ভেষজ উদ্ভিদ তমালের উপকারিতা ও গুণাগুণ।

 

ভেষজ উদ্ভিদ তমালের উপকারিতা ও গুণাগুণ জেনে নিন ছবিতে ক্লিক করুণ-


ভেষজ উদ্ভিদ তমালের উপকারিতা ও গুণাগুণ

    দৃষ্টি নন্দন কাণ্ড – শাখা আর পত্র পল্লবিত “তমাল তরু” আবহমান বাংলার একটি পরিচিত গাছ। বৈষ্ণব কবির কবিতায় একে তমাল তরু বলা হলেও এটি তরু নয় , এটি একটি মধ্যম আকারের অরণ্যক বৃক্ষ। এর উদ্ভিদ জাগতিক নাম “ গার্মেনিয়া জেলখো সাইমাস” Garcinia xanthochymus।। কৃষ্ণ কালো তমাল শাখাঁর ফাকে আকাশকে অপরুপ নীল দেখায় বলে বোধ হয় এর আরেক নাম নীলধজ। হিন্দু সম্প্রদায় তমালকে পবিত্র বৃক্ষ হিসেবে পূজা দিয়ে থাকেন। আসুন জেনে নেই তমাল গাছের স্বাস্থ্য উপকারিতা-

তমাল এর কটি ডাল জলেতে পেষণ করে ফোঁড়ায় লাগালে উপশম হয় 
১। তমাল এর ফল স্কার্ভির রোগের জন্য বিশেষ উপকারি ।
২।পা ফাটা নিরাময়ের জন্য আমশূল ব্যবহার করা হয় ।
৩। তমাল এর আমশূল জলের সাথে মিশিয়ে খেলে আমাশয় ভালো হয় ।
৪।তমাল ফলের রস করে নিতে হবে । এরপর এটি পানি ও মিছরি মিশিয়ে পান করলে জ্বর ভালো হয়ে যায়।
৫।প্রথমে তমালের কচি পাতা কলাপাতায় জড়িয়ে তার ওপর মাটির প্রলেপ দিয়ে রাখতে হবে। এরপর এটা আগুণে সেকে নিতে হবে । এবার সেই ঝলসানো পাতার রস খেলে আমাশয় উপকার পাওয়া যায় ।
৬।খাবারে অরুচি ভাব দেখা দিলে তমালের পাকা ফল খেলে খাবারের অরুচি ভাব দূর হয়ে যায় ।
৭।এর পাতা চূর্ণ মাছের জন্য বিষ। 
৮। জ্বর, ডায়ারিয়া, নিউমোনিয়া, প্রস্রাবে সমস্যা, নিউরালজিয়া, প্লুরিসি, মিনোরেজিয়া, প্রসব পরবর্তী জ্বর, বিষাক্ত মাকড়সার কামড় ইত্যাদিতে তমাল গাছের নানান অংশ ব্যবহূত হয়। 
৯।এছাড়া এর ছালের নির্যাসে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি পাইরেটিক গুণ আছে। 
১০।এর অ্যালকোহলিক নির্যাসে ইঁদুরের ক্যান্সার নিরাময়ের গুণ আছে বলে পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে।
লেখাটি অবশ্যই দয়া করে লাইক এবং শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ করুণ আরো নতুন নতুন কিছু নিয়ে যেন আপনাদের মাঝে আসতে পারি। এই করোনাকালীন সবাই ভালো থাকেন এই প্রত্যশা করি। সকলকে ধন্যবাদ।


Click on the image to know the benefits and properties of the herbal tamal.

Drishti Nandan Kand - "Tamal Taru" with branches and leaves is a well-known tree in abhaman Bengal. In Vaishnava poetry it is called Tamal Taru but it is not Taru, it is a medium sized forest tree. Its plant name is Garcinia xanthochymus. 
Another name for it seems to be Nildhaja as the sky looks very blue in the gap between the black and black Tamal branches. The Hindu community worships Tamal as a sacred tree. Let's know the health benefits of tamal tree-

Tamal's stalks are crushed in water and boiled to relieve it
1. Tamal fruit is especially beneficial for scurvy.

2. Amsul is used to cure foot cracks.

3. Tamal's amsul is mixed with water to cure diarrhea.

4. Tamal fruit juice should be taken. Then if you drink it mixed with water and candy, the fever gets better.

5. First the young leaves of tamal should be wrapped in banana leaves and covered with soil. Then it should be baked in the fire. This time you can get the benefit of diarrhea by drinking the juice of the roasted leaves.

6. If there is a feeling of distaste in food, the distaste for food is removed by eating ripe fruits of Tamal.

7. Its leaves are poison for crushed fish.

8. Various parts of tamal tree are used for fever, diarrhea, pneumonia, urinary problems, neuralgia, pleurisy, menorrhagia, postpartum fever, venomous spider bites etc.
9. Besides, its skin extract has anti-inflammatory and anti-pyretic properties. Experiments have shown that the alcoholic extract of

10. has anti-cancer properties in rats.

Please like and share this article and encourage me to come up with more new things. I hope everyone stays well during this time. Thanks everyone.

Comments