রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিউলি পাতা।

 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিউলি পাতা দেখুন- ছবিতে ক্লিক করুণ এটি একটি পরিক্ষীত গাছ।

শিউলি গাছঃ

সুন্দর গন্ধের জন্য শিউলি ফুল অনেকেরই পছন্দের। এর পাতাও কিন্তু কম উপকারী নয়। শিউলি গাছের পাতা খেলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।  অনেকের বাড়িতেই শিউলি ফুলের গাছ থাকে। ভোরবেলা ঘুম থেকে উঠে শিউলি গাছের দু-তিনটি পাতা তুলে জলে ধুয়ে মুখে পুরে নিন। ভালো করে চিবিয়ে যতটুকু রস আছে খেয়ে ফেলে দিন ছিবড়েটুকু। আপনার কাশিতে যদি কফ বের হয় তবে এর থেকে ভালো ওষুধ বাজারে পাবেন বলে মনে হয় না। এর রস যদিও অত্যন্ত তেতো প্রকৃতির, কিন্তু, এটি নিয়মিত খেলে কাশির দমক তো কমবেই, গায়েব হবে কফের চিহ্নও।

বাতের ব্যথা কমাতে প্রতিদিন সকালে এক কাপ পানিতে দুটি শিউলি পাতা ও দুটি তুলসী পাতা ফুটিয়ে ছেঁকে খেতে পারেন।গবেষণায় দেখা গেছে, শিউলি পাতার রস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। এর পাতায় থাকা অ্যাণ্টি-অক্সিডেণ্ট ও অ্যাণ্টি-ইনফ্ল্যামেটারি উপাদান রোগ প্রতিরোধে সাহায্য করে। ঠাণ্ডার কারণে গলা বসে গেলে শিউলি পাতার রস খেতে পারেন। নিয়মিত ২ চামচ পরিমাণ পাতার রস হালকা গরম করে দিনে দুইবার খেলে উপকার পাবেন। শিউলি পাতার রস অল্প গরম করে খেলে কৃমির সমস্যা কমে।  শিউলি গাছের ছালের চূর্ণ সকালে ও বিকালে গরম পানিতে খেলে বাড়তি মেদ ঝরে।  সাইটিকার ব‍্যথা কমাতে প্রতিদিন সকালে কয়েকটি শিউলি পাতা ও কয়েকটি তুলসী পাতা একসাথে জলে ফুটিয়ে সেই জল ছেঁকে সকাল ও সন্ধ্যায় খেতে হবে।  প্রতিদিন সকালে চা এর মতো এক কাপ জলে দু'টি শিউলি পাতা ও দু'টি তুলসী পাতা ফুটিয়ে ও ছেঁকে খেতে হবে। এটি এক ধরনের হার্বাল টি। এর ফলে আর্থারাইটিসের ব‍্যথা কমবে। জ্বর কমাতে সাহায্য করে শিউলি। দীর্ঘস্থায়ী জ্বর কমাতে শিউলির চা পান করার পরামর্শ দেন চিকিৎসকরা।পরীক্ষায় দেখা গেছে, ম্যালেরিয়ার সময় শিউলি পাতার বাটা খেলে এই রোগের উপসর্গগুলি কমতে শুরু করে। ম্যালেরিয়ার প্যারাসাইটগুলি নষ্ট হয়, রক্তে প্লেটলেটের সংখ্যা বাড়ে।

এটি একটি পরিক্ষীত গাছ আমিও এটা ব্যবহার করি আপনিও ব্যবহার করুণ উপকার পাবেন। দয়া করে কমান্ট করুণ এবং লাইক শেয়ার করে মানুষকে উপকার করুণ। ধন্যবাদ।

Increases immunity See hibiscus leaves - Click on image This is a tested tree.


Many people like hibiscus flowers for their beautiful smell. Its leaves are no less useful. There are various health benefits of eating hyacinth leaves. Many people have hyacinth flowers in their homes. Wake up in the morning, pick up two or three leaves of hyacinth tree, wash them in water and put them in your mouth. Chew well and eat as much juice as you have. Yours
If you have a cough, you don't think you can find a better medicine. Although its juice is very bitter in nature, but, if you play it regularly, the cough will be lessened and the signs of phlegm will also disappear.

To reduce the pain of arthritis, you can boil two hyacinth leaves and two basil leaves in a cup of water every morning and eat it. The anti-oxidant and anti-inflammatory ingredients in its leaves help prevent disease. The juice of hyacinth leaves when the throat gets sore due to cold Can eat Regularly 2 teaspoons of leaf juice heated twice a day will benefit. The problem of worms is reduced by playing the juice of hyacinth leaves a little hot. Crushed bark of hyacinth tree in hot water in the morning and in the afternoon to lose excess fat. A few hyacinth leaves every morning to reduce the pain of sciatica Boil a few basil leaves together in water and strain the water and eat it in the morning and evening. Every morning, boil and sift two hyacinth leaves and two basil leaves in a cup of water like tea. It is a kind of herbal tea. This will reduce the risk of arthritis. Hyacinth helps in reducing fever. To drink hibiscus tea to reduce chronic fever Doctors have advised. Tests have shown that the symptoms of this disease start to decrease when you play with the hyacinth leaf paste during malaria. Malaria parasites are destroyed, increasing the number of platelets in the blood.

This is a tried and tested tree. I also use it. You will also benefit from using it. Please comment and benefit people by sharing likes. Thanks.



Comments