পড়া মনে রাখতে হলে জেনে নিন।

 

পড়া মনে রাখার সহজ উপায় জেনে নিন ছবিতে ক্লিক করুন-



পড়া মনে থাকে না বা যা পড়ি সব ভুলে যাই এ সমস্যা ছাত্রছাত্রীদের কমবেশী সবার মধ্যেই আছে। অনেকে সঠিক নিয়মে না পড়ে বেশি পড়েও কয়েকদিন পর তা ভুলে যায়। আবার অনেকে পড়া মনে রাখার জন্য কিছু কৌশল ব্যবহার করে এবং দীর্ঘ সময় পর্যন্ত অবলীলায় মনে রাখতে সক্ষম হয়। সঠিক কৌশল প্রয়োগ করে না পড়লে পড়া ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। পড়া সহজে মনে রাখার কিছু কৌশল।

আগ্রহ তৈরি
আগ্রহ নিয়ে পড়তে বসা। খেলা বা মুভি দেখার সময় আপনি যেমন আগ্রহ ও জেতার আসা নিয়ে বসেন তেমনি পড়ার সময়ও নিজের ভিতর থেকে আগ্রহ তৈরি করতে হবে। পড়া কঠিন, মনে থাকে না, বুঝিনা এসব পূর্বধারণা থেকে বেরিয়ে খালি মাথা নিয়ে বসতে হবে। পড়াশুনা আমাদের সবার কাছে কমবেশি কঠিন বিষয়। আর এ কঠিন বিষয়টিকে যদি সহজ ও মনে রাখার উপযোগী করতে হয় তাহলে আগ্রহ থাকাটা আবশ্যক। কেননা যে কাজে আগ্রহ থাকবে না সে কাজ সঠিকভাবে সম্পাদন হয় না। 

কনসেপ্ট ট্রি
পড়া মনে রাখার ভালো কৌশল হলো কনসেপ্ট ট্রি। এ পদ্ধতিতে কোন একটি বিষয় শিখার আগে পুরো অধ্যায়টিকে সাতটি অংশে ভাগ করে প্রতিটি অংশের জন্য একটি লাইন করে সারমর্ম লিখতে হবে। তারপর খাতায় একটি গাছ একে সাতটি সারমর্মকে গাছের এক একটি পাতায় লিখে রাখতে হবে। তারপর পাতাগুলোতে প্রতিদিন চোখ বুলালেই আধ্যায়টি সম্পর্কে একটি পুর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে।

 কী ওয়ার্ড 

যে কোন বিষয়ের কঠিন অংশগুলো ছন্দের আকারে খুব সহজে মনে রাখা যায়। যেমন: রংধনুর সাত রং মনে রাখার সহজ কৌশল হলো ‘বেনীআসহকলা’ শব্দটি মনে রাখা। সাতটি রংয়ের প্রথম আদ্যাক্ষর রয়েছে শব্দটিতে। তেমনি আবার ইংরেজী ‘লেফটেনেন্ট’((Lie,u,ten,ant) ) শব্দটির বানান মনে রাখতে ‘মিথ্যা তুমি দশটি পিপিলিকা’ মনে রাখলেই বানানটি হয়ে যাবে।

অল্প অল্প করে মনোযোগ দিয়ে পড়া

কোন কিছু মনে রাখতে হলে তা বিভিন্ন অংশ বা সেগমেন্টে ভাগ করে পড়া বেশ উপকারী। যেমন: ৪৬৭৮৯০ এ সংখ্যাটি মনে রাখা যতটা সহজ তার চাইতে ৪৬৭ এবং ৮৯০ মনে রাখা আরও বেশী সহজ। আমরা পাঠ্য বইয়ের অনেক সংঙ্ঘা পড়তে ভয় পাই কিন্তু বড় সংঙ্ঘাকে কয়েক ভাগে ভাগ করে পড়লে মনে রাখা সহজ। কারণ আমাদের ব্রেন অনেক বড় বিষয়ের চেয়ে ছোট বিষয় বেশি মনে রাখতে পারে।

লিখে পড়ার অভ্যাস করতে হবে
লিখে পড়লে আমাদের ব্রেনের অনেক বেশি এলাকা উদ্দীপ্ত হয়। লেখার সাথে ব্রেনের যে অংশগুলো জড়িত তা তথ্যকে স্থায়ী মেমোরীতে রূপান্তর করতে সহায়তা করে। এছাড়া মানুষ কোন কিছু লিখতে চাইলে উক্ত বিষয়ের প্রতি মনোযোগ বেড়ে যায় যা স্থায়ী মেমোরি তৈরিতে সহায্য করে।

মার্কার ব্যবহার করা 
অনেকে পড়ার সময় মার্কার ব্যবহার করে এটা বেশ কার্যকর। কারণ যখন কোন কিছু মার্ক করা হয় তখন ঐ শব্দ বা বাক্যের উপর আগ্রহ ও আকর্ষণ বেড়ে যায়। পাশাপাশি এর উপর ব্রেনের ভিজ্যুয়াল এফেক্ট বেড়ে যায়। ফলে মনে রাখতে সুবিধা হয়।

সন্ধ্যার পর পড়াশোনা করা
বিভিন্ন  গবেষণায় দেখা গেছে সকাল দশটার আগে মানুষের ব্রেন ক্রিয়াশীল হয় না। এই সময়ের পর থেকে ধীরে ধীরে ব্রেনের ক্রিয়াশীলতা বাড়তে থাকে। বিশেষ করে বিকালের পরে ব্রেনের ক্রিয়াশীলতা বাড়ে। তাই সকালের পড়া থেকে বিকাল বা সন্ধ্যার পর পড়া বেশী কার্যকর।

পর্যাপ্ত ঘুম
ব্রেন মূলত স্মৃতি তৈরির কাজ করে ঘুমের ভিতর। গবেষণায় দেখা গেছে সারাদিনের কাজ বা ঘটনাগুলো ঘুমের সময় মেমোরিতে রূপান্তরিত হয়। ফলে যে কোন তথ্য মেমোরিতে রূপান্তরিত করতে চাইলে পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত ঘুমাতে হবে।

মুখস্থ বিদ্যাকে না বলা
মুখস্থ বিদ্যা চিন্তাশক্তিকে অকেজো করে দেয়। পড়াশোনার আনন্দও মাটি করে দেয়। কোন কিছু না বুঝে মুখস্থ করলে সেটা বেশিদিন স্মৃতিতে ধরে রাখা যায় না। কিন্তু তার মানে এই নয় সচেতনভাবে কোন কিছু মুখস্থ করা যাবে না। টুকরো তথ্য যেমন: সাল, তারিখ, বইয়ের নাম, ব্যাক্তির নাম, বিজ্ঞানের কোন সূত্র ইত্যাদি বুঝে মুখস্থ করতে হবে।

রিভাইজ
গবেষণায় দেখা গেছে আমরা আজকে সারাদিন যত কিছু পড়ি শুনি জানি বা দেখি তা পাঁচ দিন পর চার ভাগের তিন ভাগই ভুলে যাই। এ ভুলে ঠেকানোর জন্য কিছু টিপস আছে যেমন: ৪৫ মিনিট পর ১৫ মিনিট ব্রেক এবং সেই ব্রেকে মনে মনে সে পড়াটা  রিভাইজ দেয়া এবং কোথাও আটকে গেলে তা আবার দেখে নেয়া। আজকে গুরুত্বপূর্ণ কিছু পড়ে আগামীকাল ঘুমানোর আগে উক্ত পড়া রিভাইজ দেয়া। তারপর এক সপ্তাহ পর পুনরায় রিভাইজ দিলে দীর্ঘদিন মনে থাকবে।

লেখাটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং বন্ধুদের জানিয়ে দিবেন। সবার প্রতি আমার প্রণাম রইল ভালো থাকেন। ধন্যবাদ।




Easy way to remember reading



I don't remember reading or I forget everything I read. This problem is present in almost all the students. Many people do not read the correct rules, but after a few days they forget it. Again many use some techniques to memorize reading and are able to memorize for a long time. If you don't read the correct technique, you are more likely to forget to read. Some easy-to-read techniques to remember.
Create interest
Sitting down to read with interest. Just like when you are watching a game or a movie, you have to create interest from within while reading. It's hard to read, I don't remember, I don't understand, I have to get out of these preconceptions and sit with empty head. Studying is more or less difficult for all of us. And if this difficult subject is to be made easy and useful to remember, then there must be interest. Because the work that will not be interested is not done properly.
Concept tree
Concept trees are a good way to remember to read. In this method, before learning any one subject, the whole chapter has to be divided into seven parts and one line has to be written for each part. Then one of the trees should write the seven summaries on a leaf of the tree. Then a daily glance at the pages will give you a complete idea of ​​the chapter.

 


Key word The difficult parts of any subject can be easily remembered in the form of rhythm. For example, the simplest technique to remember the seven colors of the rainbow is to memorize the word 'beniasahkala'. The word has the first initials of seven colors. Similarly, the spelling of the English word ‘lieutenant’ ((Lie, u, ten, ant)) will become as long as you remember ‘lie you ten ants’.


Read carefully little by little If you want to remember something, it is very useful to divide it into different parts or segments. For example: 4890 and 790 are easier to remember than the number 4790. We are afraid to read a lot of textbooks, but it is easy to remember to read a large group. Because our brain can remember small things more than big things.

You have to practice reading and writing
Reading stimulates a much larger area of ​​our brain. The parts of the brain involved in writing help to convert information into permanent memory. In addition, when people want to write something, they pay more attention to the subject which helps in creating a permanent memory.


Using markers
Many people use markers when reading it is quite effective. Because when something is marked, the interest and attraction towards that word or sentence increases. As well as increasing the visual effects of the brain. The result is an advantage to remember.


Studying after dusk
Various studies have shown that the human brain does not function before ten o'clock in the morning. From this time onwards, the activity of the brain gradually increases. Increases brain activity, especially in the afternoon. So reading from morning to afternoon or evening reading is more effective.


Get enough sleep
The brain basically works to create memories during sleep. Studies have shown that activities or events throughout the day are converted into memory during sleep. As a result, if you want to convert any information into memory, you need to get enough sleep along with reading.


Not to mention memorization

Memorization makes thinking useless. The joy of studying also destroys. If you memorize something without understanding it, it cannot be kept in memory for long. But this does not mean that nothing can be memorized consciously. Fragments of information such as: year, date, name of the book, name of the person, any source of science, etc. must be understood and memorized.


Revise
Studies have shown that we forget about three-quarters of what we read or hear all day long after five days. There are some tips to prevent this from happening, such as: 15 minute break after 45 minutes and revise that reading in your mind and check it again if you get stuck somewhere. Read something important today and revise it before going to bed tomorrow. Then revise it after a week and it will be remembered for a long time.



If you like the article, please comment and friends Let me know. I bow to everyone. Thanks.

Comments