পলাশ গাছের উপকারিতা।
পলাশ গাছের উপকারিতা ও নানা রকম ব্যবহার ছবিতে ক্লিক করুণ-
Click on the benefits and various uses of Palash tree-
১। অনেকের খাওয়াটা একটু এদিক-ওদিক হলেই পেটে নানা ধরনের সমস্যা দেখা যায়। এক্ষেত্রে এক চা চামচ পলাশ পাতার রস ৭/৮ চা চামচ জল মিশিয়ে সকাল বিকাল দুইবার খেলে অবস্থা ভালো হয়ে যায়।
২। ফিতা বা সুতাকৃমির উপদ্রবে এক চামচ ছালের রসের সাথে আধা কাপ জল মিশিয়ে অথবা এক গ্রাম বীজ গুঁড়া জলসহ প্রতিদিন সকালে খেলে যে কোনো কৃমির উপদ্রব কমে যাবে।
৩। শুক্র তারল্যে পলাশের গদ ঘিয়ে ভেজে গুঁড়া করে এক গ্রাম সকাল-বিকাল ৩/৪ সপ্তাহ একনাগাড়ে খেলে অসুবিধা নিশ্চয়ই দূর হবে। কোষ্ঠকাঠিন্য হলে এক চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খেতে হবে।
৩। শুক্র তারল্যে পলাশের গদ ঘিয়ে ভেজে গুঁড়া করে এক গ্রাম সকাল-বিকাল ৩/৪ সপ্তাহ একনাগাড়ে খেলে অসুবিধা নিশ্চয়ই দূর হবে। কোষ্ঠকাঠিন্য হলে এক চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খেতে হবে।
৪।অনেকের বারবার প্রস্রাবে যেতে হয়, আয়ুর্বেদশাস্ত্রে একে বলে সোম রোগ। এক্ষেত্রে পলাশ পাতার এক চামচ রস ৭/৮ চামচ জল মিশিয়ে সকাল-বিকাল খেলে উপকার পাওয়া যায়।
৫। অনেকে রাতে ঘুমের মধ্যে খুব ঘামেন।আয়ুর্বেদশাস্ত্র মতে শুক্রবহ স্রোত দূষিত হয়ে শুক্র তারল্য ও তার ক্ষয় হয়ে যাওয়াতে এটা আসে। পাশ্চাত্য চিকিত্সাবিজ্ঞানীদের মতে নাড়ি প্রদাহ হতেই এটা হয়। আর এটা আসে ঘুমন্ত অবস্থায়। এ ক্ষেত্রে ২ চামচ পলাশ পাতার গরম রস ৭/৮ চামচ জলের সাথে মিশিয়ে সকাল-বিকাল দুইবার খেলে ৩/৪ দিনের মধ্যেই নিশা ঘর্ম উল্লেখযোগ্যভাবে কমে যায়।
৬। খাওয়াদাওয়া ভালো কিন্তু দেহের কান্তি বা লাবণ্য নেই, সেক্ষেত্রে তিনটি কচি পাতার রস ৭/৮ চামচ জলেতে মিশিয়ে খেলে রসবহ স্রোত পরিস্কার হযে ত্বকের স্বাভাবিক ক্রিয়া হতে থাকলেই দেহে লাবণ্য ফিরে আসবে।
৭। যে কোনো রকম বিছায় কামড়ালে পলাশ বীজ আকন্দের আঠার সাথে বেটে সেখানে লাগালে উপশম হয়।
৮। যে পরিবারে পুত্র সন্তান হয় না তারা যদি নিয়ম জেনে খেতে পারে বা ব্যবহার করতে পারে তাহলে পুত্র সন্তান হবেই হবে। তবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে কাজ করতে হবে।
৯। হাইড্রিল বা একশিরা হলে একাদশী, আমাবস্যা বা পূর্ণিমায় টনটন করে ব্যথা হয় আবার জ্বরও হয়, এক্ষেত্রে ৫০ গ্রাম পলাশ ফুল অল্প জলে সিদ্ধ করে হালকা গরম অবস্থায় ফুলাগুলিকে testis-এর চারধারে লাগিয়ে কয়েক ঘন্টা রেখে ছাড়িয়ে ফেলতে হবে। এভাবে ২/৩ দিন পর ২/১ বার লাগালে testis-এর কলেবরটি কমে যাবে। অন্যান্য ব্যবহার পলাশ কাঠ নিম্নমানের, তবে জলেতে বেশ টেকসই।
১০।ভালো কাঠকয়লা তৈরি হয়। গাছের প্রধান ব্যবহার লাক্ষা উত্পাদনে। পলাশ বাকল থেকে যে আঠা পাওয়া যায় তা বেঙ্গল কিনো নামে প্রসিদ্ধ। ফুলের পাপড়ি থেকে হলুদ রং পাওয়া যায়। তুঁতের সঙ্গে এ হলুদ রং মিশালে খাকি রং তৈরি হয়। পলাশ বীজের গুঁড়া কীটপতঙ্গ নাশক।
গাছ কোনো দিন মিথ্যা নয় এবং এর সঠিক ব্যবহার জানলে চিন্তা থাকে না। আমার এই লেখাটি মানুষের জীবনে একটি ঔষুধী হিসেবে কাজ করবে তাই আপনাদেরকে অনুরোধ করবো লাইক ও শেয়ার করে তথা মানুষের সেবা করুণ। ধন্যবাদ। ০১৭৭৫৫৭৪৭০৬।
Palash is a medium sized deciduous tree. Usually up to 8-10 m high. Although the bark at the base of the tree is cracked, the bark of the crooked branches is smooth. A stem has three leaves and is a larger version of the precipitate or mother leaf in shape. A special feature of Palash is that the leaves of the tree fall in Falgun and then the buds appear on the tree. When orange or red flowers bloom all over the tree in Chaitra, it looks as if the fire is burning. A lot of bug nails to see flower buds
1. Many people have a variety of stomach problems when they eat a little here and there. In this case, one teaspoon of palash leaf juice mixed with 7/8 teaspoon of water twice a day in the morning and afternoon, the condition becomes better.
2. In case of tapeworm infestation, mix one teaspoon of bark juice with half a cup of water or one gram of seed powder with water every morning to reduce the infestation of any worm.
3. The problem will surely be removed by playing one gram in the morning and afternoon for 3/4 weeks continuously by rubbing the powder of Palash in the liquid of Venus. In case of constipation, one spoon of isbagulera husk should be mixed and eaten.
4. Many people have to urinate repeatedly, in Ayurveda it is called Mon disease. In this case, one teaspoon of Palash leaf juice mixed with 7/8 teaspoon of water in the morning and afternoon is beneficial.
5. Many people sweat a lot in their sleep at night. According to Western medical scientists, it is caused by inflammation of the arteries. And it comes to sleep. In this case, 2 teaspoons of hot juice of palash leaves mixed with 6/7 teaspoon of water is taken twice in the morning and afternoon and within 3/4 days, night sweats are significantly reduced.
6. Khawadawa is good but the body does not have radiance or elegance, in that case the juice of three young leaves mixed with 7/8 spoons of water will clear the flow of sap and the normal function of the skin will return to the elegance of the body.
7. If you are bitten by any kind of scorpion, you can get rid of it by planting Palash seeds with Akand's eighteen.
8. In a family where there is no son, if they can eat or use the rules knowingly, then there must be a son. But we have to work with faith in the Creator.
9. In case of hydraulic or monocotyledonous, there is pain in Ekadashi, new moon or full moon and there is also fever. In this way, if you apply it 2/1 times after 2/3 days, the size of testis will be reduced. Other uses Palash wood is inferior, but quite durable in water.
10. Good charcoal is made. The main use of the tree is in the production of lac. The glue obtained from Palash bark is known as Bengal Kino. Yellow color is obtained from flower petals. Mixing this yellow color with mulberry makes khaki color. Palash seed powder is an insecticide.
The tree is never a lie and there is no need to worry if you know its proper use. This article of mine will work as a medicine in human life, so I will request you to like and share and serve people. Thanks.
Comments