্ম। লম্বা পাঁচথেকে সাত মিটার যা তিন থেকে পাঁচ ফলক বিশিষ্ট হয়ে থাকে। একেকটি পাতা দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত লম্বা। ছোট আকারের বেগুনি রঙা ফুল। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে নিশিন্দা গাছে ফুল ফুটতে দেখা যায়। এটি একটি কার্যকর ঔষধি গাছ।

নিশিন্দা বাংলা নাম। নিশিন্দাকে সামালু, নিশিন্দে ও নিগুণ্ডী নামেও ডাকা হয়। সংস্কৃত নাম সিন্দুভার, ইন্দ্রাণী ও নীলা নির্গুণ্ডি। চাকমা ভাষায়, নিশিন্দা হলো গাউর বো, মারমারা বলে চয়েং মাইন। যার প্রচলিত ইংরেজি নাম চেস্ট ট্রি (Chinese chaste tree)। দেশের সর্বত্রই এই পত্রঝরা গুল্ম অথবা গাছটির দেখা পাওয়া যায়। তবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটু বেশিই এর দেখা মেলে।

গুণাগুণ

নিশিন্দা গাছের পাতা, ফুল, বীজ ও মূল ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে। সব ধরনের চর্মরোগ, সর্দি, হাঁপানিসহ গলগণ্ড রোগে নিশিন্দা ব্যবহারে রোগ উপশম হতে দেখা যায়।

তাছাড়া জ্বর, বাতজ্বর, মাথায় টাকপড়া, আমাশয়, শরীরের মেদ, ঋতুস্রাব, মুখের ঘা, যকৃৎ এবং প্লীহার বৃদ্ধিতে নিশিন্দার ফুল, বীজ ও শিকড়ের বহুল ব্যবহার লক্ষণীয়এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে শিশুর কান্না থামানোর জন্য নিশিন্দার পাতা বেঁটে শরীর মালিশ করা হয়, কোথাও কোথাও পাতা সেদ্ধ করে সে পাতার পানি দিয়ে শিশুকে গোসল করানো হয়।

আরো অনেক নিশিন্দার উপকারিতা রয়েছে আপনারা অনলাইনে দেখে নিবেন। দয়া করে লাইক শেয়ার করুণ ও মানুষের সেবা করুণ। ধন্যবাদ।

 

Know about Chinese chaste Chinese chaste is full of medicinal properties.

Picture Chinese chaste tree


The medicinal plant Chinese chaste has a bunch of very small flowers at the tips of its branches. Basically it is a small tree or a large shrub. Five to seven meters long with three to five blades. Each leaf is two to three centimeters long. Small size purple flowers. Chinese chaste trees can be seen blooming from June to September. It is an effective medicinal plant.


Chinese chaste is a Bengali name. Chinese chaste is also called Samalu, Chinese chaste and Nigundi. Sanskrit names Sinduvar, Indrani and Neela Nirgundi. In Chakma language, Chinese chaste is Gaur Bo, Marmara means Cheung Main. Commonly known as the Chinese chaste tree. This deciduous shrub or tree is found all over the country. However, it is more common in Chittagong and Chittagong Hill Tracts.


Quality


The leaves, flowers, seeds and roots of Chinese chaste tree are used as herbal medicine. The use of Chinese chaste has been shown to cure all types of skin diseases, colds, asthma and goiter.


In addition, fever, rheumatism, baldness on the head, diarrhea, body fat, menstruation, mouth ulcers, liver and spleen growth, the use of Chinese chaste flowers, seeds and roots are widely used. The baby is bathed with the water of the leaves.


There are many more Chinese chaste benefits you will see online. Please like, share and serve people. Thanks.



Comments