করোনা থেকে মুক্তি ‘দুধসরে’এটা একটি খুবই মূল্যবান গাছ।

 

করোনা থেকে মুক্তি ‘দুধসরে’এটা একটি খুবই মূল্যবান গাছ। দেখুন ছবিতে ক্লিক করুণ

                                      দুধসরে গাছের ছবিঃ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানী এনায়েত জানান, এই পাতার রস অ্যাজমা, নিউমোনিয়া ও ব্রংকাইটিস রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। বিশেষ করে কোভিড-১৯ জনিত নিউমোনিয়া সারাতে এই পাতার জুড়ি নেই।

সারা বিশ্ব যখন করোনাভাইরাসে টালমাটাল তখন এই রোগের প্রতিষেধক হিসেবে একটি উদ্ভিদের পাতার সন্ধান দিয়েছেন বাংলাদেশি কৃষি বিজ্ঞানী ড. মো. এনায়েত আলী প্রামানিক। তার দাবি, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওই উদ্ভিদের পাতা ব্যবহারে ‘অভুতপূর্ব’ সাফল্য পেয়েছেন তিনি।

উদ্ভিদটির বাংলাদেশে দুধসর বা মনসাসিজ নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম Euphorbia nerifolia LinnEuphorbiaceae পরিবারের অর্ন্তভূক্ত একটি উদ্ভিদটির ইংরেজী নাম Indian spurge tree

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানী এনায়েত জানান, এই পাতার রস অ্যাজমা, নিউমোনিয়া ও ব্রংকাইটিস রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। বিশেষ করে কোভিড-১৯ জনিত নিউমোনিয়া সারাতে এই পাতার জুড়ি নেই।

গত বছর এই গাছের পাতা নিয়ে কাজ শুরু করেন এনায়েত। প্রথমে নিজের দুই ভাই করোনায় আক্রান্ত হওয়ার পর তাদেরকে ওই গাছের পাতার রস সেবন করানো হয়। এতে সাফল্য আসে। এই পথ ধরে আরও প্রায় ২ হাজার জন করোনা পজিটিভ রোগী এই রস সেবন করে সুস্থ হয়েছে বলে দাবি এনায়েতের।

তবে করোনা চিকিৎসায় ‘দুধসর’ প্রয়োগের গবেষণা এখনও শেষ হয়নি বলে জানালেন এনায়েত। এই উদ্ভিদের পাতার প্রয়োগে কোনো পার্শপ্রতিক্রিয়া নেই বলে জানান তিনি।

গাজীপুরের উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্র থেকে Euphorbia nerifolia উদ্ভিদের জার্মপ্লাজমটি সংগ্রহ করা হয়েছে। গাছটি দেখতে ক্যাকটাসের মতো। কাঁটাযুক্ত কাণ্ড এবং শাখা-প্রশাখা রূপান্তরের মাধ্যমে অনিয়মিত (৪-৫ টি ধার) আকার ধারণ করে। সাধারণত গাছের অনুজ অংশ থেকে পাতা বের হয়। পাতা মাংশল প্রকৃতির এবং চিরসবুজ।

যেভাবে করোনার বিরুদ্ধে কাজ করে

E. nerifolia তথা ‘দুধসর’ উদ্ভিদের পাতার রসের কার্যকারিতা সম্পর্কে ড. প্রামানিক জানান, করোনা ভাইরাসের প্রোটিন ‘S’ ফুসফুসের কোষের এনজিওটেনসিং হিউমান কনভারটিং এনজাইম রিসেপটর-২ এর মাধ্যমে ভিফিউশন পদ্ধতিতে কোষে প্রবেশ করে।

এরপর মেসেঞ্জার আরএনএ (mRNA) এর দুটি সাব-ইউনিট ৪০s এবং ৬০s এর মধ্যে ৪০s সাব ইউনিটের সঙ্গে কমপ্লেক্স তৈরি করে জেনোমিক ভাইরাল আরএনএ সিনথেসিস শুরু করে। এ অবস্থায় আক্রান্ত রোগী যদি দুধসরের পাতার রস খাওয়া শুরু করে তাহলে এটি প্রত্যক্ষভাবে ভাইরাল প্রোটিন সিনথেসিসে বাধা প্রদান করে।

এই উদ্ভিদে রয়েছে প্রায় ২৩ প্রকারের ডাই-টারফিনয়েড এবং এক ধরনের গ্লাইকোসাইড। এর মধ্যে ৩ বেটা ফ্রাইডেনাশল সবচেয়ে বেশি কার্যকরি এবং এই টারফিনয়েডের রয়েছে দারুণ অ্যান্টিভাইরাল কার্যকারিতা।

সেবন প্রক্রিয়া

প্রবাহমান জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পাতা রোগের মাত্রানুযায়ী দৈনিক ২-৩টি পাতা চিবিয়ে রস খেয়ে অবিষ্টাংশ ফেলে দিতে হবে। এভাবে প্রতিদিন ২-৩ বার দুধসরের পাতার রস খেতে হবে পুরোপুরি আরোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত।

অবশ্যই মনে রাখতে হবে Euphorbiaceae পরিবারের অধিকাংশ উদ্ভিদ খুবই বিষাক্ত। তবে দুধসরের পাতা সরাসারি চিবিয়ে খাওয়া যায়। তাই এই উদ্ভিদের শানাক্তকরণের সতর্কতার সঙ্গে করতে হবে। এটি চেনার উপায় হচ্ছে পাতাটি ডিম্বাকৃতির এবং পাতার বোটার নিচে কাণ্ডের সঙ্গে দুটি কাঁটা থাকবে।

এনায়েত জানান, শ্বাসকষ্ট জনিত বিভিন্ন রোগ যেমন: অ্যাজমা, ব্রংকাইটিস ও চেষ্ট কনজেশন রোগে আক্রান্তদের চিকিৎসায় দুধসরের ব্যবহার বহুকাল থেকেই প্রচলিত।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই নানা ধরনের ভেষজ ওষুধ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তবে এগুলোর কোনোটিরই কার্যকারিতার জোরালো প্রমাণ মেলেনি। করোনা চিকিৎসায় কিছু ভেষজ ওষুধের কথা জানিয়েছিল চীনও।

করোনা থেকে মুক্ত থাকতে মরিচ, আদা, লবঙ্গ মেশানো জল পানের পরামর্শ দিয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রে বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। এতেও কোনো কার্যকারিতার জোরালো কোনো প্রমাণ নেই।

ইরাকের নাজাফ শহরে করোনার আরেক চিকিৎসা পদ্ধতির নাম আসে। সেখানে করোনার শুশ্রূষায় যে অদ্ভুত পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, সেটার স্থানীয় নাম হিজামা। বর্তমানে এই পদ্ধতি ‘কাপিং’ নামে পরিচিত।

দয়া করে অবহেলা না করে সৃর্ষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে ঘরে বসে চিকিৎসা নিবেন দেখবেন করোনা ভালো হয়ে যাবে। এই বিষয়টি সবাইকে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করুণ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

 

Released from Corona ‘Dudhsare’ is a very valuable tree. Click on the image to see


Enayet, a scientist in the field research department at the Bangladesh Agricultural Research Institute, said the juice of the leaves acts as an antidote to asthma, pneumonia and bronchitis. In particular, there is no pair of this leaf to cure pneumonia caused by Kovid-19.
Bangladeshi agronomist Dr. has found the leaves of a plant as an antidote to the disease when the whole world is in turmoil with coronavirus. Md. Enayet Ali is authentic. He claims to have had "unprecedented" success in using the leaves of the plant to treat patients infected with the corona virus.


The plant is known as Dudhsar or Mansasij in Bangladesh. Scientific name Euphorbia nerifolia Linn; Indian spurge tree is a plant belonging to the family Euphorbiaceae. Enayet, a scientist in the field research department at the Bangladesh Agricultural Research Institute, said the juice of the leaves acts as an antidote to asthma, pneumonia and bronchitis. In particular, there is no pair of this leaf to cure pneumonia caused by Kovid-19.

Enayet started working on the leaves of this tree last year. At first, after his two brothers contracted corona, they were given juice from the leaves of the tree. It brings success. Enayet claims that about 2,000 more corona-positive patients have recovered from the juice.

However, Enayet said that the research on the application of 'Dudhsar' in Corona treatment is not over yet. He said that there are no side effects in applying the leaves of this plant.

The germplasm of Euphorbia nerifolia plant has been collected from the Plant Breeding Center of Gazipur. The tree looks like a cactus. The thorny stems and branches take on irregular (4-5 edges) shape through transformation. Usually leaves come out from the young part of the tree. The leaves are fleshy in nature and evergreen.

The way it works against Corona

Dr. E. nerifolia or ‘milky’ plant juice. According to Pramanik, the protein ‘S’ of the corona virus enters the cell through the angiotensing human converting enzyme receptor-2.

Messenger then initiates genomic viral RNA synthesis by creating complexes with two sub-units of mRNA, 40s between 40s and 60s. In this condition, if the infected patient starts consuming milk leaf juice, it directly inhibits the viral protein synthesis.

This plant contains about 23 types of di-turfinoids and one type of glycosides. Of these, 3 beta fridenasals are the most effective and this turfinoid has great antiviral efficacy.

The process of consumption

Rinse well with running water and chew 2-3 leaves daily according to the degree of clean leaf disease. Thus, the juice of Dudhsar leaves should be taken 2-3 times a day till it is completely cured.

It must be remembered that most plants in the family Euphorbiaceae are very poisonous. However, milk leaves can be chewed directly. So the identification of these plants has to be done with caution. The way to recognize it is that the leaf is ovate and will have two spines with stems below the leaf buds.

Enayet said that the use of milk powder has been used for a long time in the treatment of various respiratory diseases such as asthma, bronchitis and chest congestion.

From the beginning of the outbreak of coronavirus, there have been reports of various herbal medicines. However, there is no strong evidence of the effectiveness of any of these. China also reported some herbal remedies for corona.

To stay free from corona, pepper, ginger, cloves mixed with water, the public health center scientist suggested. Bijan Kumar Shil. There is no strong evidence of its effectiveness.

Corona is another medical procedure in the Iraqi city of Najaf. Hijama is the local name given to the strange method of corona nursing. This method is now known as 'cupping'.

Please don't neglect, believe in the Creator and take treatment at home, you will see that you will get better. Please let everyone know this. Like and share. All will be well. Thanks.

Comments