আদা সকল রোগ নিরাময়ে দাদা।

আদা সকল রোগ নিরাময়ে দাদা ছবিতে ক্লিক করুণ জানতে পারবেন-

আদার গুনাগুনঃ

আদা মূলত গাছের শিকড়। মসলা হিসেবে আদার ব্যবহার সব খাবারকেই সুস্বাদু করে, একেবারে জিভে জল এনে দেয়। আদায় রয়েছে কিছু রোগের অসাধারণ নিরাময় ক্ষমতা।

আদার কয়েকটি উপকারিতা

১। মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপ থাকলে খেটে পারেন আদার চা। রক্তচাপ স্বাভাবিক হয়ে আসবে, মাথাব্যথারও উপশম হবে।

২। মাতৃত্বকালীন বমি বমি ভাব কিছুটা হলেও কমায় আদা।

৩। শরীরের জয়েন্টে ব্যথা হলে আদা কুচি কুচি করে খেলে আরাম পাওয়া যায়।

৪। শ্বেতী রোগ ? আদা বেঁটে দিনে তিন থেকে চার বার লাগান। চার থেকে বারো সপ্তাহ নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।

৫। নিয়মিত আদা খেলে অফুরান প্রাণশক্তি পাওয়া যায়। কমে যায় রোগব্যাধি।

৬। খাবার হজম হচ্ছে না ? পেটে গুড় গুড়, আদাজল খেয়ে নিন। আরাম পাবেন।

৭। অপারেশনের পর কাঁচা আদা খান, দ্রুত সেরে উঠবেন।

৮। সর্দি লাগলে আদা কুচি করে রুমালে নিয়ে নাকে ঝাঁজ নিন। বন্ধ নাক খুলে যাবে।

৯। ভ্রমণের সময় বমি ভাব এলে যদি মুখে এক টুকরো আদা দেন দেখবেন বমি ভাব উধাও।

১০। হজমে গোলযোগ হলে আদা কিংবা আদা চা খেতে পারেন। দ্রুত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।

১১। শীতকালে অনেকেরই শ্বাসকষ্ট দেখা দেয়। এই শ্বাসকষ্টের বিরুদ্ধে লড়াই করার অসাধারণ এক ক্ষমতা আছে আদায়। এ ছাড়া বুকে কফ জমে কিংবা ঠান্ডা লেগে যাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, তাদের জন্য প্রাকৃতিক ওষুধ হলো আদা।

১২। এতে থাকা ভিটামিন, মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড শরীরে রক্ত চলাচল বাড়ায় এবং হৃৎপিণ্ডকে কর্মক্ষম রাখে। এটি ধমনি থেকে অতিরিক্ত চর্বি সরিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও কমিয়ে দিতে পারে।

১৩। রক্ত সঞ্চালনের গতিকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এ ছাড়া রোগ প্রতিরোধ করার ক্ষমতাকেও বাড়িয়ে দিতে পারে এই মসলা। এর উপাদানগুলো পেশির কর্মদক্ষতা  বাড়ায়। আবার ব্যথা প্রশমনেও কার্যকর।

১৪। অনেক কারণে আমরা মানসিক চাপ ও অস্থিরতায় ভুগে থাকি। এক গবেষণায় দেখা গেছে, আদায় থাকা কিছু উপাদান মানসিক চাপ দূর করতে সাহায্য করে।

১৫। মাসিকের সময় অনেকেরই তল পেট ব্যথা ও শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে, এ ধরনের সমস্যা এড়াতেও আদা খেয়ে দেখতে পারেন। 

আজ থেকেই আদা খাওয়া শুরু করুণ যেহেতু আদার অনেক গুনাগুন এবং এর উপকারিতার সর্ম্পকে জানতে পেরেছেন। দয়া করে লাইক এবং শেয়ার করুণ মানুষের সেবা করুণ সৃষ্টিকর্তা আপনার ভালো করবেন। আমার পরিবারের জন্য আর্শিবাদ করবেন।ধন্যবাদ।

Ginger can cure all diseases by clicking on Dada picture.




Ginger is basically the root of the tree. The use of ginger as a spice makes all foods delicious, absolutely bringing water to the tongue. Realization has extraordinary healing power for some diseases.

Some benefits of ginger
. If you have headache and high blood pressure, you can drink ginger tea. Blood pressure will be normal, headaches will be relieved
. Ginger reduces maternal nausea to some extent.


. If there is pain in the joints of the body, you can get relief by playing with ginger powder.
Leukemia? Apply ginger three to four times a day.
You will benefit from regular use for four to twelve weeks.
Regular ginger provides inexhaustible vitality. Reduces disease. Not digesting food?
Molasses molasses in the stomach, drink water.
You will get comfort.
Eat raw ginger after the operation, you will recover quickly.


. If you have a cold, crush ginger and rub it on your nose with a handkerchief. Closed nose will be opened.
If you feel nauseous while traveling, if you put a piece of ginger in your mouth, you will see that the nausea disappears.
If you have digestive problems, you can eat ginger or ginger tea. You will be able to overcome the problem quickly. Many people have difficulty breathing in winter.
Realizing that there is an extraordinary ability to fight against this shortness of breath.
Ginger is also a natural remedy for those who have respiratory problems due to chest congestion or cold.

. Its vitamins, minerals and amino acids increase blood circulation in the body and keep the heart functioning.

It can also reduce the risk of heart attack and stroke by removing excess fat from the arteries.

Helps to keep the speed of blood circulation normal.

In addition, this spice can increase the ability to resist diseases. Its ingredients increase muscle performance.

It is also effective in relieving pain.


. There are many reasons why we suffer from stress and instability. 

One study found that some of the ingredients in the extract help relieve stress. 

Many people may experience lower abdominal pain and physical discomfort during menstruation. You can also try ginger to avoid such problems. 

Start eating ginger today as you have learned about the many benefits of ginger and its benefits. Please like and share. Please serve the people. The Creator will do you good. Bless my family. Thank you.

Comments