Skip to main content

শীতকালে শরীর ভালো রাখার উপায়।

 

শীতকালে ভালো থাকার উপায়ঃ নিচে ক্লিক করুন জানতে পারবেন।

 

অলিভ অয়েল ব্যবহারঃ
শীতের মৌসুম প্রায় শুরু হতে চলেছে শীত মানেই শুষ্কতা  রুক্ষতা সময় এই সময় ত্বক হাঁট,পা,ঠোঁট রুক্ষ হয়ে যায়,রোগ ব্যাধির প্রবণতা বাড়ে যেমন শ্বাসকষ্ট,সর্দিহাঁপানি, ভাইরাস -সংক্রান্ত রোগ।তাই প্রয়োজন বাড়তি সতর্কতার।কারণ স্বাস্থ্য ভালো না থাকলে কোন কাজে মন বসে না।শীতের ঋতুতে বেশী করে আমাদের সচেতন হতে হবে। তাই জেনে নিন, শীতকালে ভালো থাকার কিছু উপায়।শীতকাল যেহেতু খুব রুক্ষ এবং শুষ্ক।তাই স্বাস্থ্যের পাশাপাশি আমাদের ত্বকের যত্ন নেওয়া খুব প্রয়োজন।শীতকালে ত্বকের যত্নঃশীতের শুস্ক হাওয়ার দাপটে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে ত্বক দেখতে লাগে অমসৃণ  খসখসে তাই এই শীতের মৌসুমে ত্বকেরবাড়তি যত্ন নেওয়া প্রয়োজন চলুন জেনে নিন শীতকালে ভালো থাকার উপায়-এ ত্বকের পরিচর্যা

ত্বকের আদ্রর্তা বজায় রাখাঃ 

সবার প্রথমে ত্বকের আদ্রর্তা বজায় রাখাটা খুব দরকার তাই প্রচুর পরিমাণে জল খেতে হবে আর বারবার জলের ঝাপটা চোখেমুখে দিতে হবে। ঠাণ্ডার কারণে শীতে জল কম পরিমাণে খাওয়া হয়। এটা কিন্তু একদমই ঠিক নয়। প্রতিদিন ৪-৫ লিটার জল খাওয়া উচিত। তাতে ত্বকের আদ্রর্তা বজায় থাকে।

ঠাণ্ডা জলে স্নানঃ 

প্রতিদিন ঠাণ্ডা জলে স্নান করা করুন এতে ত্বকের তৈলক্ততা বজায় থাকবে। উষ্ণ -গরম জল আপনার শরীরে তৈলক্ত ভাব নষ্ট করে দেয়। 

অলিভ অয়েল ব্যবহারঃ 

প্রতিদিন স্নানের আগে অলিভ অয়েল ব্যবহার করুন।

ত্বকে মশ্চারাইজার ক্রীমঃ 

স্নানের পরে ভালো করে ত্বকে মশ্চারাইজার ক্রীম লাগান।

সানস্ক্রীম ব্যবহারঃ রোদে বেড়ানোর ৩০ মিনিট আগে যে-কোনো সানস্ক্রীম ব্যবহার করুন।পুষ্টিকর খাবারঃ ত্বক ভালো রাখতে পুষ্টিযুক্ত খাবার খান। যেমন- সবুজ শাক সব্জি, মাছ, দুধ, ডিম ইত্যাদি।টাটকা ফলঃ বেশি করে টাকা ফল খান। ত্বকে টমেটো রস লাগালে খুব ভালো মশ্চারাইজার কাজ করে।

ত্বকের জেল্লাঃ 

আনারস, আপেল, পেঁপে রস মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের জেল্লা দেয়। ত্বকে আদ্রর্তা বজায় রাখতে অলিভ অয়েলের সাথে 

কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগান

ঠোঁটের যত্নঃ 

কয়েক ফোঁটা মধুর রস অলিভ অয়েল এর সাথে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট ফাটা কমবে। তাছাড়াও আপনি ঠোঁটে জেল, ভেসলিন ব্যাবহার করতে পারেন। রাতে শোবার আগে হাতে-পায়ে ভালো করে মশ্চারাইজার ক্রীম লাগিয়ে নিন।

গরম পোশাক (Warm clothes) 

শীতে ঠাণ্ডা লাগার প্রবণতা বেশি থাকে। শীতে ভাইরাস সংক্রান্ত রোগ (যেমন- সর্দি, কাশি) থেকে দূরে থাকতে গরম পোশাক পরুন। গরম পোশাক পড়ার সাথে সাথে খেয়াল রাখবেন যাতে সেটি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন হয় কারন অপরিচ্ছন্ন জামাকাপড়ে ভাইরাস বেশি বাসা বাঁধে। বিশেষ করে শিশুদের সবসময় পরিষ্কার গরম পোশাক পড়িয়ে রাখার অভ্যাস করুন যাতে ঠাণ্ডা না লাগে। শীতে ভালো থাকার উপায়-এ গরম পোশাকের অবদান অপরিহার্য।

৩.পর্যাপ্ত পরিমাণে জল পান করুন (Drink enough water)

যখন আমরা শীতে ভালো থাকার উপায় বিষয়টি আলোচনা করি, তখন পর্যাপ্ত পরিমাণ জল পান করার কথা এড়িয়ে যেতে পারি না।জল আমাদের শরীরে মিনারেল এর কাজ করে। পর্যাপ্ত পরিমাণে জল পান করলে আমাদের শরীর  ড্রি-হাইড্রেড হয় না। প্রতিদিন অন্তত ৯-১০ গ্লাস জল পান করুন।

৪.পুষ্টিকরযুক্ত খাবার খান (Eat nutritious food)

শীতে ভালো থাকতে হলে পুষ্টিযুক্ত খাবার খেতে হবে।শীতে ভালো থাকার উপায়  পুষ্টিযুক্ত খাবারের কিছু নমুনা-নাস্তা  দুপুরের খাবারের মাঝখানে ডাবের জল খান।ডাবের জল ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।লেবুকমলালেবুপেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিনসি থাকে।এই সমস্ত ভিটামিনযুক্ত ফল খান।টাটকা সব্জিতে যেমনফুলকপিমটরশুঁটিগাজরক্যাপসিকাম রয়েছে বায়োটিন যা চুল  ত্বক ভালো রাখে,শুষ্কতার হাত থেকে বাঁচায়।শীতে ত্বক হয়ে পড়ে রুক্ষ  খসখসে তাই বেশি করে বাদামমাছবাটার খান কারন এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড যা রুক্ষতা দূর করে। শীতে ভালো 

থাকার উপায় সাধারন কিছু টিপস রইল আপনাদের জন্য

সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। প্রতিদিন ব্যায়ম করুন। প্রচুর পরিমাণে জল পান করুন। শীতে রোজ ঠাণ্ডা জল দিয়ে স্নান করার অভ্যাস গড়ে তুলুন।পরিষ্কার-পরিচ্ছন্ন গরম পোশাক পরুন। ত্বকে অয়েল বা ক্রিম ব্যাবহার করুন। টাটকা ফল ও সবজী খান।ত্বকে জলের অভাব হতে দেবেন না।গা, হাত, পায়ে তেল মাখুন।সময় মতো খাবার খান।রাতে কম্বল- তোষক ব্যবহার করুন।রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন।

লেখাটি ভালো লাগলে একটি শেয়ার করবেন। ধন্যবাদ শীতে আপনাদের সকলের সুন্দর ও সুখময় জীবন কাটুক এই কামনা রইল। সবাই ভালো থা


Ways to stay well in winter: Click below to find out.

 

অলিভ অয়েল ব্যবহারঃ
Winter is about to start. Winter means dryness and roughness. At this time, skin, feet, lips become rough, the tendency of diseases such as shortness of breath, runny nose, viral diseases. Therefore, extra caution is required. The mind does not sit still. We need to be more aware in the winter season. To find out, some ways to stay well in winter. Since winter is very rough and dry. So along with health. 
We need to take care of our skin. Winter skincare: Due to the dry air of winter, the skin becomes rough and dry and the skin looks uneven and rough, so we need to take extra care of the skin in this winter season.
Maintaining skin moisture:

First of all, it is very important to maintain the moisture of the skin, so you need to drink plenty of water and repeatedly splash water on the face. Due to the cold, less water is consumed in winter. But it is not right. 4-5 liters of water should be consumed every day. It maintains the moisture of the skin.

Bathe in cold water

Take a bath in cold water every day to maintain the oiliness of the skin. Warm water destroys the oily feeling in your body.
Use of olive oil

Use olive oil every day before bathing.

Moisturizer cream on the skin

Apply moisturizer cream on the skin well after bathing.

Use sunscreen: Use any sunscreen 30 minutes before going out in the sun. Nutritious food: Eat nutritious food to keep the skin looking good. Such as- green leafy vegetables, fish, milk, eggs, etc. Fresh fruits: Eat more fruits. Applying tomato juice on the skin is a very good moisturizer.


Skin sheen Pineapple, apple, papaya juice mixed with honey give skin glow when applied on the skin. With olive oil to keep the skin hydrated Mix a few drops of lemon juice and apply Lip care Mix a few drops of honey juice with olive oil and apply it on the lips to reduce chapped lips. Also, you can use lip gel, Vaseline. Before going to bed at night, apply moisturizer cream on your hands and feet.

Warm clothes

There is a tendency to get cold in winter. Wear warm clothing to stay away from viral diseases (such as colds and coughs) in winter. When wearing warm clothing, make sure that it is clean and tidy as the virus is more likely to lodge in unwashed clothes. Children in particular should always wear clean warm clothes so that they do not get cold. The contribution of warm clothing is essential in the way to stay well in winter.
3. Drink enough water.

When we talk about ways to stay well in the winter, we can't avoid drinking enough water. Water works as a mineral in our body. When we drink enough water, our body does not become dehydrated. Drink at least 9-10 glasses of water every day.
4. Eat nutritious food.
 

If you want to stay well in winter, you have to eat nutritious food. Here are some samples of nutritious food in the way to stay well in winter. Eat coconut water between breakfast and lunch. Coconut water helps to restore the skin's radiance. Eat all these vitamin-rich fruits. Fresh vegetables such as cauliflower, peas, carrots, capsicum contain biotin which keeps hair and skin well, protects from dry hands. In winter, the skin becomes rough and 

So eat more nuts, fish, butter because it contains a lot of fatty acids which removes roughness. Good in winter Here are some simple tips on how to stay  

Wake up early in the morning. Exercise every day. Drink plenty of water. Make it a habit to bathe in cold water every day in winter. Wear clean and warm clothes. Use oil or cream on the skin.


Eat fresh fruits and vegetables. Do not let the skin be dehydrated. Apply oil on the skin, hands and feet. Eat food on time. Use blankets and mattresses at night. Make it a habit to sleep early at night. If you like the article, please share it. Thank you. I wish you all a beautiful and happy life in winter. All will be well. Kaben.



Comments

Popular posts from this blog

 

ঘি খাওয়া অনেক উপকার।

গাওয়া ঘিয়ের উপকারিতা  জেনে নিন লিংকে ক্লিক করুন কল্যাণকর বলেই হয়ত এখন পশ্চিমাদেশেও ঘি দিয়ে স্পা করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এরকমই একটি প্রতিষ্ঠান ‘ফোর মুন স্পা’। সুখী ও ভালো থাকার জন্য তারা বিভিন্ন কার্যক্রম করেন। এই প্রতিষ্ঠানের ডা. অ্যামি চ্যাডউিইক সম্প্রতি স্বাস্থবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ঘিয়ের নানান উপকারী দিক তুলে ধরেন।  উপকারিতা: দাহরোধী:  স্বাস্থ্যকর ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য চাই স্বাস্থ্যকর চর্বি। ঘাস খেয়ে বেড়ে ওঠা গাভীর দুধ থেকে তৈরি ঘিয়ে মেলে ওমেগা থ্রি ও ওমেগা সিক্স ফ্যাট বা চর্বি। ছোট ও মাঝারি ‘চেইন’য়ের এ্ চর্বি প্রদাহের মাত্রা মৃদু করতে সাহায্য করে। কারণ এই চর্বি দ্রুত ভাঙে এবং হজম হয় সহজে। ফলে হজম প্রক্রিয়া, গলব্লাডার ও কোষের স্বাভাবিক কার্যাবলী বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে। অ্যালার্জি কমায়:  ‘ল্যাকটোজ ইনটোলেরেন্ট’ বা দুধ ও দুগ্ধজাত খাবারের যাদের পেটের গড়বড় হয় তাদের জন্য আদর্শ খাবার হতে পারে ঘি। চ্যাডউইক বলেন, “মাখনকে ১০০ ডিগ্রি তাপমাত্রায় গরম করে ঘি তৈরি হয়, ফলে এই সকল আমিষ উপাদান পাত্রে থেকে যায়, শুধু চর্বি অ...

কিডনি সুস্থ রাখতে করণীয়।

  কিডনি সুস্থ রাখতে করণীয় জেনে নিন ছবিতে ক্লিক করুণ- শরীরকে সুস্থ রাখতে হলে কিডনি সুস্থ রাখা আবশ্যিক। কিডনির অবস্থা ঠিক থাকলে শরীরে হরমোন ব্যালান্স ঠিক থাকে। এছাড়াও মানবদেহে ছাকনির কাজ করে এই অঙ্গ। তাই এটি সুস্থ রাখা বিশেষ প্রয়োজন। কিন্তু ঠিক কী কী করণীয়? বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিকভাবে কয়েকটি নিয়ম মেনে চললেই সুস্থ থাকে কিডনি। দেখে নেওয়া যাক সেগুলো কী কী- শরীরের হাইড্রেটেড রাখা প্রয়োজন। তাই যথেষ্ট পরিমাণে জল পানের পরামর্শ দেন অনেকেই। দিনে ৮ গ্লাস জল পান স্বাভাবিক বলে পরামর্শ বিশেষজ্ঞদের, যাতে মূত্রের রং হালকা হলুদ বা রঙহীন হয়। ডায়েট ঠিও রাখা দরকার কিডনি ভালো রাখতে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিডনির অসুখ ডেকে আনার জন্য বিশেষ ভূমিকা পালন করে। তাই স্বাস্থ্যকর এবং কম সোডিয়াম যুক্ত, কম কোলেস্টেরল যুক্ত খাবার খাওয়া বাঞ্ছনীয়। শরীরচর্চার কোনও বিকল্প নেই। তাই শরীরকে সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। ফলে ওজন, ডায়াবেটিস, কোলেস্টেরল এবং রক্তচাপ স্বাভাবিক থাকবে। রক্তের ক্ষতিকর ও অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে দিয়ে ছাকনির কাজ করে কিডনি। তাই আপনারও দায়িত্ব কিডনিকে সুস্থ রাখা। অ্যালকোহল, ওষুধ ইত্যাদি...