জরয়ায়ুর রোগ থেকে মুক্তি পেতে সঠিক চিকিৎসা জেনে নিন।
জরায়ুর চিকিৎসা এখন ঘরোয়া পদ্ধতিতে।দেখে নিন নিচে ছবিতে ক্লিক করুন-
কাদের ঝুঁকি বেশি?
প্রতিবছর দেশে প্রায় ৯ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অপরিচ্ছন্ন পরিবেশে বাস করা মহিলাদের জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার বেশি। গ্রামীণ নারীরা তাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নন। প্রথমে জরায়ু-তে ইনফেকশন, এবং পরে এটি মারাত্মক আকার ধারণ করে ক্যান্সারে রূপ নেয়। অনেকে লজ্জার কারণে চিকিৎসাও নিতে চায় না। তারা শরীরে রোগ পুষে রাখে। অনেক সময় মারাত্মক ইনফেকশনের ফলে রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। অপরিণত বয়সে বিয়ে এবং ঘন ঘন প্রেগন্যান্সি বা ডেলিভারির কারণে জরায়ু ইনফেকশনের ঝুঁকি অনেক বেশি থাকে। যেসব মেয়েরা বহুগামী কিংবা স্বামীরা অনেকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে এমন ক্ষেত্রেও নারীদের এইচপি (Human Papilloma Virus) ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
আরো কিছু লক্ষণঃ
অনিয়মিত মাসিক এবং জ্বর জ্বর লাগা মাসিকের সময় তীব্র যন্ত্রণাদায়ক ব্যথা সহবাসে ব্যথা অনুভূত হওয়া মল-মূত্র ত্যাগ কালে যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হয় ও ব্যথা হয়।হাত, পা, শরীর আগুনে পোড়ার মত জ্বালা করে প্রস্রাবের সময় ও পরে তীব্র যন্ত্রণাদায়ক বেদনা জরায়ুর গ্রীক ফোলা ও শক্ত থাকা কোষ্ঠকাঠিন্য এবং অত্যন্ত ক্লান্তিকর অনুভূতি এই লক্ষণগুলোর তীব্রতা কম বা বেশি হতে পারে। এমনকি অনেক সময় কোনো ধরনের লক্ষণ প্রকাশ ছাড়াও আপনি এ রোগে আক্রান্ত হতে পারেন। কারণ এ রোগের জীবাণুগুলো জরায়ুর মুখে সুপ্ত অবস্থায়ও থাকতে পারে।
কিভাবে সংক্রমণ ঘটে?
জরায়ু সাধারণত ক্ল্যামাইডিয়া, ই. কলাই, স্ট্যাফাইলোকক্কাস, ব্যাকটেরয়েডস, গনোরিয়া ইত্যাদি জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে থাকে। জীবাণুগুলো যৌন সম্পর্কের মাধ্যমে পুরুষের শুক্রাণু ও ট্রাইকোমোনাড (যা পুরুষের যৌনাঙ্গে থাকে) বাহিত হয়ে যৌনাঙ্গে প্রবেশ করে। পরে জরায়ু, নালী হয়ে ডিম্বাশয়েও এসব ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে।নারীদের যৌনাঙ্গে অবস্থিত সার্ভিক্স(cervix) ব্যাকটেরিয়াকে ইউরেটাসে প্রবেশে বাধা সৃষ্টি করে। সন্তান জন্মদান কিংবা সার্জারির সময় কার্ভিক্স খোলা থাকে বিধায়, এসময়ও ব্যাকটেরিয়া সহজে জরায়ুতে প্রবেশ করতে পারে।
ডায়াগনোসিসঃ
এ রোগ নির্ণয়ের জন্য ল্যাব টেস্টের প্রয়োজন পড়ে। জরায়ুর মুখ বা মূত্রনালী থেকে ডিসচার্জ নিয়ে পরীক্ষার মাধ্যমে জীবাণুর উপস্থিতি নিরূপণ করা হয়। এছাড়া সংক্রমণের লক্ষণ বোঝার জন্য রক্ত, ইউরিন পরীক্ষা ও অ্যাবডমিনাল আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ল্যাপারস্কপি পরীক্ষার মাধ্যমেও জীবাণুর উপস্থিতি নিশ্চিত করা হয়।
জরায়ু ইনফেকশনের চিকিৎসাঃ
প্রাথমিক অবস্থায় অ্যান্টিবায়োটিক এবং পেইন কিলার দিয়ে জরায়ু ইনফেকশনের চিকিৎসা করা হয়। এ ক্ষেত্রে ওষুধগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় খেতে হবে।
জরায়ু সংক্রমণের প্রতিকারে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকস্:
Pulmocef 1500
Zomycin 250
Zybact 250 Mg
Cefadur CA 250 Mg
Zycin 250 mg
ALTAXIME 500MG
Cef 250 ইত্যাদি।
যদি এসব অ্যান্টিবায়োটিকস্ সেবনের পরও কোনো উন্নতি দেখা না যায়, তবে চিকিৎসকের পরামর্শে আপনি অন্য ব্যবস্থা গ্রহণ করবেন।
বিশেষ কিছু ক্ষেত্রে সার্জারি করার দরকার হতে পারে; যেমন: ডিম্বনালী সংক্রমিত হয়ে পুঁজের সৃষ্টি হলে এবং বন্ধ্যাত্বের চিকিৎসায়। এছাড়া যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে সংক্রমণের তীব্রতা কমানোর জন্য ডিম্বনালী এবং জরায়ু সার্জারি করে অপসারণ করা হয়।
উল্লেখ্য, আপনার যদি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ধরা পড়ে সে ক্ষেত্রে আপনাকে কিছু অ্যান্টিবায়োটিক দেয়া হবে যা গর্ভকালীন সময়েও নিরাপদ। তবে অবশ্যই অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করতে হবে যদিও সংক্রমণের লক্ষণগুলো সেরে যায়। অন্যথায়,আবার যেকোন মুহূর্তে লক্ষণগুলো দেখা দিতে পারে। ৩০ ভাগ মহিলার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস তিন মাসের মধ্যে আবার দেখা দেয়। অ্যান্টিবায়োটিক এর কাজ হল খারাপ ব্যাকটেরিয়াগুলো-কে মেরে ফেলা। কিন্তু এটি ভালো ব্যাকটেরিয়া সৃষ্টি করতে সক্ষম নয়। পুনরায় লক্ষণ প্রকাশ পেলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এর পাশাপাশি স্বামী বা পার্টনারের চিকিৎসাও জরুরি। অন্যথায় বার বার জীবাণু সংক্রমণের আশঙ্কা থেকে যাবে।
সময়মতো চিকিৎসার প্রয়োজনীয়তাঃ
যথাসময়ে জরায়ু ইনফেকশনের চিকিৎসা না করালে বেশ কিছু দীর্ঘমেয়াদী জটিলতার সৃষ্টি হতে পারে। এতে করে দীর্ঘদিন ধরে তলপেট ব্যথা, কোমর ব্যথা, ডিম্বনালীর পথ বন্ধ হয়ে বা জরায়ু এবং এর আশপাশের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক অবস্থান নষ্ট হয়ে সন্তান ধারণে অক্ষমতা বা বন্ধ্যাত্বের সৃষ্টি হতে পারে। এমনকি ডিম্বনালীর পথ বাধাগ্রস্ত হয়ে একটোপিক প্রেগনেন্সিও (জরায়ুর বাইরে গর্ভধারণ) হওয়ারও আশঙ্কা রয়েছে। প্রজননতন্ত্র সংক্রমণের যথাযথ চিকিৎসা না নিলে গর্ভপাত, সময়ের আগে বাচ্চা প্রসব এবং কম ওজনের বাচ্চা জন্মদানেরও ঝুঁকি বেড়ে যায়। আর গর্ভবতী নয় এমন মেয়েদের ক্ষেত্রে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ এর আশঙ্কা দেখা দেয়। এটি sexually transmitted disease (যেমন- গনোরিয়া, ক্লামাইডিয়া, HIV ইত্যাদি)-এ সংক্রমিত হওয়ার পথকে সুগম করে।
তবে এটি প্রতিরোধযোগ্য সমস্যা। শুধু একটু সচেতনতা আপনাকে মারাত্মক জটিলতা থেকে রক্ষা করতে পারে।
ভাইরাস সংক্রমণের ঘরোয়া সমাধানঃ
এখন চিকিৎসা বিজ্ঞান খুব উন্নত। তবে ডাক্তারি পরামর্শের পাশাপাশি আপনি ঘরোয়া কিছু প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
চলুন, দেখে নিই কি উপায়ে আপনি ঘরে বসেই সংক্রমণের মাত্রা হ্রাস করবেন-
দই ব্যবহারে:
দইয়ে Lactobacillus acidophilus নামে একধরনের ভাল ব্যাকটেরিয়া রয়েছে। যেখানে খুব চুলকানি হচ্ছে বা সংক্রমণের প্রভাব পড়েছে, ২০-৩০ মিনিট দই লাগিয়ে রাখুন। তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিন। সরাসরি যৌনাঙ্গেও দই লাগাতে পারেন। দিনে দু’বার লাগান। ঘণ্টা দুই রেখে ধুয়ে নিন। এটি আপনার শরীরকে যেকোনো ধরনের ইনফেকশন থেকে রক্ষা করবে।
নারকেল তেল:
নারকেল তেলে অ্যান্টিফানগাল উপকরণ থাকে যা ছত্রাককে ধরাশায়ী করতে খুবই কার্যকরী। সংক্রমণ এলাকায় (তবে যৌনাঙ্গের ভিতরে লাগাবেন না) ভালভাবে নারকেল তেল লাগান। দিনে ২ থেকে ৩ বার লাগালে দ্রুত কাজ হবে। সঙ্গে একটু দারুচিনি তেল মিশিয়ে নিলে সংক্রমণ ছড়ানোর আর ভয় থাকবে না।
অ্যাপল সিডার ভিনিগার:
হাল্কা গরম জলের সঙ্গে দুই টেবিল চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে দিনে দু’বার করে সপ্তাহখানেক খান। সাদা ভিনিগার বা অ্যাপল সিডার ভিনিগার জলে মিশিয়ে সংক্রমণের জায়গায়ও লাগাতে পারেন। এতে ভালো কাজ হবে।
রসুন:
অ্যান্টিফাংগাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ঘরোয়া অ্যান্টিবায়োটিক হিসাবে রসুনের জুড়ি নেই। কয়েক কোয়া রসুন নিয়ে পেস্ট তৈরি করুন। যেসব জায়গায় ফুসকুড়ি হয়েছে বা জ্বলছে ঐ স্থানে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। পাশাপাশি রোজ এক কোয়া করে রসুন খেতে পারেন। ছত্রাক নিরাময়ে এটি বেশ উপকারি।
যতটা সম্ভব ঢিলেঢালা পোশাক পড়া দরকার। আর সংক্রমণের জায়গাটা সবসময় পরিষ্কার রাখবেন। প্রচুর পরিমাণে জল খাবেন। দেখবেন দ্রুত সেরে উঠছেন সৃষ্টিকর্তার দয়ায়।
যেসব বিষয় মেনে চলা খুব জরুরি:
নিরাপদ শারীরিক সম্পর্ক এবং কনডম ব্যবহার জীবাণুর সংক্রমণ থেকে জরায়ুকে রক্ষা করে।
যত্রতত্র এম আর (গর্ভপাত) করানো থেকে বিরত থাকুন। বাংলাদেশে অনেক ফার্মেসির দোকানেও গর্ভপাত করানো হয়। যা কখনোই উচিৎ নয়। কারণ সেখানে জীবাণু সংক্রমণের পাশাপাশি মৃত্যু ঝুঁকিও থাকে। তাই গর্ভপাত বা ডিএন্ডসি করাতে হলে কোন ভালো গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে জীবাণুমুক্ত পরিবেশে গর্ভপাত করানো উচিৎ।
ধূমপানের অভ্যাস থাকলে এখনি তা ত্যাগ করার সময়। ধূমপায়ীদের রক্তে (নিকোটিনের) পরিমাণ বেড়ে যাওয়ার ফলে সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং জরায়ুর মুখে ক্যান্সার এর ঝুঁকি বেড়ে যায়।
হট টাব বা বাথ টাব এ স্নান না করে শাওয়ার নেয়ার চেষ্টা করুন। স্নানের পর যৌনাঙ্গ ভালোভাবে পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে। সুগন্ধি ও রুক্ষ সাবান যথাসম্ভব পরিহার করুন।
বিশেষ অঙ্গের নিয়মিত যত্ন ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ আপনাকে পরিছন্ন ও স্বাস্থ্যবান রাখবে। যত্ন নেয়া মানে শুধু গোসলের সময় পরিষ্কার করা নয়। নারীদের যৌনাঙ্গ প্রতিদিন তিন থেকে চারবার পরিষ্কার করা উচিৎ। বিশেষ করে বর্ষা ঋতু এবং পিরিয়ড চলাকালীন সময়ে। এতে করে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়।
সুতি কাপড় নরম এবং অধিক ত্বকবান্ধব। এটি দ্রুত আর্দ্রতা শুষে নেয় এবং বাতাস চলাচলের জন্য অধিক উপযোগী। বিশেষ কোনো উপলক্ষে সুতি কাপড়ের অন্তর্বাস পরতে পারেন। পাশাপাশি টাইট জামাকাপড় এড়িয়ে চলুন। কারণ এ ধরনের পোশাক বায়ু চলাচলে বাধা তৈরি করে।
Douche ব্যবহার করা থেকে বিরত থাকুন। গর্ভাবস্থায়ও Douche এর ব্যবহার উচিৎ নয়।
কোনো রকম ছোট সংক্রমণকে অবহেলা করা উচিৎ নয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে, যৌন-স্বাস্থ্য ভালো থাকা মানে শরীর ভালো থাকা। নির্বিঘ্ন সুরক্ষিত যৌনজীবন আনন্দময়।
লেখাটি আপনাদের কাছে দিতে পেরে আমি গর্বিত। মা ও বোনেরা আপনারা সুস্থ থাকেন এই কামনা করি। আমার জন্য আর্শিবাদ করবেন। ধন্যবাদ।
About 9,000 women are being diagnosed with uterine cancer every year in the country. Especially women living in poor and unsanitary conditions in remote areas are more prone to uterine cancer. Rural women are not aware of their own health. The infection first spreads to the uterus, and then to cancer. Many do not want to take treatment because of shame. They keep the disease in the body. Many times a fatal infection makes it impossible to save the patient. The risk of uterine infection is much higher due to premature marriage and frequent pregnancies or deliveries. Women who are polygamous or have sex with multiple husbands are also at risk of contracting the HP (Human Papilloma Virus) virus.
Some more symptoms:
Irregular menstruation and high fever. Acute painful pain during menstruation. Pain during intercourse. Blood comes out of the genitals and pain when passing stool and urine. It burns the hands, feet, and body. Stiffness, constipation, and feeling very tired may be more or less the severity of these symptoms. In many cases, you can get the disease without showing any kind of symptoms.BecauseThe germs of this disease may also be dormant in the cervix.
How does the infection occur?
The uterus is usually chlamydia, e.g. E. coli, Staphylococcus, Bacteroides, Gonorrhea etc. are infected by germs. The germs are transmitted to the male sperm and trichomonads (which are present in the male genitalia) through sexual intercourse.Carries and enters the genitals. These viruses can later spread to the uterus, the fallopian tubes, and the ovaries. Because the cervix is open during childbirth or surgery, bacteria can easily enter the uterus.
Diagnosis:Lab tests are needed to diagnose this disease. The presence of the bacterium is determined by testing with discharge from the cervix or urethra. Blood, urine tests and abdominal ultrasonograms are also performed to understand the symptoms of the infection. In some cases, the presence of germs is also confirmed by laparoscopy.
Treatment of uterine infections
Initially, uterine infections are treated with antibiotics and pain killers. In this case, the medicines should be taken in the right dose as per the advice of the doctor.
Antibiotics used to treat uterine infections:
Pulmocef 1500
Zomycin 250
Zybact 250 Mg
Cefadur CA 250 Mg
Zycin 250 mg
ALTAXIME 500MG
Cef 250 Etc.
If you do not see any improvement after taking these antibiotics, you will take other measures on the advice of your doctor. In some special cases surgery may be required; For example: if the ovaries become infected and pus forms and treatment of infertility. Ovarian and uterine surgery is also performed to reduce the severity of the infection in older people.
Note that if you are diagnosed with bacterial vaginosis, you will be given some antibiotics which are safe even during pregnancy. However, the course of antibiotics must be completed even if the symptoms of the infection are cured. Otherwise, the symptoms may reappear at any moment. In 30% of women, bacterial vaginosis reappears within three months. The job of antibiotics is to kill the bad bacteria.
But it is not capable of producing good bacteria. In case of recurrence of symptoms, consult a specialist and take necessary action. In addition, the treatment of the husband or partner is also important. Otherwise there will be a risk of recurrent bacterial infections.
Failure to treat uterine infections in a timely manner can lead to a number of long-term complications. This can lead to long-term lower abdominal pain, back pain, obstruction of the fallopian tubes, or loss of normal position of the uterus and surrounding organs, leading to infertility or infertility. There is even a risk of ectopic pregnancy due to obstruction of the fallopian tubes.The risk of miscarriage, premature birth and low birth weight is also increased if proper treatment of reproductive system infections is not taken. And girls who are not pregnant are at risk for pelvic inflammatory disease. It facilitates the transmission of sexually transmitted diseases (eg gonorrhea, chlamydia, HIV, etc.).
However, this is a preventable problem. Just a little awareness can save you from serious complications.
Home Remedies for Virus Infection:
Now medical science is very advanced. However, in addition to medical advice, you can take some home remedies.
Let's see what you can do to reduce the risk of infection at home.
Using yogurt:
Yogurt contains a good bacterium called Lactobacillus acidophilus. Where there is severe itching or infection, apply yogurt for 20-30 minutes. Then rinse with lukewarm water. You can also apply yoghurt directly on the genitals. Apply twice a day. Leave it for two hours and wash it off. This will protect your body from any kind of infection.
Coconut oil:
Coconut oil contains antifungal ingredients which are very effective in killing the fungus. Apply coconut oil well on the infected area (but do not apply inside the genitals). If applied 2 to 3 times a day, it will work faster. If you mix a little cinnamon oil with it, there will be no fear of spreading the infection.
Apple Cider Vinegar:
Mix two tablespoons of apple cider vinegar with lukewarm water and eat twice a day for a week. You can also mix white vinegar or apple cider vinegar in water and apply it on the infected area. It will work well.
Garlic:
Garlic has no counterpart as an antifungal, antibacterial and household antibiotic. Make a paste with a few cloves of garlic. Apply for a while to the area where the rash is or is burning. Besides, you can eat one clove of garlic every day. It is quite useful in curing fungus.
Wear loose clothing as much as possible. And always keep the area of infection clean. Drink plenty of water. You will see that he is recovering fast by the grace of the Creator.
Things to keep in mind:
Safe sex and condom use protect the uterus from bacterial infections.
Avoid getting MR (abortion) everywhere. Many pharmacy stores in Bangladesh also perform abortions. Which should never be. Because there is a risk of bacterial infection as well as death. So if you want to have an abortion or D&C, you should go to a good gynecologist and have an abortion in a sterile environment.
If you have a habit of smoking, now is the time to quit. Increasing the amount of blood (nicotine) in smokers reduces the risk of infection and increases the risk of cervical cancer.
Try to take a shower without taking a bath in a hot tub or bath tub. The genitals should be kept clean and dry after bathing. Avoid scented and rough soaps as much as possible.
Regular care of special organs and taking remedial measures will keep you clean and healthy. Taking care doesn't just mean taking a bath. Women's genitals should be cleaned three to four times daily. Especially during the rainy season and period. This makes it possible to prevent infection.
Cotton fabrics are softer and more skin-friendly. It absorbs moisture faster and is more suitable for ventilation. You can wear cotton underwear for any special occasion. Avoid tight clothes as well. This is because such clothing obstructs air circulation.
Refrain from using douche. Douche should not be used during pregnancy. Any minor infection should not be neglected. Consult a doctor if necessary. Personal hygiene is very important for health protection. Remember, good sexual health means a good body. Uninterrupted secure sex life is joyful.
I am proud to share this article with you. Mothers and sisters, I wish you good health. Bless me. Thanks.
Comments