মেয়েদের জন্য শীতের পোশাক
বদলে গেছে মৌসুম। বদল প্রতিদিনের পোশাকেও। শীতের এই সময়ে পোশাকের ধরন ও রঙেও পাওয়া যায় উষ্ণতা। প্রকৃতির রং এখন কিছুটা রুক্ষ হলেও পোশাকের রঙে কিন্তু থাকে উৎসবমুখরতা। শীতকে এ কারণে রঙিন পোশাক পরার মৌসুমও বলা যায়।
শীতকালে রাতের দিকে ঠান্ডার আমেজটা একটু বেশি থাকে। আবার দুপুরের দিকে তা একটু কমই। এ জন্য দুপুরের দাওয়াত বা বিকেলের আড্ডাতে পোশাকের রং কিছুটা ভিন্ন হওয়া চাই—এমনটাই বলছিলেন আইরিসেস ডিজাইনার স্টুডিওর নির্বাহী অংশীদার ও ডিজাইনার নাতাশা হায়াত। ‘দুপুরের ছোট কোনো দাওয়াতে লাল, ম্যাজেন্টা, গোলাপি বা যেকোনো নিয়ন রঙের ডলার, এমব্রয়ডারি বা খারি করা কুর্তা ভালো লাগবে। সে ক্ষেত্রে একটু মোটা বা ভারী সুতি ও হাফ সিল্কের কাপড়ের পোশাক বেশ দৃষ্টিনন্দন দেখাবে। জিনস বা সাদা রঙের খাদির সালোয়ারের সঙ্গে এমন কুর্তা ফ্যাশন ও উষ্ণতা দুই–ই দেবে।’ এমনটাই মনে করেন নাতাশা হায়াত।শীতের দুপুর বা বিকেলে বেছে নিতে পারেন তিন বা চারটি উজ্জ্বল ও গাঢ় রঙের শেডের নকশার করা পোশাক। কালো, গাঢ় নীল, ঘন সবুজ, একরঙা পোশাকের সঙ্গে স্কার্ফ বা শালের পাশাপাশি ফুলের ছাপা নকশাও ফুটে থাকবে পোশাকে। ডিজাইনাররা জানালেন, প্রকৃতির ধূসরতা কাটাতেই যেন পোশাকের রংঢঙে এত কারসাজি।
ফ্যাশনের দিক বিবেচনার পাশাপাশি শীতের কাপড় হওয়া উচিত এমন, যা প্রতিদিনের ব্যবহার ও যেকোনো অনুষ্ঠানে খুব সহজেই মানিয়ে যায়। বাজার ঘুরে দেখা গেল, শীতে জুট কটন ও সিল্কের ওপর ছাপা নকশার বিভিন্ন ধাঁচের কাটিংয়ের কুর্তা বেশ চলবে। আধুনিকতা ও উষ্ণতা—দুটোই এই পোশাক থেকে পাওয়া সম্ভব। নিয়ন সবুজ, নিয়ন কমলা ও নিয়ন গোলাপি রঙের টপ, কুর্তা, শাড়ি ও আনারকলি যেকোনো অনুষ্ঠান বা প্রতিদিনের ব্যবহারে মানানসই—এমনটাই মনে করেন ডিজাইনার নাতাশা হায়াত।
এদিকে বছরের অন্য সময়ে যে গাঢ় রং একেবারেই পরা হয় না, সে রঙের পোশাকই শীতে দেবে উষ্ণতা—বললেন কে ক্র্যাফটের উদ্যোক্তা ও পরিচালক খালিদ মাহমুদ খান। শীতের কাপড়ে সব থেকে বেশি ব্যবহার করা হয় কালো, গাঢ় নীলের মতো জমকালো রং। তবে রাতের বিয়ে বা যেকোনো উৎসবে কালোর সঙ্গে উজ্জ্বল রং যেমন লাল, মেরুন, গোলাপি, ম্যাজেন্টা, নেভি ব্লু, গাঢ় সবুজ ইত্যাদি রঙের প্রিন্ট বা ভারী কাজ করা পোশাকও এনে দেবে দাওয়াতের অনুভব।
এ ছাড়া এই সময়ে পোশাকে বিপরীত রঙের প্রাধান্যও বেশ দেখা যায়। কালো বা চকলেট রঙের জ্যাকেট, শ্রাগ বা শালের সঙ্গে গাঢ় সবুজ, নীল বা মেরুন রঙের পোশাক ভিন্নতা নিয়ে আসবে। বন্ধুদের আড্ডা, বেড়াতে যাওয়া, ক্লাস অথবা অফিসে এই রঙের পোশাক মানিয়ে যাবে সহজে।
ফ্যাশন হাউস বিবিআনার স্বত্বাধিকারী ও ডিজাইনার লিপি খন্দকার বলেন, শীতে হালকা রঙের পোশাক একেবারেই মানানসই নয়। আবার এক রঙা গাঢ় কাপড়ের পোশাক অনেক সময়ে ফ্যাশনেবল দেখায় না। তাই চেক বা স্ট্রাইপ না হলে ব্লকের কাজ করা রঙিন ও উজ্জ্বল রঙের পোশাক ফ্যাশনের পাশাপাশি উষ্ণ ভাব দেবে। কালো কাপড়ের ওপর গাঢ় নীল, সবুজ, বেগুনি রঙের চেক বা স্ট্রাইপ বেশ ভালো দেখায়। এ ছাড়া হলুদ, কমলা, ম্যাজেন্টা রঙের ব্লকের পোশাকে উষ্ণতার সঙ্গে চলে আসবে সজীবতা। শীতে গাঢ় রঙের খাদি বা হাতের বুননে তৈরি মোটা সুতার কাপড়ও বেশ আরামদায়ক। এই কাপড়ের কটি, শাল, হালকা শীতের লম্বা ও ছোট জ্যাকেট, রঙিন স্কার্ফ শীতের ফ্যাশনে দেখাবে মুনশিয়ানা। এমনকি খাদি বা হাতে বোনা কাপড় দিয়ে চাইলে কামিজ, কুর্তা, শাড়ি বা ব্লাউজ বানিয়ে ফেলতে পারবেন।
লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অনুরোধ রইল ধন্যবাদ।
The seasons have changed. Change everyday clothes too. Warmth is also found in the type and color of clothing at this time of winter. The colors of nature are a bit rough now but the colors of the clothes are festive. Winter is also the season for wearing colorful clothes.
Winter nights are a little more chilly. Again at noon, it is a little less. Natasha Hayat, executive partner, and designer at Irises Designer Studios said: ‘Red, magenta, pink or any neon-colored dollar, embroidered or salted kurta would be great for a small afternoon party. In that case, a little thick or heavy cotton and half silk fabric will look quite eye-catching. Such a kurta with jeans or white khadi salwar will give both fashion and warmth. 'That is what Natasha Hayat thinks. Black, dark blue, dark green, monochromatic clothing with a scarf or shawl as well as floral print design will be on display. According to the designers, cutting the gray of nature is like manipulating the colors of clothes.
Considering the fashion aspect, there should be winter clothes which can be easily adapted for everyday use and any occasion. Turning to the market, it was seen that in winter, kurtas with different designs of designs printed on jute cotton and silk will do well. Modernity and warmth সম্ভব both can be found in this garment. Designer Natasha Hayat thinks that neon green, neon orange, and neon pink tops, kurtas, saris, and Anarkali are suitable for any occasion or everyday use.
Meanwhile, the darker colors that are not worn at all at other times of the year, the color of the clothes will give warmth in winter, said Khalid Mahmud Khan, the entrepreneur and director of K Craft. The most commonly used colors in winter clothes are black and dark blue. However, at night weddings or any festival, bright colors like black, red, maroon, pink, magenta, navy blue, dark green, etc. will also bring the feeling of invitation.
Apart from this, the predominance of contrasting colors is also seen in the garments at this time. Dark green, blue or maroon dresses with black or chocolate colored jackets, shrugs or shawls will bring variety. This color can be easily adapted to hang out with friends, go for walks, class or office.
Lipi Khandaker, proprietor and designer of fashion house Bibiana, said that light-colored clothes are not suitable for winter. Again, one color dark fabric dress does not look fashionable at many times. So if you don't check or stripe, the colorful and bright colored work done in the block will give a warm feeling along with the fashion. Dark blue, green, purple checks or stripes look great on black clothes. In addition, the yellow, orange, magenta-colored block dress will come with warmth. শী
- Get link
- X
- Other Apps
Comments